হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

গোলাম আহমদ কাদিয়ানী কে?তার ভ্রান্ত দাবিসমূহ কি? ও তার আকিদা

কাদিয়ানীদের পরিচয় ও উৎপত্তি :

উক্ত মির্জা গোলাম আহমদ পূর্ব পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার অন্তর্গত কাদিয়ান নামক গ্রামের অধিবাসী। কাদিয়ান গ্রামের অধিবাসী বিধায় তাকে এবং তার অনুসারীদেরকে সংক্ষেপে ‘কাদিয়ানী” বলে পরিচয় দেওয়া হয় । ১৮৪০ ইং সনে মির্জা গোলাম আহমদ জন্মগ্রহণ করেন। মির্জা গোলাম আহমদ ছিলেন মির্জা গোলাম মুর্তজার কনিষ্ঠ সন্তান।

এই পরিবারটি ছিল তৎকালীন ইংরেজ সরকারের হিতাকাঙ্ক্ষী ও ইংরেজ সরকারের কল্যাণে নিবেদিতপ্রাণ পরিবার। তার পিতা মির্জা গোলাম মুর্তজা তৎকালীন ইংরেজ সরকারের একজন বিশেষ অনুরাগভাজন ও অনুগত কৃতজ্ঞ জমিদার ব্যক্তি ছিলেন। ইংরেজ সরকারের জন্য তিনি নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন। সিপাহী বিপ্লবের সময় তিনি ৫০টি ঘোড়া ক্রয় করে ৫০ জন অশ্বারোহী সৈন্য দিয়ে সাহায্য করেছিলেন।

আরও পড়ুন : কাদিয়ানী মতবাদ কি? তাদের আকিদা ও আকিদার মূলনীতি

অন্য একটি যুদ্ধে চৌদ্দজন অশ্বারোহী সৈন্য দিয়ে সাহায্য করেছিলেন। তার জ্যেষ্ঠ ভাই মির্জা গোলাম কাদেরও বৃটিশ গভর্নমেন্টের খিদমতে আন্তরিকভাবে নিয়োজিত ছিলেন। বৃটিশ সরকারের পক্ষ হয়ে তিনি দেশপ্রেমিক আযাদী আন্দোলনের বীর সৈনিকদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছিল ।

মির্জা গোলাম আহমদ কাদিয়ানী প্রাইভেটভাবে মাধ্যমিক ক্লাস পর্যন্ত উর্দূ, ফারসি, আরবি ও কিছু ইংরেজি পড়াশোনা করে। কয়েকবার মোক্তারি পরীক্ষা দিয়ে পাশ করতে ব্যর্থ হন। অবশেষে শিয়ালকোট আদালতে কেরানীর চাকরি আরম্ভ করেন ।

আরও পড়ুন : কাদিয়ানী কারা? এবং এদের মতাদর্শ আলোচনা কর

মির্জা গোলাম আহমদের দাবিসমূহ :

তাঁর দাবির সংখ্যা ছিল প্রায় ৫০টি। এসব দাবির অনেকটা পরস্পর বিরোধীও ছিল, আবার বিচিত্রও ছিল । যেমন তার কয়েকটি দাবির কথা নিম্নে তুলে ধরা হলো-

