মুক্তিযুদ্ধ সম্পর্কে ১০টি বাক্য
- ১৯৭১ সালে সংঘটিত হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ। যা পাকিস্তানের শাসকের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রাম।
- পাকিস্তানের সেনাবাহিনী ২৫ শে মার্চের কাল রাতে ‘অপারেশন সার্চলাইট’ শুরু করে যা মুক্তিযুদ্ধের সূচনা করে।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষনা করেন ২৬ শে মার্চ।
- মুক্তিযুদ্ধে কৃষক, শ্রমিক, ছাত্রসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।
- মুক্তিযুদ্ধ হয় প্রায় ৯ মাস ব্যাপী। আর এই নয় মাসে প্রায় ৩০ লাখ মানুষ শহীদ হন।
- মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীদের হাতে প্রায় দুই লাখ নারী নির্যাতিত হন।
- মুক্তিযুদ্ধের সময় প্রধান ভূমিকা পালন করেন মুক্তিবাহিনী এবং মুক্তিযোদ্ধারা।
- মুক্তিযুদ্ধের সময় প্রধান শ্লোগান ছিল ‘জয় বাংলা’।
- নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস একটি গৌরবময় অধ্যায়।
- মুক্তিযুদ্ধের স্মরণে ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস ও ১৬ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়।
আরও জানুন : বঙ্গবন্ধু, জয়নুল আবেদীন ও মাদার তেরেসা সম্পর্কে ১০টি বাক্য
একুশে ফেব্রুয়ারি সম্পর্কে ১০টি বাক্য :
- একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে একটি স্মরণীয় ও তাৎপর্যপূর্ণ দিন।
- একুশে ফেব্রুয়ারি হলো ১৯৫২ সালের ভাষা আন্দোলনের রক্তে রাঙা একটি ঐতিহাসিক দিন।
- পৃথিবীর মানুষের কাছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে একুশে ফেব্রুয়ারি।
- ২১ শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঢাকায় মিছিল করে ভাষার অধিকার দাবি জানান।
- ১৯৯৯ সালে ১৭ই নভেম্বর ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেন।
- একুশে ফেব্রুয়ারি এ দিবস টি বর্তমানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বের ১৯২টি দেশে পালিত হচ্ছে।
- ২১ ফেব্রুয়ারি হল বাঙ্গালীদের আত্মত্যাগ, ঐক্য এবং সংস্কৃতির প্রতীক।
- বাঙালিদের ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাসের স্মারক হলো ২১ শে ফেব্রুয়ারি।
- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি হলো এই দিনের প্রতীকী সঙ্গীত।
- একুশে ফেব্রুয়ারি বাঙালির জাতীয় চেতনার উন্মেষ ঘটায়।
আরও জানুন : আমাদের বিদ্যালয়, কক্সবাজার ও নিজের(myself) সম্পর্কে ১০টি বাক্য
ভাষা আন্দোলন সম্পর্কে ১০টি বাক্য :
- ভাষা আন্দোলন ছিল মূলত বাঙালিদের বাংলা ভাষা রক্ষার এক ঐতিহাসিক সংগ্রাম।
- এই বাংলা ভাষাই পৃথিবীর একমাত্র ভাষা যা এসেছে কঠিন ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে।
- ভাষা আন্দোলনের প্রথম প্রতিবাদ সংগঠিত হয় ১৯৪৮ সালের ১১ই মার্চ।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বাংলা ভাষার দাবিতে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি মিছিল করেন।
- ভাষা আন্দোলনের জন্য ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে সালাম, বরকত, রফিক ও জব্বার সহ আরো অনেকে শহীদ হন।
- ঢাকায় ভাষা আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনার স্থাপন করা হয়।
- ভাষা আন্দোলনের সময় নারীরাও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
- ভাষা আন্দোলনের সময় থেকেই ‘জয় বাংলা’ স্লোগানটি অনেক জনপ্রিয় হয়ে ওঠে।
- ভাষা আন্দোলন হলো বাঙ্গালীদের জাতীয় জীবনের এক গৌরবময় অধ্যায়।
- ভাষা আন্দোলনের মাধ্যমেই বাংলা ভাষা ও বাংলা ভাষার সংস্কৃতি পৃথিবীব্যাপী পরিচিতি লাভ করেছে।
আরো জানুন : পহেলা বৈশাখ, ইলিশ মাছ ও বৈশাখী মেলা সম্পর্কে ১০টি বাক্য