ফেরা কবিতার মূলভাব :
বাংলা সাহিত্যের উজ্জ্বল প্রতিভা, গবেষক, শিক্ষাবিদ ও বিদগ্ধ পণ্ডিত সৈয়দ আলী আহসান। তাঁর অন্যতম কবিতা ‘ফেরা’। এ কবিতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ে কবির অনুভূতি ও অভিজ্ঞতার শৈল্পিক এবং সাহিত্যমণ্ডিত বক্তব্য প্রকাশ পেয়েছে। মুক্তিযুদ্ধকালে কবি কেন ও কিভাবে দেশ ত্যাগ করেছেন এবং ফিরে এসে কী দেখেছেন তারই ভাষাচিত্র অঙ্কিত হয়েছে কবিতার পরতে পরতে।
এই কবিতায় কবি প্রবাস যাপন থেকে স্বদেশে ফিরে আসার অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন। কবি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগদানের উদ্দেশ্যে দেশত্যাগ করেছিলেন। জনশূন্য সুদীর্ঘ পথে অনবরত চক্রাকারে ভ্রমণরত ছিলেন। এ সময় তাঁকে পাড়ি দিতে হয়েছে দীর্ঘপথ। কবি বলতে চেয়েছেন, তিনি এই সময় কোথায় ছিলেন, কেন ছিলেন, কি অবস্থায় ছিলেন। কবি দেখেছেন তাঁর পৃথিবীতে অনন্ত আগুন জ্বলছে। তিনি দেখেছেন নদীতে, বনভূমিতে মানুষের অসংখ্য লাশ।
আরও জানুন : দুরন্ত আশা কবিতার মূলভাব/বিষয়বস্তু/ সারমর্ম এবং নামকরণ
মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে পাড়ি দিচ্ছে দীর্ঘপথ। হৃদস্পন্দন যেমন জীবনের অস্তিত্ব ঘোষণা করে তেমনি একটি স্বাধীন দেশের অধিবাসী হিসেবে নতুন করে কবি নিজের অস্তিত্ব উপলব্ধি করছেন। তিনি আত্মীয়-স্বজন, প্রতিবেশী সকলকে হারিয়েছেন। কিন্তু বিনিময়ে পেয়েছেন স্বাধীন বাংলাদেশ, যা তিনি হৃদয়ে ধারণ করেছেন।
ফেরা কবিতার নামকরণ :
‘ফেরা’ কবিতার নামকরণের সার্থকতা : নামকরণ সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। নামকরণের মধ্য দিয়ে একদিকে যেমন কবিতার বিষয়বস্তু স্পষ্ট হয়ে ওঠে, তেমনি একটি সুন্দর নাম পাঠকচিত্তকে আকর্ষণ করতে পারে। সাহিত্যের নামকরণ একটি বিশেষ আর্ট বা কলা ।
বিখ্যাত ইংরেজ মণীষী ক্যাভেন্ডিস বলেছেন- “A beautiful name is more valuable than a lot of wealth” অর্থাৎ একটি সুন্দর নাম একগাদা সম্পদের চেয়ে অধিকতর শ্রেয়। তাই নামকরণের গুরুত্ব অনেক।
রচনার প্রকৃতি অনুসারে নামকরণ করতে হয়। সাধারণত বিষয়বস্তু, মূল বক্তব্য, কেন্দ্রীয় চরিত্র, ভাববস্তু বা অন্তর্নিহিত তাৎপর্যের ওপর ভিত্তি করে রচনার নামকরণ করা হয়ে থাকে। কবি নিজ মাতৃভূমি স্বাধীন করার জন্য যুদ্ধ করতে বের হয়েছেন। এসময় তিনি নদী, অরণ্য, দুঃখ-কষ্ট, সাগর পার হয়ে হাজির হলেন যুদ্ধে।
আরও জানুন : জীবন বিনিময় কবিতার mcq(জ্ঞান,অনুধাবন,প্রয়োগ, উচ্চতর দক্ষতা)
তিনি নদীতে, পথে-প্রান্তরে, বনে-পর্বতে হাজার হাজার লাশ পড়ে থাকতে দেখেছেন। অবশেষে তিনি যখন দেশে ফেরেন তখন তাঁর আত্মীয়-স্বজন সব হারিয়েছেন। কিন্তু তিনি পেয়েছেন একটি স্বাধীন দেশ আর তিনি তা হৃদয়ে ধারণ করেছেন। এদিক থেকে বিচার বিশ্লেষণ করলে উপজীব্য বিষয়কে কেন্দ্র করে মূল বিষয়বস্তু প্রকাশ করা হয়েছে কবিতাটিতে।
সুতরাং কবিতায় কবি দেশে ফিরে আসার পর তাঁর অভিজ্ঞতাকে প্রকাশ করেছেন । তিনি বিষয়বস্তুর সঙ্গে প্রকাশ ভঙ্গির ভাষা ও ভাবের প্রকৃত বন্ধন সৃষ্টি করেছেন। এদিক থেকে কবিতার নাম ‘ফেরা’ সুন্দর সার্থক ও যথার্থ হয়েছে।
জ্ঞানমূলক প্রশ্ন (১-২৪)
১. ফেরা কবিতায় কবি কোথায় ফিরে আসতে চেয়েছেন?
