Ads Area

গ্রীষ্মকাল,বর্ষাকাল,শরৎকাল ও বসন্তকাল সম্পর্কে ১০টি করে বাক্য

সুজলা-সুফলা, শস্য- শ্যামলা আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ।  এদেশে প্রাকৃতিক নিয়মেই ৬টি ঋতুর আগমন ঘটে বিভিন্ন বিচিত্র এবং বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদের সুবিধার জন্যই গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল ও বসন্তকাল সম্পর্কে ১০টি করে বাক্য তৈরী করে দেখানো হলো। 

গ্রীষ্মকাল সম্পর্কে ১০টি বাক্য :

  • বাংলাদেশের ষড়ঋতুর মধ্যে গ্রীষ্মকাল হলো প্রথম ঋতু। বৈশাখ ও জৈষ্ঠ্য এই দুই মাস হলে গ্রীষ্ম ঋতু।
  • গ্রীষ্মকাল আগমন হয় খাঁ খাঁ রোদ আর কালবৈশাখী ঝড় নিয়ে।
  • গ্রীষ্মকালের প্রখর রোদে মাঠ- ঘাট  ফেটে চৌচির হয়ে যায়। জনজীবন হয়ে ওঠে অতিষ্ঠ।
  • গ্রীষ্মকালের বেলা হয় অত্যন্ত দীর্ঘ। কারন এ সময় দিন অনেক বড় হয়।
  • গ্রীষ্মাকালে মাঝে মাঝে কাল বৈশাখী ঝড় হয়ে সবকিছু লন্ডভন্ড করে দেয়।
  • গ্রীষ্মকালের প্রকৃতি অনেক কঠিন হয়ে পড়লেও এ সময় পচুর পরিমানে ফল পাওয়া যায়। 
  • গ্রীষ্মকে মধুমাস বলা হয়। কারন গ্রীষ্মে আম, জাম, কাঠাল, লিচু প্রভিতি নানা রকম ফলে ভরপুর থাকে।
  • গ্রীষ্মের প্রচন্ড় তাপের কারনে মানুষ  কলেরা, ডায়রিয়া,  সর্দি ইত্যাদি রোগে আক্রান্ত হয়।
  • বাংলাদেশের ছয়টি ঋতুর মধ্যে গ্রীষ্মের স্বকীয় বৈশিষ্ট্য উজ্জ্বল। 
  • এ ঋতুতে আমরা যেমন  অনেক ফলমূল পাই তেমনি অনেক প্রাকৃতিক দুর্যোগেরও মুখোমুখি হই।

আরও জানুন :  পহেলা বৈশাখ, ইলিশ মাছ ও বৈশাখী মেলা সম্পর্কে ১০টি বাক্য

বর্ষাকাল সম্পর্কে ১০টি বাক্য :

  • গ্রীষ্মের পরেই আসে বর্ষা। বর্ষা হলো আমাদের দেশের ছয়টি ঋতুর মধ্যে দ্বিতীয় ঋতু।
  • এদেশে বর্ষার আগমন কখনো দেরিতে হয়, আবার কখনো জৈষ্ঠ্য মাসেই বর্ষা শুরু হয়।
  • গ্রীষ্মের প্রচন্ড উত্তাপের মাঝে বর্ষা শান্তির বার্তা নিয়ে হাজির হয়।
  • বর্ষার আগমনে এদেশে নদী-নালা, খাল-বিল, মাঠ-ঘাট পানিতে ভরপুর হয়ে যায়। 
  • বর্ষার আগমনে গাছপালা নতুন পানির স্পর্শে  সতেজ, সবুজ শ্যামল রুপ ধারন করে। 
  • কৃষি প্রধান এদেশে ফসল নির্ভর করে অনেকাংশে বর্ষার উপর। 
  • যে বছর বর্ষায় পরিমাণ মতো বৃষ্টি হয়, সে বছর প্রচুর ফলন হয়।
  • বর্ষা আমাদের জন্য কল্যানকর বটে, তবে অনেক সময় অতিরিক্ত বৃষ্টি বা নদীর পানি বন্যা ঘটায়।
  • বাংলার বেশিরভাগ গ্রামগুলো নিচু এলাকায় হওয়ার বর্ষাকালে গ্রাম বাংলার মানুষদের অনেক কষ্ট পোহাতে হয়।
  • আমাদের এদেশ কৃষি প্রধান দেশ বলে এখানে বর্ষার গুরুত্ব অপরিসীম। 