১. মুজাদ্দিদ হওয়ার দাবি।

৩. খলিফা হওয়ার দাবি।

৫. ঈসা ইবনে মারইয়াম হওয়ার দাবি।

২. ইমাম হওয়ার দাবি।

৪. ইমাম মাহদী হওয়ার দাবি।

৬. ঈসা ইবনে মারইয়ামের অবতার হওয়ার দাবি।

৭. যিল্লী নবী বা বুরূজী নবী অর্থাৎ ছায়া নবী হওয়ার দাবি।

৮. উম্মতী নবী হওয়ার দাবি।

৯. ইলহামী নবী হওয়ার দাবি।

১০. নবী হওয়ার দাবি।

১১. রাসূল হওয়ার দাবি।

১৩. তাঁর উপর ২০ পারার মতো কুরআন নাজিল হওয়ার দাবি।

১২. তাঁর নিকট ওহী আসার দাবি।

১৪. ঈসা (আ.)-এর চেয়ে শ্রেষ্ঠ হওয়ার দাবি ।

১৫. সকল নবীর সমকক্ষ হওয়ার দাবি।

১৬. কোনো কোনা নবী থেকে শ্রেষ্ঠ হওয়ার দাবি।

১৭. সকল নবী-রাসূল থেকে শ্রেষ্ঠ হওয়ার দাবি।

 ১৮. আহমদ হওয়ার দাবি।

১৯. মুহাম্মদ হওয়ার দাবি।

২০. মুহাম্মদ বরং মুহাম্মদের চেয়ে শ্রেষ্ঠ হওয়ার দাবি।

২১: তিনি জগৎবাসীর জন্য আল্লাহর রহমতস্বরূপ।

২২. তাকে সৃষ্টি করা না হলে আসমান-জমিন কিছুই সৃষ্টি হতো না।

২৩. আল্লাহর প্রকাশ হওয়ার দাবি।

২৪. তিনি আল্লাহর পুত্রবৎ।

২৫. শ্রী কৃষ্ণের অবতার হওয়ার দাবি।

২৬. শ্রী কৃষ্ণ হওয়ার দাবি।

২৭. যুলকারনাইন হওয়ার দাবি।

আরও পড়ুন : কাররামিয়াদের পরিচয়, উৎপত্তির ইতিহাস,আকিদা বা মূলনীতি

এছাড়াও তার দাবির শেষ ছিল না । এক পর্যায়ে সে তাঁর মধ্যে খোদা অবতারিত হওয়ার কথা এবং অন্যত্র [স্বপ্নযোগে] খোদা হওয়ার দাবি করেছে খোদার যেমন ৯৯টি নাম রয়েছে, মির্জা গোলাম দাবি করেছে, তারও অনুরূপ ৯৯টি নাম রয়েছে। তার অনুসারীরা মির্জা কাদিয়ানীর এসব দাবির প্রতি ঈমান এনে তার উম্মত হয়েছে।

কাদিয়ানীদের বর্ণনা মতে, মির্জা গোলাম আহমদের এসব দাবির মধ্যে প্রধান ছিল তার ‘মাসীহে মাওউদ’ তথা প্রতিশ্রুত ঈসা মসীহ হওয়ার দাবি । অথচ সহীহ হাদীস দ্বারা বর্ণিত যে, হযরত ঈসা (আ.) কিয়ামতের পূর্বে নাজিল হবেন এবং নবী হিসেবে নয়; বরং শেষ নবী হযরত মুহাম্মদ -এর উম্মত শাসক হিসেবে রাজ্য পরিচালনা করবেন । বাবে লুদ নামক স্থানে দাজ্জালকে হত্যা করবেন। অবশেষে ইন্তেকাল করবেন।

মদিনা শরীফে রাসূলুল্লাহ আপনার -এর কবর মুবারকের পাশে তাঁকে দাফন করা হবে। সত্যিকার মাহদীর বিস্তারিত তাঁর আর একটি প্রধান দাবি ছিল ‘মাহদী’ হওয়ার। কিন্তু প্রিয়নবী বিবরণ দিয়ে গেছেন। তিনি জন্মগ্রহণ করবেন প্রিয়নবী -এর বংশে। তাঁর পিতার নাম হবে আব্দুল্লাহ, মাতার নাম হবে আমিনা, আর আত্মপ্রকাশ হবে মক্কা মুয়াজ্জমায় ।

পবিত্র কা’বা শরীফের চত্বরেই লোকেরা তাঁকে সনাক্ত করবে এবং তাঁর হাতে বাইআত গ্রহণ করবে। শাম ও ইরাকের আবদালগণ তাঁর কাছে এসে তাঁর হাতে বাই’আত হবেন। তিনি কনস্ট্যান্টিনোপল জয় করবেন ইত্যাদি। অথচ এর কোনটির সঙ্গে গোলাম আহমদ কাদিয়ানীর সামান্যতম মিলও নেই ।

কাদিয়ানীর আকিদা-বিশ্বাস :

গোলাম আহমদ কাদিয়ানীর পূর্বোল্লিখিত দাবিসমূহ থেকে কাদিয়ানীদের আকিদা-বিশ্বাস কি তা সুস্পষ্ট হয়ে যায়। পূর্বোল্লিখিত বর্ণনা থেকে তাদের যে আকিদা-বিশ্বাস ফুটে উঠে সংক্ষেপে তা হলো-

১. ইমাম মাহদী সম্পর্কিত মুসলমানদের ধারণা ভুল ।

২. হযরত ঈসা মাসীহ সম্পর্কিত মুসলমানদের ধারণা ভুল ।

৩. খতমে নবুওয়ত সম্পর্কিত মুসলমানদের ধারণা ভুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর পরেও নবী হতে পারে।

৪. গোলাম আহমদ কাদিয়ানী নবী ও তার নিকটে ওহী আসতো, তার উপর ২০ পারার মতো কুরআন নাজিল হয়েছিল ।

৫. খোদার পুত্র হতে পারে।

৬. গোলাম আহমদ কাদিয়ানী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রকাশ ছিল।

৭. গোলাম আহমদ কাদিয়ানী আল্লাহ-এর প্রকাশ ছিল।

৮. গোলাম আহমদ কাদিয়ানী ছিল মুহাম্মদ এবং আহমদ ।

৯. গোলাম আহমদ কাদিয়ানী অনেক নবী বরং সমস্ত নবী-রাসূল থেকে এমনকি মুহাম্মদ থেকেও শ্রেষ্ঠ

১০. গোলাম আহমদ কাদিয়ানী ছিলেন খোদার আবতার বা খোদা ।

১১. গোলাম আহমদ কাদিয়ানী ছিল কৃষ্ণের আবতার।

Leave a Comment