✓ উত্তর: ক) নিজের দেশে
২. সময়ের গভীরে ডুব দিয়ে কবি কী পেয়েছেন?
✓ উত্তর: গ) স্বাধীনতাপ্রাপ্ত স্বদেশভূমিকে
৩. সৈয়দ আলী আহসান কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেন?
✓ উত্তর: ঘ) ১৯৪৪ সালে
৪. সৈয়দ আলী আহসান কোন বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন?
✓ উত্তর: খ) ইংরেজি সাহিত্যে
৫. ‘ফেরা’ কবিতায় কবি কী বলেছেন?
✓ উত্তর: খ) মুক্তিযুদ্ধের গল্প
৬. অনেক মৃত মানুষ কোথায় ছিল?
✓ উত্তর: গ) নদীতে ও বনভূমিতে
৭. ‘এবং আরও অনেক মানুষ শুধু হাঁটছিল’- কী রূপে হাঁটছিল?
✓ উত্তর: গ) অনবরত
৮. অবশেষে ফিরে এসে কবি কী পেয়েছেন?
✓ উত্তর: ক) নতুন হৃদয়
৯. ‘অনির্বাণ’ শব্দের অর্থ কী?
✓ উত্তর: ক) যা কখনো নেভে না
১০. ‘এখানে যদিও কেউ নেই’- কোথায়?
✓ উত্তর: ঘ) বাংলাদেশে
১১. ‘ফেরা’ কবিতাটির লেখক কে?
✓ উত্তর: খ) সৈয়দ আলী আহসান
১২. সৈয়দ আলী আহসান কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
✓ উত্তর: ক) ১৯২২
১৩. সৈয়দ আলী আহসান রচিত ‘ফেরা’ কোন জাতীয় রচনা?
✓ উত্তর: গ) কাহিনী
১৪. ‘আবর্তিত’ শব্দের অর্থ কী?
✓ উত্তর: খ) ঘূর্ণমান
১৫. সৈয়দ আলী আহসান কীসের পরিচালক ছিলেন?
✓ উত্তর: গ) বাংলা একাডেমীর
১৬. কবিতার প্রধান বাহন কী?
✓ উত্তর: ক) ভাব
১৭. কত বছর বয়সে সৈয়দ আলী আহসান মৃত্যুবরণ করেন?
✓ উত্তর: ক) ৮০ বছর বয়সে
১৮. ‘অনেক আকাশ’ ও ‘একক সন্ধ্যায় বসন্ত’ কোন ধরনের রচনা?
✓ উত্তর: খ) কাব্যগ্রন্থ
১৯. ‘জীবনের কোমল কম্পনকে ধরে রাখবার জন্য এখানে যদিও কেউ নেই।’ চরণ দু’টি কোন কবিতার অংশ?
✓ উত্তর: ঘ) ফেরা
২০. ‘অবশেষে ফিরে এলাম’। কে ফিরে এসেছেন?
✓ উত্তর: ক) কবি
২১. ‘ফেরা’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে?
✓ উত্তর: গ) সৈয়দ আলী আহসান রচনাবলি
২২. সৈয়দ আলী আহসান কোথায় জন্মগ্রহণ করেন?
✓ উত্তর: খ) মাগুরা জেলার আলোকদিয়া গ্রামে
২৩. ‘ফেরা’ কবিতাটি কোন পটভূমিতে রচিত?
✓ উত্তর: ঘ) ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পটভূমিতে
২৪. সৈয়দ আলী আহসান কোথায় তাঁর কর্মজীবন শুরু করেন?
✓ উত্তর: ক) তদানীন্তন ‘অল ইন্ডিয়া রেডিও’র কর্মকর্তা হিসেবে
অনুধাবনমূলক প্রশ্ন (২৫-৪৮)
২৫. ‘পরিত্যক্ত সময়ের সাড়া’ বলতে কবি বুঝিয়েছেন-
✓ উত্তর: ঘ) ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়কে
২৬. সৈয়দ আলী আহসান নদীতে বনভূমিতে কী দেখেছেন?
