হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

আফয়ালে কুলুব কাকে বলে?কয়টি। এর আমল, প্রকারভেদ ও বৈশিষ্ট্য

আফয়ালে কুলুব(أَفْعَالُ الْقُلُوب)-এর সংজ্ঞা : যে সকল فِعْل দ্বারা মনের বিশ্বাস বা ধারণা ইত্যাদি প্রকাশ করা হয়, সেগুলোকে أَفْعَالُ الْقُلُوب বলে।

আফয়ালে কুলুব এর নামকরণ : যেহেতু এ ফেলগুলোর সম্পর্ক অন্তরের সাথে তাই এগুলোকে আফয়ালে কুলুব নামে নামকরণ করা হয়েছে।

আফয়ালে কুলুব কয়টি ?

আফয়ালে কুলুব (أَفْعَالُ الْقُلُوب) মোট সাতটি :

  1. عَلِمْتُ — জানলাম।
  2. ظَنَنْتُ — ভাবলাম।
  3. حَسِبْتُ — ধারণা করলাম।
  4. خِلْتُ — মনে করলাম।
  5. رَأَيْتُ — দেখলাম।
  6. وَجَدْتُ — পেলাম।
  7. زَعَمْتُ — ধারণা করলাম / বিশ্বাস করলাম

সম্পর্কিত পোস্ট : أَسْبَابُ مَنْعِ الصَّرْفِ কাকে বলে? কত প্রকার ও কি কি

আফয়ালে কুলুব (أَفْعَالُ الْقُلُوب)-এর প্রকারভেদ :

আফয়ালে কুলুবকে তিন শ্রেণীতে ভাগ করা হয়েছে—

১। أَفْعَالُ الشَّكِّ বা সন্দেহসূচক ফে‘ল। এ পর্যায়ের ফে‘ল তিনটি। যথা— ظَنَنْتُ ، حَسِبْتُ ، خِلْتُ

২। أَفْعَالُ الْيَقِينِ বা দৃঢ়তাসূচক ফে‘ল। এ পর্যায়ের ফে‘ল তিনটি। যথা— عَلِمْتُ ، رَأَيْتُ ، وَجَدْتُ

৩। أَفْعَالُ الْمُشْتَرَكِ বা দৃঢ়তা ও সন্দেহসূচক ফে‘ল। এ পর্যায়ের ফে‘ল একটি। যথা— زَعَمْتُ

আফয়ালে কুলুব এর আমল :

এ ফেলগুলো মুবতাদা – খবরের পূর্বে এসে উভয়কে مَفْعُول হিসেবে নসব দেয়। যেমন—

ফে‘ল উদাহরণ অর্থ
১। عَلِمْتُ عَلِمْتُ زَيْدًا فَاضِلًا আমি যায়েদকে জ্ঞানী জেনেছি।
২। ظَنَنْتُ ظَنَنْتُ زَيْدًا مُدَرِّسًا আমি যায়েদকে শিক্ষক ভেবেছি।
৩। حَسِبْتُ حَسِبْتُ زَيْدًا طَالِبًا আমি যায়েদকে ছাত্র ধারণা করেছি।
৪। خِلْتُ خِلْتُ زَيْدًا عَالِمًا আমি যায়েদকে আলিম মনে করেছি।
৫। رَأَيْتُ رَأَيْتُ زَيْدًا عَالِمًا আমি যায়েদকে আলিম দেখেছি।
৬। وَجَدْتُ وَجَدْتُ زَيْدًا عَالِمًا আমি যায়েদকে আলিম পেয়েছি।
৭। زَعَمْتُ زَعَمْتُ زَيْدًا قَارِئًا আমি যায়েদ ক্বারী ধারণা করেছি।

সম্পর্কিত পোস্ট : আমেল(العَامِلُ) কাকে বলে? কত প্রকার ও কি কি উদাহরণ সহ

আফয়ালে কুলুব (أَفْعَالُ الْقُلُوب)-এর বৈশিষ্ট্য :

এ ফেলগুলোর কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। যথা—

প্রথম বৈশিষ্ট্য : এদের দুটি مَفْعُول-এর শুধু একটি উল্লেখ করা বৈধ নয়। أَعْطَيْتُ ও তার সমপর্যায়ের ফেলগুলো এর বিপরীত।

দ্বিতীয় বৈশিষ্ট্য : এ ফেলগুলো মুবতাদা ও খবরের মাঝে আসলে বা মুবতাদা ও খবরে শেষে আসলে শব্দগত ও অর্থগত উভয়ভাবে আমল বাতিল করা যায়। যেমন— زَيْدٌ ظَنَنْتُهُ قَائِمٌ তেমনিভাবে— زَيْدٌ قَائِمٌ ظَنَنْتُهُ

তৃতীয় বৈশিষ্ট্য : এ ফে‘লগুলো যখন حَرْفُ الِاسْتِفْهَام-এর পূর্বে আসে, তখন এগুলোর আমল শব্দগতভাবে বাতিল হয়ে যায়। অবশ্য মর্মগতভাবে ফেলের মাফউল হওয়ার সম্পর্ক ঠিকই থাকে। যেমন : عَلِمْتُ لَزَيْدٍ مُنْطَلِقٌ

এমনিভাবে حَرْفُ النَّفْي-এর পূর্বে আসলেও আমল বাতিল হয়ে যায়। যেমন— عَلِمْتُ مَا زَيْدًا فِي الدَّارِ আর মুবতাদার পূর্ববর্তী لَامَ-এর পূর্বে আসলেও আমল বাতিল হয়ে যায়। যেমন— عَلِمْتُ لَزَيْدٍ مُنْطَلِقٌ

চতুর্থ বৈশিষ্ট্য : এ ফে‘লগুলোর فَاعِل ও مَفْعُول একই জিনিসের দুটি যমীর হতে পারে। যেমন— عَلِمْتُنِي مُنْطَلِقًا

শিক্ষাগার

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মাহমুদুল হাসান

শিক্ষাগত যোগ্যতা
গণিতে অনার্স ও মাস্টার্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফাজিল সম্পন্ন

গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা

বিশেষ দক্ষতা

বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা

অভিজ্ঞতা

শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে লাখো শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।

Leave a Comment