আরও জানুন : পাহাড়পুর, সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগার সম্পর্কে ১০টি বাক্য 

শরৎকাল সম্পর্কে ১০টি বাক্য :

  • বাংলাদেশের ছয়টি ঋতুর মধ্যে শরৎকাল হলো তৃতীয় ঋতু।
  • মেঘ ও রৌদ্রের মাঝে সম্মেলনে ঘটিয়ে শরৎকালের আগমন ঘটে।
  • বর্ষার অনেক অত্যাচারের পর শরৎকালের আকাশ এক নতুন রুপে সজ্জিত হয়।
  • শরৎকালে যেন প্রকৃতি এক নতুন রুপে সাজে। মাঠে মাঠে থাকে সবুজ ধানের সমারোহ। 
  • শরৎকালে গ্রাম বাংলার মানুষগুলো নানা উৎসবে আনন্দে মুখর হয়ে ওঠে।
  • শরতের সকাল খুবই স্নিগ্ধ কোমল ও শান্ত রুপ নিয়ে আত্মপ্রকাশিত হয়।
  • শরৎকালে ফুটে শেফালি, মালতী, জুঁই, টগর আরো নানা জাতের ফুল।
  • শরৎকালে হিন্দুদের শ্রেষ্ঠ উৎসব শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হয়।
  • শরৎকালে কিছু অসুবিধেও রয়েছে। এ সময় খাল বিলের পানি শুকিয়ে যায়। ফলে বিভিন্ন জায়গায় লতাপাতা পঁচে দুর্গন্ধ সৃষ্টি করে। 
  • বাংলার শরৎ প্রকৃতিতে এক অপরুপ সৌন্দর্যের পরশ মেখে দেয়।

আরও জানুন : শীতকাল ও  শীতের সকাল সম্পর্কে : ১৫টি করে বাক্য

বসন্তকাল সম্পর্কে ১০টি বাক্য :

  • বাংলার ষড়ঋতুর মধ্যে সর্বশেষ ঋতু হলো বসন্ত। ফাল্গুন ও চৈত্র এই দুই মাস হলো বসন্ত কাল।
  • ছয়টি ঋতুর মধ্যে সর্বসেরা ঋতু হলো বসন্ত। এজন্য বসন্তকে ঋতুরাজ বলা হয়। 
  • প্রকৃতিতে বসন্তের আগমনে গাছে গাছে নতুন পাতা ও ফুল দেখা যায়।
  • বসন্তকালে এই বিশাল আকাশ হয়ে উঠে সৌন্দর্যপুরী। বসন্তী আকাশ হয় নির্মল।
  • বসস্তের প্রকৃতির এই নতুন সাজকে পূর্নতা দান করে পাখির কলধ্বনি। 
  • বসন্তকাল যেন মানব জীবনকে এক নতুন পদচারনায় উন্মুখ করে তোলে।
  • কেবল বাংলাদেশেই এ ঋতুটি জনজীবনকে এত সৌন্দর্য,  এত সুর আর গানে ভরপুর করে তুলে।
  • পায়লা ফাল্গুনে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব নাগরিক জীবনে একটি বিশেষ আনন্দের দিন।
  • শীতের জীর্নতা শীর্নতা কাটিয়ে দিয়ে আগমন ঘটে এই বসন্ত ঋতুর।
  • আমাদের সবার প্রিয় এ ঋতুরাজ বসন্ত । এ ঋতু আমাদের চিন্তা চেতনা ও সংস্কৃতির সাথে একসূত্রে গাঁথা। 

আরও জানুন : মুক্তিযুদ্ধ,একুশে ফেব্রুয়ারি ও ভাষা আন্দোলন সম্পর্কে ১০টি বাক্য 

Post a Comment

0 Comments