✓ উত্তর: খ) অসংখ্য লাশ
২৭. ‘ফেরা’ কবিতায় কিসের বর্ণনা দেয়া হয়েছে?
✓ উত্তর: ক) প্রবাস জীবন থেকে স্বদেশে প্রত্যাবর্তনের অভিজ্ঞতা
২৮. ‘এবং অনেক মৃত মানুষ ছিল নদীতে’- মৃত মানুষগুলো কোথাকার?
✓ উত্তর: খ) বাংলাদেশের
২৯. কবি কেমন পথে হেঁটেছেন?
✓ উত্তর: খ) সুদীর্ঘ আবর্তিত চরণচিহ্নহীন পথে
৩০. ‘একটি নতুন হৃদয় পেয়েছি’- বলতে কবি বুঝিয়েছেন-
✓ উত্তর: ক) সদ্য স্বাধীনতা প্রাপ্ত স্বদেশভূমিকে
৩১. বাংলাদেশ স্বাধীনতা লাভ করে-
✓ উত্তর: খ) ১৯৭১ সালে
৩২. বাতাসের মধ্যে ঘুরে দাঁড়ালে কিসের সাড়া কবির কানে বাজে?
✓ উত্তর: ক) পরিত্যক্ত সময়ের সাড়া
৩৩. ‘কিন্তু আমার সবকিছু আছে’- কবি কখন একথা বললেন?
✓ উত্তর: ক) দেশ শত্রুমুক্ত হওয়ার পর
৩৪. কবি যেভাবে তাঁর স্বদেশকে পেলেন-
✓ উত্তর: গ) সময়ের অনেক গভীরে ডুব দিয়ে
৩৫. ‘আমি আমার স্বদেশকে পেয়েছি’ এখানে স্বদেশ বলতে যে দেশকে বুঝানো হয়েছে-
✓ উত্তর: গ) বাংলাদেশ
৩৬. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে বলা হয়-
✓ উত্তর: ক) মুক্তিযোদ্ধা
৩৭. সৈয়দ আলী আহসানের রচনায় যার সমন্বয় ঘটেছে-
✓ উত্তর: গ) ঐতিহ্যচেতনা, সৌন্দর্যবোধ ও দেশপ্রেম
৩৮. ‘হুইট ম্যানের কবিতা’ যার রচনা-
✓ উত্তর: খ) সৈয়দ আলী আহসানের
৩৯. অনেক মানুষ অনবরত হাঁটছিল-
✓ উত্তর: ক) নিরাপদ আশ্রয়ের জন্য
৪০. ‘চরণচিহ্নহীন পথ’ বলতে বোঝানো হয়েছে-
✓ উত্তর: গ) জনশূন্য পথ
৪১. ১৯৭১ সালের কত তারিখে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে?
✓ উত্তর: ঘ) ১৬ ডিসেম্বর
৪২. বাংলাদেশ পূর্বে কোন দেশের অধীনে ছিল?
✓ উত্তর: ক) পাকিস্তানের
৪৩. কবি সৈয়দ আলী আহসান কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন?
✓ উত্তর: খ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের
৪৪. সৈয়দ আলী আহসান যে বিশেষ খেতাবে ভূষিত হন-
✓ উত্তর: গ) জাতীয় অধ্যাপক
৪৫. ‘পথহীন ঘন অরণ্যের মধ্যে হেঁটেছি’- এখানে পথহীন ঘন অরণ্যের দ্বারা বোঝানো হয়েছে-
✓ উত্তর: গ) যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে
৪৬. জীবনের কোমল কম্পনাকে ধরে রাখার জন্য কবি পেয়েছেন-
✓ উত্তর: ক) একটি নতুন হৃদয়
৪৭. কবি সৈয়দ আলী আহসান দেশ ত্যাগ করেছিলেন-
✓ উত্তর: খ) ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগদানের উদ্দেশ্যে
৪৮. সৈয়দ আলী আহসান মৃত্যুবরণ করেন-
✓ উত্তর: ক) ২০০২ সালে
প্রয়োগমূলক প্রশ্ন (৪৯-৬১)
৪৯. ‘ফেরা’ কবিতাটির উপজীব্য-
✓ উত্তর: ক) ৭১-এর মুক্তিযুদ্ধ
৫০. ‘ফেরা’ কবিতায় ভাব প্রকাশের প্রধান বাহন-
✓ উত্তর: ক) রক্তক্ষয়ী বাংলাদেশ
৫১. ‘ফেরা’ কবিতাটির পটভূমি-
✓ উত্তর: গ) ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম
৫২. ‘ফেরা’ কবিতায় কবির কাছে অধিক তাৎপর্যপূর্ণ-
✓ উত্তর: খ) বাংলাদেশের মুক্তিযুদ্ধ
৫৩. ‘ফেরা’ কবিতায় কবির ভাব প্রকাশের প্রধান বাহন-
✓ উত্তর: খ) কবির স্মৃতি
৫৪. ‘ফেরা’ কবিতার নামকরণ ‘ফেরা’ এর পরিবর্তে ‘মুক্তিযুদ্ধ’ রাখা হলে নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য?
