হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

পরিফেরা পর্বের বৈশিষ্ট্য, উদাহরণ, মনে রাখার উপায়

সংক্ষিপ্ত পরিচিতি : বহুকোষী প্রাণিদের মধ্যে পরিফেরা (Porifera) পর্বের প্রাণীরা প্রাচীনতম ও সরল প্রকৃতির । দেহে অসংখ্য ছিদ্র থাকায় এদের ছিদ্রাল প্রাণী বলে । অস্টিয়াম – স্পঞ্জোসিল সাধারণতভাবে এরা স্পঞ্জ (sponge) নামে পরিচিত ।

দেখতে ডাল-পালাযুক্ত গাছের মতো, ফুলদানি, ঘন্টা বা বাটি এবং দৈহিক ব্যাস এক মিলিমিটার থেকে প্রায় দুই মিটার । কারও রং অনুজ্জ্বল ধূসর, আবার কোনটি লাল, কমলা, নীল, বেগুনি প্রভৃতি উজ্জ্বল বর্ণের । অধিকাংশ সামুদ্রিক । প্রায় দেড়শ প্রজাতি মিঠাপানির বাসিন্দা ।

পরিফেরা পর্বের বৈশিষ্ট্য:

১। দেহপ্রাচীর অস্টিয়া নামক অসংখ্য ছিদ্রযুক্ত ।

২। দেহ বহুকোষী হলেও কোষগুলো সুবিন্যস্ত নয়; অন্তঃকঙ্কাল CaCO3 বা সিলিকা নির্মিত স্পিকিউল বা কোলাজেন প্রোটিনের অনুরূপ এক ধরনের ফাইব্রাস প্রোটিনে তৈরি স্পঞ্জিন বা উভয়ের সহযোগে গঠিত।

৩। দেহে বিশেষ নালিকাতন্ত্র আছে ।

৪। দেহে কোয়ানোসাইট নামে এক বিশেষ ফ্ল্যাজেলাযুক্ত কোষ পরিবেষ্টিত এক বা একাধিক প্রকোষ্ঠ রয়েছে ।

৫। দেহের ভেতরে থাকে স্পঞ্জোসিল নামে একটি প্রশস্ত গহ্বর যা দেহের বাইরে অসক্যুলাম নামে একটি বড় প্রান্তিক ছিদ্রপথে উন্মুক্ত ।

আরও জানুন : নিডারিয়া পর্ব: বৈশিষ্ট্য,উদাহরণ,দ্বিস্তরী প্রাণী বলা হয় কেন?

পরিফেরা পর্বের বৈশিষ্ট্য মনে রাখার উপায় :

পরিফেরা পর্বের বৈশিষ্ট্য মনে রাখার উপায়

পরিফেরা পর্বের প্রাণীর উদাহরণ :

Scypha gelatinosum মটকা স্পঞ্জ
Cliona celata লাল স্পঞ্জ
Spongilla lacustris মিঠাপানির স্পঞ্জ
Euspongia officinalis গোসল স্পঞ্জ
Sycon gelatinosum সাইকন

পরিফেরা (Porifera ) বাসস্থান ও স্বভাব :

বাসস্থান : এ পর্বের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক । তবে কিছু কিছু স্বাদু পানিতে বা লবণাক্ত পানিতে বসবাস করে ।

স্বভাব : বহু সদস্য পরজীবী হিসেবে উদ্ভিদ ও প্রাণীর দেহে বসবাস করে।

শিক্ষাগার

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মাহমুদুল হাসান

শিক্ষাগত যোগ্যতা
গণিতে অনার্স ও মাস্টার্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফাজিল সম্পন্ন

গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা

বিশেষ দক্ষতা

বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা

অভিজ্ঞতা

শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে লাখো শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।

Leave a Comment