হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

যৌগিক ও মিশ্র ক্রিয়া কাকে বলে? পার্থক্য এবং উদাহরণ

যৌগিক ক্রিয়া : একটি অসমাপিকা ক্রিয়া এবং একটি সমাপিকা ক্রিয়া মিল যদি একটি বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে তাহলে তাকে যৌগিক ক্রিয়া বলে ।

যৌগিক ক্রিয়ায় অসমাপিকা ক্রিয়াটি সমাপিকা ক্রিয়ার পূর্বে বসে। সমাপিকা ক্রিয়াটি অসমাপিকা ক্রিয়ার অর্থকে পূর্ণ করে । এ অর্থে যৌগিক ক্রিয়ায় সমাপিকা ক্রিয়াই প্রধান। যৌগিক ক্রিয়ার ক্রিয়া বিভক্তি সমাপিকা ক্রিয়ার সাথে যুক্ত হয়। অসমাপিকা ক্রিয়াটি সব সময় অবিকৃত থাকে। যেমন- জনতার জয়ধ্বনি চারদিক মুখর করে তুললো। অনাথ বালিকাটি আকুল হয়ে কাঁদতে লাগলো ইত্যাদি

মিশ্র ক্রিয়া : বিশেষ্য, বিশেষণ ও ধনাত্মক অব্যয় পদের সাথে কর্, হ্, দে, পা, যা, কাট্, গা, ছাড়, ধর, মার্ প্রভৃতি মৌলিক ধাতুযোগে যে নতুন ক্রিয়া পদ গঠিত তাকে মিশ্র ক্রিয়া বলে। যেমন-

ক. বিশেষ্যের উত্তর (পরে): আমরা তাজমহল দর্শন করলাম।

খ. বিশেষণের উত্তর (পরে): তোমাকে দেখে বিশেষ প্রীত হলাম ।

গ. ধনাত্মক অব্যয়ের উত্তর (পরে): মাথা ঝিমঝিম্ করছে।

যৌগিক ক্রিয়া ও মিশ্র ক্রিয়ার মধ্যে পার্থক্য

যৌগিক ক্রিয়া মিশ্র ক্রিয়া
১। একটি অসমাপিকা ক্রিয়া এবং একটি সমাপিকা ক্রিয়া মিল যদি একটি বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে তাহলে তাকে যৌগিক ক্রিয়া বলে । ১। বিশেষ্য, বিশেষণ ও ধনাত্মক অব্যয় পদের সাথে কর্, হ্, দে, পা, যা, কাট্, গা, ছাড়, ধর, মার্ প্রভৃতি মৌলিক ধাতুযোগে যে নতুন ক্রিয়া পদ গঠিত তাকে মিশ্র ক্রিয়া বলে।
২। এখানে পড়, দে, নী, আস, লাগ, ফেল প্রভৃতি ধাতু
যুক্ত হয় ।
২। এখানে কর, যে, দ, পা, যা, কাট, ধর, মার প্রভৃতি ধাতু যুক্ত হয় ।
৩। যৌগিক ক্রিয়া পদে অসমাপিকা ক্রিয়া পদের অর্থই প্রধান থাকে। ৩। মিশ্র ক্রিয়া পদে সমাপিকা ক্রিয়ার অর্থের প্রাধান্য থাকে।
উদাহরণ :
ক. সাইরেন বেজে উঠল।
খ. খবরটা জেনে রাখ ।
উদাহরণ :
ক. আমরা তাজমহল দর্শন করলাম ।
খ. মাথা ঝিমঝিম করছে।
শিক্ষাগার

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মাহমুদুল হাসান

শিক্ষাগত যোগ্যতা
গণিতে অনার্স ও মাস্টার্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফাজিল সম্পন্ন

গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা

বিশেষ দক্ষতা

বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা

অভিজ্ঞতা

শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে লাখো শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।

Leave a Comment