✓ উত্তর: গ) মূলভাব
৫৫. ‘পথহীন ঘন অরণ্যের মধ্যে হেঁটেছি এবং সুদীর্ঘ আবর্তিত পথে। আবর্তিত পথ বলতে লেখক কী বুঝিয়েছেন?
✓ উত্তর: ক) ঘূর্ণমান
৫৬. ‘একটা সাড়া কানে বাজে’ কী সাড়া?
✓ উত্তর: ক) পরিত্যক্ত সময়ের সাড়া
৫৭. ‘সৈয়দ আলী আহসান ১৯২২ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।’ -এ চিত্রকল্পে ফুটে ওঠা নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য?
✓ উত্তর: খ) বিশ শতক
৫৮. “সৈয়দ আলী আহসান ২০০২ সালে মৃত্যুবরণ করেন।” -এ চিত্রকল্পে ফুটে ওঠা সময়ের দিক থেকে নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য?
✓ উত্তর: ঘ) একুশ শতকের সূচনা
৫৯. ‘ফেরা’ কবিতার নামকরণ যে যুক্তিতে ‘মুক্তিযুদ্ধ’ রাখা যায়-
✓ উত্তর: খ) স্বাধীনতার চেতনা
৬০. ‘অনির্বাণ’ শব্দটির গঠন প্রক্রিয়া হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
✓ উত্তর: গ) উপসর্গযোগে গঠিত শব্দ
৬১. ‘আমি আমার স্বদেশকে পেয়েছি’- এ পঙক্তিতে ফুটে ওঠা ভাব অনুযায়ী নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য?
✓ উত্তর: ক) বাংলাদেশের স্বাধীনতা
উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন (৬২-৭২)
৬২. সময়ের অনেক গভীরে ডুব দিয়ে কবি কী উপলব্ধি করলেন?
✓ উত্তর: ক) স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য মানুষের প্রাণান্ত প্রচেষ্টা
৬৩. ‘একটি নতুন হৃদয় পেয়েছি’ উদ্ধৃতিটি কার?
✓ উত্তর: খ) সৈয়দ আলী আহসানের
৬৪. ‘ফেরা’ কবিতায় নিম্নলিখিত শব্দগুলো ব্যবহৃত হয়েছে-
✓ উত্তর: খ) অনির্বাণ, আগুন
৬৫. ‘ফেরা’ কবিতায় নিম্নলিখিত শব্দগুলো ব্যাকরণের নিয়মে গঠিত-
✓ উত্তর: খ) বনভূমি, অনির্বাণ
৬৬. ‘ফেরা’ কবিতায় কবি মূলভাবটি ফুটিয়ে তুলেছেন কোন বিষয়টির সার্থক প্রয়োগের মাধ্যমে?
✓ উত্তর: খ) স্বাধীনতার চেতনা
৬৭. ‘ফেরা’ কবিতায় নিচের কোন শব্দটির মাধ্যমে ব্যাকরণের কর্মধারয় সমাস ব্যবহার করা হয়েছে?
✓ উত্তর: গ) কোমল কম্পন
৬৮. কবি পাকহানাদার বাহিনীর ধ্বংসযজ্ঞ কোন শব্দাবলির ব্যবহার করার মাধ্যমে উপস্থাপন করেছেন?
✓ উত্তর: খ) অনির্বাণ আগুন
৬৯. ‘ফেরা’ কবিতায় বাংলাদেশের স্বাধীনতাকে কবি কোন দৃষ্টিকোণ থেকে অবলোকন করেছেন?
✓ উত্তর: খ) বিচিত্র দৃষ্টিকোণ থেকে
৭০. সৈয়দ আলী আহসানের ‘ফেরা’ কবিতার বক্তব্যে নিম্নলিখিত চিত্র পাওয়া যায়-
✓ উত্তর: ক) অনবরত হাঁটছিল
৭১. ‘ফেরা’ কবিতায় ব্যবহৃত ‘বনভূমি’ একটি সমাসবদ্ধ পদ। এর ব্যাসবাক্য হলো-
✓ উত্তর: ক) বনের ভূমি
৭২. ‘ফেরা’ কবিতায় কবি মূলভাবটি ফুটিয়ে তুলেছেন কোন বিষয়টির মাধ্যমে?
✓ উত্তর: ক) যথার্থ চিত্রকল্প চয়ন