A village fair paragraph for (class 5-10) বাংলা অর্থ সহ

A village fair paragraph for class 5, 6, 7

A Village Fair (একটি গ্রাম্যমেলা)

We are very familiar with village fair. A village fair is an annual gathering of village people on a particular date and place. It is generally held in an open place under some trees or on the side of the river. It is also held in memory of some saints or a religious and cultural festivals. Useful things, fancy goods, toys, sweetmeats are sold there. Circus and magic shows are the main attraction of the village fair. A village fair is a significant part of culture. It removes the monotony of village life.

অনুবাদ : গ্রাম্যমেলার সাথে আমরা খুবই পরিচিত। গ্রাম্যমেলা হচ্ছে বছরে একবার কোনো নির্দিষ্ট তারিখে কোনো একটা জায়গায় সমবেত হওয়া। সাধারণত এটা গাছপালা পরিবেষ্টিত খোলামেলা জায়গায় বা নদীর ধারে অনুষ্ঠিত হয়ে থাকে। এগুলো কখনো কখনো অতীত কোনো স্মৃতিতে বা ধর্মীয় বা সাংস্কৃতিক কর্মকাণ্ড ঘিরে অনুষ্ঠিত হয়। দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস, সৌখিন দ্রব্যাদি, খেলনা, মিষ্টান্ন ইত্যাদি মেলায় বিক্রি হয়। গ্রাম্যমেলার প্রধান আকর্ষণ হচ্ছে সার্কাস এবং ম্যাজিক শো। গ্রাম্যমেলা সংস্কৃতির একটা তাৎপর্যপূর্ণ অঙ্গ। এটা গ্রামীণ জীবনের একঘেয়েমি দূর করে।

Read More : My village paragraph for(class 3 -10) বাংলা অর্থ সহ

A village fair paragraph for class 8, 9, 10

A Village Fair (একটি গ্রাম্য মেলা)

A village fair is a fair which is generally held in a village. It is just like a village market. A village fair is held on a particular occasion. It is mainly held in winter and spring. It is a common feature of our rural areas. Village fairs are generally held under spreaded banyan trees or on the banks of big tanks or rivers. On a fixed date fair is held in an open place. This fair is held every year in memory of any ‘fakir’ or ‘dervish’ of bygone days. Most of these fairs have a historical background. In this kind of fair people of all rank and file participate. Here things lie dolls, sweetmeats, baskets and other earthen posts are bought and sold. Circus is a common sight in a village fair. A village fair is often regarded as the meeting place of miscreants and wicked people. So, steps should be taken by the government to make sure that miscreants cannot create and nuisance in the fair.

অনুবাদ : একটি গ্রাম্য মেলা হল একটি মেলা যা সাধারণত গ্রামে অনুষ্ঠিত হয়। একেবারে গ্রামের বাজারের মতো। একটি বিশেষ উপলক্ষ্যে গ্রামীণ মেলা বসে। এটি প্রধানত শীত এবং বসন্তে অনুষ্ঠিত হয়। এটি আমাদের গ্রামাঞ্চলের একটি সাধারণ বৈশিষ্ট্য। গ্রামের মেলা সাধারণত ছড়ানো বটগাছের নিচে বা বড় ট্যাঙ্ক বা নদীর তীরে অনুষ্ঠিত হয়। একটি নির্দিষ্ট তারিখে খোলা জায়গায় মেলা বসে। অতীতের কোনো ‘ফকির’ বা ‘দরবেশ’ স্মরণে প্রতি বছর এই মেলা অনুষ্ঠিত হয়। এসব মেলার অধিকাংশেরই রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপট। এ ধরনের মেলায় সকল পদমর্যাদার মানুষ অংশ নেয়। এখানে পুতুল, মিষ্টি, ঝুড়ি এবং অন্যান্য মাটির জিনিস কেনা-বেচা হয়। গ্রামের মেলায় সার্কাস একটি সাধারণ দৃশ্য। একটি গ্রামের মেলাকে প্রায়ই দুর্বৃত্ত ও দুষ্ট লোকদের মিলনস্থল হিসেবে গণ্য করা হয়। তাই মেলায় দুর্বৃত্তরা যাতে উপদ্রব সৃষ্টি করতে না পারে সেজন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে।

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!