সংকরায়ন হলো উদ্ভিদ সুপ্রজননের এমন একটি পদ্ধতি যেখানে এক বা একাধিক জিনগত বৈশিষ্ট্যে ভিন্ন বা ততোধিক উদ্ভিদের মধ্যে ক্রস করিয়ে নতুন ভ্যারাইটি উদ্ভাবন করা হয়।
নতুন উন্নত ফসল সৃষ্টি প্রক্রিয়াগুলোর মধ্যে সংকরায়ন অন্যতম একটি প্রক্রিয়া। কৃত্রিম সংকরায়নের মাধ্যমে সাধারণত উন্নত বৈশিষ্ট্যমণ্ডিত নতুন প্রকরণ সৃষ্টি করা যায় ।
সংকরায়ন বা হাইব্রিডাইজেশন কাকে বলে ?
সংজ্ঞা : ভিন্ন ভিন্ন বংশগতীয় বৈশিষ্ট্য সমন্বিত দুই বা ততোধিক উদ্ভিদের মধ্যে জনন ঘটিয়ে নতুন জাত সৃষ্টির পদ্ধতিকে সংকরায়ন (Hybridization) বলে।
প্যারেন্ট নির্বাচন (Parent Selection): সংকরায়নের প্রথম ধাপ হলো প্যারেন্ট নির্বাচন। দেশে না পেলে দেশের বাইরে থেকে প্যারেন্ট নির্বাচন করতে হবে কারণ এর উপরে সংকরায়নের সাফল্য নির্ভর করে।
আরও পড়ুন : ডিম্বক কাকে বলে?কত প্রকার ও কি কি এবং ডিম্বকের গঠন
প্যারেন্টের স্বপরাগায়ন : অনাকাঙ্ক্ষিত বৈশিষ্ট্য দূরীকরণের জন্য প্যারেন্টের স্বপরাগায়ন ঘটানোর প্রয়োজন হয়ে থাকে।
পুংহীনকরণ (Imasculation) : যে উদ্ভিদটাকে আমরা মাতৃ উদ্ভিদ হিসেবে ব্যবহার করব তার ফুল থেকে পরাগধানী কেটে আলাদা করার পদ্ধতিকেই পুংহীনকরণ (ইমাসকুলেশন) বলে ।
পুংহীনকরণ চিমটা বা কাঁচি, উষ্ণ ও শীতল পানি বা অ্যালকোহল, রাসায়নিক তরল পদার্থ ব্যবহার করে উদ্ভিদের ইমাসকুলেশন বা পুংহীনকরণ করা সম্ভব।
ব্যাগিং (Bagging) : পুষ্প মঞ্জরিকে পলিথিন ব্যাগ দিয়ে ভালোভাবে আবদ্ধ করতে হবে যাতে পর-পরাগায়ন ঘটতে না পারে।
ক্রসিং (Crossing) : ভিন্ন বৈশিষ্ট্যপূর্ণ দুটি উদ্ভিদের মধ্যকার পরাগ সংযোগকে ক্রসিং বলে।
আরও পড়ুন : পার্থেনোজেনেসিস সংজ্ঞা, প্রকারভেদ, উদাহরণ, গুরুত্ব
লেবেলিং (Labeling) : ব্যাগিং করার পর ইমাসকুলেটেড করা ফুলকে ট্যাগ বা লেভেল করা প্রয়োজন। এবং কাগজে পেনসিল দিয়ে নিম্নোক্ত তথ্যাবলি লিপিবদ্ধ করে উদ্ভিদে ঝুলিয়ে দিতে হবে।
১। ইমাসকুলেশনের তারিখ ।
২। ক্রসিং এর তারিখ ।
৩। আনুসাঙ্গিক তথ্যসমূহ ইত্যাদি।
বীজ সংগ্ৰহ (Seed Collection) : ক্রসকৃত মাতৃ উদ্ভিদের পরিপুষ্ট ও পরিপক্ব ফল হতে বীজ সংগ্রহ করতে হবে এবং সেগুলো ভালো করে ট্যাগিং করে পলিথিন ব্যাগে সংরক্ষণ করতে হবে।
F1 বংশধরের উদ্ভব (Regeneration of F1 ) : যে বছর ক্রস করানো হবে তার পরবর্তী ঋতুতে উক্ত সংরক্ষিত বীজ থেকে যে উদ্ভিদগুলো পাওয়া যাবে সেগুলোর সবগুলোই সংকর। এই উদ্ভিদগুলো F1 বংশধর।
আরও পড়ুন : নিষেক সংজ্ঞা,প্রকারভেদ,প্রক্রিয়া ব্যাখ্যা, তাৎপর্য,গুরুত্ব