আর্থ্রোপোডা (Arthropoda) হচ্ছে প্রাণিজগতের সবচেয়ে বড় পর্ব । পৃথিবীর তিন-চতুর্থাংশ প্রাণী এ পর্বের অন্তর্গত । শুধু সংখ্যাগত দিক থেকে নয়, দেহগঠন, বর্ণময়তা, বসতি, স্বভাব প্রভৃতি বৈচিত্র্যেও এসব প্রজাতি অনন্য অবস্থান দখল করে আছে । পৃথিবীর নদী-নালা, খাল-বিল, পাহাড়-পর্বত, সমুদ্র-মোহনা, বরফ-মরুজ এমন কোনো জায়গা নেই যেখানে আর্থ্রোপোড সদস্য পাওয়া যাবে না ।
এরা সর্বভুক, মুক্তজীবী বা পরজীবী । এদের চলন, শ্বসন, রক্ত- সংবহন প্রভৃতি তন্ত্রও বৈচিত্র্যময় । আর্থ্রোপোডের সামাজিক জীবন প্রাণিজগতে অনন্য ও বিষ্ময়কর নজির স্থাপন করেছে । পঞ্চইন্দ্রিয় অত্যন্ত কার্যক্ষম বলে আর্থ্রোপোড সদস্যরা পরিবেশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে পেরেছে ।
আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য :
- আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের দেহে তিন বা ততোধিক জোড়া সন্ধিযুক্ত পার্শ্বীয় পা বা উপাঙ্গ থাকে।
- ত্রিস্তরী, দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম ।
- দেহ পুরু কিউটিকলযুক্ত আবরণ দ্বারা আবৃত ও কিউটিকল নির্মিত বহিঃকঙ্কাল রয়েছে ।
- অধিকাংশ দেহগহ্বর হিমোসিল পূর্ণ থাকে ।
- মালপিজিয়ান নালিকা প্রধান রেচন অংশ ।
- রক্ত সংবহণতন্ত্র উন্মুক্ত ধরণের ।
- দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম, খণ্ডকায়িত এবং ট্যাগমাটায় বিভক্ত ।
আরও জানুন : আর্থ্রোপোডা পর্বের অর্থনৈতিক গুরুত্ব-উপকারিতা ও অপকারিতা
আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য মনে রাখার সহজ উপায় :
হিমু টাসকি খেল
আর্থ্রোপোডা পর্বের প্রাণীর উদাহরণ :
| বাংলা নাম | বৈজ্ঞানিক নাম |
|---|---|
| রাজ কাঁকড়া | Limulus polyphemus |
| কাঁকড়া | Carcinus manius |
| গুড়া চিংড়ি | Leander styliferus |
| গলদা চিংড়ি | Macrobrachium rosenbergii |
| বাগদা চিংড়ি | Penaeus monodon |
| রেশম পোকা | Bombyx mori |
| আরশোলা | Periplaneta americana |
| গৃহ মাছি | Musca domestica |
| কিউলেক্স মশা | Culex pipiens |
| প্রজাপতি | Pieris brassicae |
| শতপদী | Scolopendra gigantea |
| মাকড়শা | Lycosa lenta |
আরও জানুন : অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্য, উদাহরণ ও মনে রাখার উপায়
আর্থোপোডা পর্বের আবাস্থল :
বাসস্থান : এ পর্বের অধিকাংশ প্রাণী ডাঙ্গায়, মিঠা পানিতে, সমুদ্রে এবং বায়বীয় পরিবেশে বসবাস করে।
স্বভাব : এদের বহুসদস্য পরজীবী, তবে অধিকাংশই মুক্তজীবী ।
আর্থ্রোপোডা ও কর্ডাটা পর্বের মধ্যে পার্থক্য :
| আর্থ্রোপোডা | কর্ডাটা |
|---|---|
| i. আর্থ্রোপোডা পর্বের প্রাণীরা অমেরুদণ্ডী এবং বহিঃকঙ্কাল কাইটিন নির্মিত। | i. কর্ডাটা পর্বের প্রাণীরা মেরুদণ্ডী এবং এদের দেহে অস্থি ও তরুণাস্থি নির্মিত অন্তঃকঙ্কাল বিদ্যমান। |
| ii. এদের সাধারণত দর্শন সহায়ক পুষ্পাক্ষি থাকে। | ii. এদের সাধারণত সরলাক্ষি থাকে। |
| iii. এ পর্বের প্রাণীদের সিলোম পক্বিকৃত এবং দেহে বৈশিষ্ট্যপূর্ণ হিমোলিম্ফ থাকে। | iii. এ পর্বের প্রাণীরা প্রকৃত সিলোমেট বৈশিষ্ট্যপূর্ণ। |
| iv. আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের রক্ত সঞ্চালনতন্ত্র উন্মুক্ত ধরনের। | iv. কর্ডাটা পর্বের প্রাণীদের রক্ত সঞ্চালনতন্ত্র বন্ধ প্রকৃতির। |
| v. এদের প্রধান রেচন অঙ্গ মালপিজিয়ান নালিকা। | v. এদের প্রধান রেচন অঙ্গ কিডনি। |
আরও জানুন : কর্ডাটা ও নন কর্ডাটা: সংজ্ঞা,বৈশিষ্ট্য,উদাহরণ, পার্থক্য

