গার্মেন্টস চাকরির জন্য আবেদন পত্র- নমুনা সহ

একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে সুপারভাইজার নিয়োগ করা হবে । উক্ত পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র লেখ ।

১২ই জানুয়ারি ২০২…ইং
বরাবর
উপ-মহাব্যবস্থাপক
শিমুল গার্মেন্টস লি.
সাভার, ঢাকা ।
বিষয় : সুপারভাইজার পদে নিয়োগের জন্য আবেদন ৷

জনাব
সবিনয় নিবেদন এই যে, গত ৮ই জানুয়ারি ২০২…ইং তারিখে ‘দৈনিক ইত্তেফাক’-এ প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে অবগত হয়েছি যে, আপনার প্রতিষ্ঠানে ‘সুপারভাইজার’ পদে কিছু জনবল নিয়োগ করা হবে । আমি উক্ত পদের একজন প্রার্থী । নিচে আমার জীবনবৃত্তান্ত উপস্থাপন করা হলো-

ব্যক্তিগত তথ্য

নাম : মো. আলি আকবর ।
পিতার নাম : মো. আব্দুল মান্নান ।
মাতার নাম : আমিনা বেগম ।
বর্তমান ঠিকানা : ৮/১ডি, কালীগঞ্জ, গাজীপুর, ঢাকা ।
স্থায়ী ঠিকানা : গ্রাম : হাতিয়া, পো. + উপজেলা : মৌলভীবাজার সদর, জেলা : মৌলভীবাজার ।
জেলা : গাজীপুর
জন্ম তারিখ : ১৫ই জুন ১৯৮৯ খ্রিষ্টাব্দ ।
জাতীয়তা : বাংলাদেশি ।
ধর্ম : ইসলাম
বৈবাহিক অবস্থা : অবিবাহিত
মোবাইল/ফোন নম্বর : +৮৮০১………
ই-মেইল : ……….@………com

শিক্ষাগত যোগ্যতা

পরীক্ষার নাম শাখা পাসের বছর প্রাপ্ত গ্রেড/শ্রেণি বোর্ড/বিশ্ববিদ্যালয়
এসএসসি বাণিজ্য ২০০৪ জিপিএ ৩.৫০ ঢাকা
এইচএসসি বাণিজ্য ২০০৬ জিপিএ ৪.৫০ ঢাকা
বিকম (পাস কোর্স) বাণিজ্য ২০০৯ দ্বিতীয় শ্রেণি জাতীয় বিশ্ববিদ্যালয়
১২. অভিজ্ঞতা : একটি গার্মেন্টস প্রতিষ্ঠানে সহকারী সুপারভাইজার হিসেবে ৫ বছর যাবৎ কর্মরত।

অতএব মহোদয়ের সমীপে নিবেদন এই যে, উপর্যুক্ত যোগ্যতা ও অভিজ্ঞতা বিবেচনা করে আমাকে উক্ত পদে নিয়োগ দিলে আমি কাজের মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের অগ্রগতি সাধন করতে প্রতিজ্ঞ থাকব ।
নিবেদক
মো. আলি আকবর
মৌলভীবাজার সদর, মৌলভীবাজার ।

সংযুক্তি
১. সকল পরীক্ষার সনদের সত্যায়িত ফটোকপি ।
২. প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি ।
৩. অভিজ্ঞতা সনদের ফটোকপি ।
৪. প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদ ।
৫. সদ্যতোলা পাসপোর্ট আকারের তিন কপি ছবি ।

 আপনার আগ্রহের আরও পোস্ট

হিসাবরক্ষক পদে চাকরির জন্য আবেদন পত্র

চাকরির আবেদন পত্র লেখার নিয়ম ও চাকরির আবেদন পত্র নমুনা

স্কুলে চাকরির জন্য আবেদন পত্র(শিক্ষক ও সহকারী শিক্ষক)

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদের জন্য আবেদন পত্র- নমুনা সহ