হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য, উদাহরণ ও মনে রাখার সহজ উপায়

আর্থ্রোপোডা (Arthropoda) হচ্ছে প্রাণিজগতের সবচেয়ে বড় পর্ব । পৃথিবীর তিন-চতুর্থাংশ প্রাণী এ পর্বের অন্তর্গত । শুধু সংখ্যাগত দিক থেকে নয়, দেহগঠন, বর্ণময়তা, বসতি, স্বভাব প্রভৃতি বৈচিত্র্যেও এসব প্রজাতি অনন্য অবস্থান দখল করে আছে । পৃথিবীর নদী-নালা, খাল-বিল, পাহাড়-পর্বত, সমুদ্র-মোহনা, বরফ-মরুজ এমন কোনো জায়গা নেই যেখানে আর্থ্রোপোড সদস্য পাওয়া যাবে না ।

এরা সর্বভুক, মুক্তজীবী বা পরজীবী । এদের চলন, শ্বসন, রক্ত- সংবহন প্রভৃতি তন্ত্রও বৈচিত্র্যময় । আর্থ্রোপোডের সামাজিক জীবন প্রাণিজগতে অনন্য ও বিষ্ময়কর নজির স্থাপন করেছে । পঞ্চইন্দ্রিয় অত্যন্ত কার্যক্ষম বলে আর্থ্রোপোড সদস্যরা পরিবেশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে পেরেছে ।

আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য :

  • আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের দেহে তিন বা ততোধিক জোড়া সন্ধিযুক্ত পার্শ্বীয় পা বা উপাঙ্গ থাকে।
  • ত্রিস্তরী, দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম ।
  • দেহ পুরু কিউটিকলযুক্ত আবরণ দ্বারা আবৃত ও কিউটিকল নির্মিত বহিঃকঙ্কাল রয়েছে ।
  • অধিকাংশ দেহগহ্বর হিমোসিল পূর্ণ থাকে ।
  • মালপিজিয়ান নালিকা প্রধান রেচন অংশ ।
  • রক্ত সংবহণতন্ত্র উন্মুক্ত ধরণের ।
  • দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম, খণ্ডকায়িত এবং ট্যাগমাটায় বিভক্ত ।

আরও জানুন : আর্থ্রোপোডা পর্বের অর্থনৈতিক গুরুত্ব-উপকারিতা ও অপকারিতা

আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য মনে রাখার সহজ উপায় :

হিমু টাসকি খেল

আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য

আর্থ্রোপোডা পর্বের প্রাণীর উদাহরণ :

বাংলা নাম বৈজ্ঞানিক নাম
রাজ কাঁকড়া Limulus polyphemus
কাঁকড়া Carcinus manius
গুড়া চিংড়ি Leander styliferus
গলদা চিংড়ি Macrobrachium rosenbergii
বাগদা চিংড়ি Penaeus monodon
রেশম পোকা Bombyx mori
আরশোলা Periplaneta americana
গৃহ মাছি Musca domestica
কিউলেক্স মশা Culex pipiens
প্রজাপতি Pieris brassicae
শতপদী Scolopendra gigantea
মাকড়শা Lycosa lenta

আরও জানুন : অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্য, উদাহরণ ও মনে রাখার উপায়

আর্থোপোডা পর্বের আবাস্থল :

বাসস্থান : এ পর্বের অধিকাংশ প্রাণী ডাঙ্গায়, মিঠা পানিতে, সমুদ্রে এবং বায়বীয় পরিবেশে বসবাস করে।

স্বভাব : এদের বহুসদস্য পরজীবী, তবে অধিকাংশই মুক্তজীবী ।

আর্থ্রোপোডা ও কর্ডাটা পর্বের মধ্যে পার্থক্য :

আর্থ্রোপোডা কর্ডাটা
i. আর্থ্রোপোডা পর্বের প্রাণীরা অমেরুদণ্ডী এবং বহিঃকঙ্কাল কাইটিন নির্মিত। i. কর্ডাটা পর্বের প্রাণীরা মেরুদণ্ডী এবং এদের দেহে অস্থি ও তরুণাস্থি নির্মিত অন্তঃকঙ্কাল বিদ্যমান।
ii. এদের সাধারণত দর্শন সহায়ক পুষ্পাক্ষি থাকে। ii. এদের সাধারণত সরলাক্ষি থাকে।
iii. এ পর্বের প্রাণীদের সিলোম পক্বিকৃত এবং দেহে বৈশিষ্ট্যপূর্ণ হিমোলিম্ফ থাকে। iii. এ পর্বের প্রাণীরা প্রকৃত সিলোমেট বৈশিষ্ট্যপূর্ণ।
iv. আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের রক্ত সঞ্চালনতন্ত্র উন্মুক্ত ধরনের। iv. কর্ডাটা পর্বের প্রাণীদের রক্ত সঞ্চালনতন্ত্র বন্ধ প্রকৃতির।
v. এদের প্রধান রেচন অঙ্গ মালপিজিয়ান নালিকা। v. এদের প্রধান রেচন অঙ্গ কিডনি।

আরও জানুন : কর্ডাটা ও নন কর্ডাটা: সংজ্ঞা,বৈশিষ্ট্য,উদাহরণ, পার্থক্য

শিক্ষাগার

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মাহমুদুল হাসান

শিক্ষাগত যোগ্যতা
গণিতে অনার্স ও মাস্টার্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফাজিল সম্পন্ন

গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা

বিশেষ দক্ষতা

বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা

অভিজ্ঞতা

শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে লাখো শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।

Leave a Comment