স্কুলে চাকরির জন্য আবেদন পত্র(শিক্ষক ও সহকারী শিক্ষক)

মনে কর, তোমার উপজেলায় ‘ শিক্ষক’ পদে নিয়োগের একটি বিজ্ঞাপন দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত হয়েছে। উক্ত পদে স্কুলে চাকরির জন্য আবেদন পত্র লেখো ।

১৮ ফেব্রুয়ারি ২০২..ইং
বরাবর
প্রধান শিক্ষক
দিনাজপুর জিলা স্কুল দিনাজপুর ।
বিষয়: শিক্ষক পদে নিয়োগের আবেদন ।

জনাব
১৬ ফেব্রুয়ারি, ২০২.. ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকার বিজ্ঞাপন দেখে জানতে পারলাম, আপনার স্কুলে প্রাথমিক শাখায় একজন শিক্ষক নিয়োগ করা হবে। এ আবেদনপত্রটির সঙ্গে আমার সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংযুক্ত করছি—

প্রয়োজনীয় তথ্য নিম্নরূপ

১. নাম : মোচয়নিকা রহমান
২. মাতার নাম : শিরিন সুলতানা
৩. পিতার নাম : মো সিদ্দিকুর রহমান
৪. বর্তমান ঠিকানা : গ্রাম: লোহাপাড়া; উপজেলা: লাকসাম; জেলা: কুমিল্লা
৫. স্থায়ী ঠিকানা : ঐ
৬. জাতীয়তা : বাংলাদেশি
৭. জন্ম তারিখ : ১২ আগস্ট, ১৯৯১
৮. ধর্ম : ইসলাম
৯. বৈবাহিক অবস্থা : বিবাহিত
১১. শিক্ষাগত যোগ্যতা :
পরীক্ষার নাম পাসের বছর প্রাপ্ত গ্রেড/শ্রেণি বোর্ড/বিশ্ববিদ্যালয়
এসএসসি ২০০৭ A+ কুমিল্লা বোর্ড
এইচএসসি ২০০৯ A+ কুমিল্লা বোর্ড
বিএ (অনার্স) ২০১৩ A রাজশাহী বিশ্ববিদ্যালয়
বিএড ২০১৫ দ্বিতীয় বিভাগ জাতীয় বিশ্ববিদ্যালয়
১২. অভিজ্ঞতা : ১ জানুয়ারি, ২০১৫ থেকে নীলগিরি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত আছি ।

অতএব বিনীত প্রার্থনা, ওপরে বর্ণিত তথ্যাদি বিচার করে আমাকে উক্ত পদে নিয়োগদান করলে আপনার নিকট কৃতজ্ঞ থাকব।
বিনীত
চয়নিকা রহমান

সংযুক্তি
১. পরীক্ষার মূল সনদের সত্যায়িত ফটোকপি-৩ কপি ।
২. নাগরিকত্ব সনদপত্র, প্রশংসাপত্র ও চারিত্রিক সনদের সত্যায়িত ফটোকপি- ৩ কপি ।
৩. অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপি-১ কপি ।
৪. সত্যায়িত পাসপোর্ট সাইজ ছবি- ৩ কপি ।

আরও পড়ুন : প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদের জন্য আবেদন পত্র- নমুনা সহ

মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য একটি আবেদন লিখ

১২ই জুলাই ২০…ইং
মাননীয়
প্রধান শিক্ষক
চান্দিনা আদর্শ বিদ্যালয়
চান্দিনা, কুমিল্লা
বিষয় : সহকারী শিক্ষক পদে নিযুক্তি লাভের জন্য আবেদন ।

জনাব
বিনীত নিবেদন এই যে, গত ০২/০৭/২০২৫ তারিখে দৈনিক ইত্তেফাক’-এর কর্মখালি বিভাগে প্রকাশিত একটি বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম যে, আপনার বিদ্যালয়ে কতিপয় সহকারী শিক্ষক নিয়োগ করা হবে । আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে সদয় বিবেচনার জন্য আমার যোগ্যতা সম্পর্কিত তথ্যাবলি নিচে উপস্থাপন করলাম ।

১. নাম : মো. আনিছুর রহমান
২. মাতার নাম : মোছা. সুফিয়া খাতুন
৩. পিতার নাম : মো. লতিফ রহমান
৪. বর্তমান ঠিকানা : ১২, পশ্চিম বাসাবো, ঢাকা ।
৫. স্থায়ী ঠিকানা : গ্রাম : নন্দনপুর, ডাকঘর : ভিতরবন্দ, থানা : নাগেশ্বরী, জেলা : কুড়িগ্রাম
৬. জাতীয়তা : বাংলাদেশি
৭. জন্ম তারিখ : ১২ই জুন ১৯৮৮
৮. মোবাইল/ফোন নম্বর : +৮৮০১৭১২……..
৯. ধর্ম : ইসলাম
১০. বৈবাহিক অবস্থা : বিবাহিত
১১. শিক্ষাগত যোগ্যতা :
পরীক্ষার নাম শাখা পাসের বছর প্রাপ্ত গ্রেড/শ্রেণি বোর্ড/বিশ্ববিদ্যালয়
এসএসসি বিজ্ঞান ২০০৬ A+ রাজশাহী
এইচএসসি বিজ্ঞান ২০০৮ A+ ঢাকা
বি এস-সি (অনার্স) রসায়ন ২০১২ প্রথম বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়
এম এস-সি রসায়ন ২০১৪ প্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয়
শিক্ষক নিবন্ধনি ২০১৫ NTRCA
১২. অভিজ্ঞতা : শেরে বাংলা নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২ বছর শিক্ষকতার বাস্তব অভিজ্ঞতা ।

অতএব, অনুগ্রহপূর্বক উপরিউক্ত যোগ্যতা ও অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আমাকে উক্ত পদে নিয়োগ প্রদান করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি ।
বিনীত
মো. আনিছুর রহমান
ঢাকা

সংযুক্তি
১. পরীক্ষার মূল সনদের সত্যায়িত ফটোকপি-৩ কপি ।
২. নাগরিকত্ব সনদপত্র, প্রশংসাপত্র ও চারিত্রিক সনদের সত্যায়িত ফটোকপি- ৩ কপি ।
৩. অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপি-১ কপি ।
৪. সত্যায়িত পাসপোর্ট সাইজ ছবি- ৩ কপি ।

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!