হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

দৈব ত্রুটি কাকে বলে ? দৈব ত্রুটি ব্যাখ্যা কর

সংজ্ঞা : কোণ একটি ধ্রুব রাশি কয়েকবার পরিমাপ করলে যে ত্রুটির কারণে পরিমাপকৃত মানে অসামঞ্জস্য দেখা যাই তাকে দৈব ত্রুটি বলে।

দৈব ত্রুটি ব্যাখ্যা :

কোনো একটি ধ্রুব রাশি কয়েকবার পরিমাপ করলে যে ত্রুটির কারণে পরিমাপকৃত মানে অসামঞ্জস্য দেখা যায় তাই দৈব ত্রুটি। এই ত্রুটি সম্পর্কে আগে থেকে অনুমান কার যায় না।

যেমন : ঘরের দৈর্ঘ্য মাপার জন্য মিটার স্কেল ঘরের মেঝেতে যতবার ফেলা হয় ততবার দৈব ত্রুটি পরিমাপের অন্তর্ভুক্ত হয়ে যায় কেননা একবার মাপার পর চিহ্ন দেয়া হয়। সঠিকভাবে সেই চিহ্ন থেকে পরবর্তী বার মাপা সম্ভব হয় না ফলে এই ত্রুটিকে এড়ানো যায় না কিন্তু সতর্কতা অবলম্বন করলে এই ত্রুটি কমিয়ে আনা যায়।

Leave a Comment

error: Content is protected !!