প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদের জন্য আবেদন পত্র- নমুনা সহ

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদের জন্য একখানা আবেদনপত্র লেখ।
অথবা, তোমার থানায় থানা নির্বাহী অফিসারের নিকট প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রার্থী হয়ে একটি দরখাস্ত লেখ।

তারিখ : ১৫.০২.২০২…ইং
বরাবর
থানা নির্বাহী অফিসার
নাগরপুর, টাঙ্গাইল।
বিষয় : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের জন্য আবেদন ।

জনাব,
বিনীত নিবেদন এই যে, ৩০ জানুয়ারি, ২০২… তারিখে দেশের বহুল প্রচলিত ‘দৈনিক যুগান্তর’ পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে, নাগরপুর থানার প্রাথমিক বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আবেদন করছি। নিচে আমার প্রয়োজনীয় তথ্যাদি আপনার সদয় বিবেচনার জন্য উপস্থাপন করা হলো :

নাম : মো. হাবিবুর রহমান
পিতার নাম : মো. কিতাব আলী
মাতার নাম : রহিমা বেগম
বর্তমান ঠিকানা : গ্রাম : সলিমাবাদ, পোস্ট : সলিমাবাদ, থানা : নাগরপুর ।
স্থায়ী ঠিকানা : ঐ
জেলা : টাঙ্গাইল
জন্ম তারিখ : ২৬. ১৯. ১৯৯০
জাতীয়তা : বাংলাদেশি
ধর্ম : ইসলাম
বৈবাহিক অবস্থা : বিবাহিত
শিক্ষাগত যোগ্যতা :
পরীক্ষার নাম শাখা পাসের বছর প্রাপ্ত গ্রেড/শ্রেণি বোর্ড/বিশ্ববিদ্যালয়
এসএসসি বিজ্ঞান ২০০৫ জিপিএ-৫ ঢাকা বোর্ড
এইচএসসি বিজ্ঞান ২০০৭ জিপিএ-৫ ঢাকা বোর্ড
বিএ (সম্মান) বাংলা ২০১১ দ্বিতীয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়

অতএব, জনাবের নিকট বিনীত নিবেদন, উল্লিখিত তথ্যাবলির প্রেক্ষিতে অনুগ্রহপূর্বক আপনার বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে আমাকে নিয়োগ করে বাধিত করবেন।
বিনীত নিবেদক
মো. হাবিবুর রহমান

সংযুক্তি :
১. সকল পরীক্ষার সনদের সত্যায়িত অনুলিপি
২. সদ্য তোলা সত্যায়িত ২ কপি ছবি
৩. চারিত্রিক সনদের সত্যায়িত কপি
৪. অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি ।

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!