Our madrasah library paragraph – বাংলা অর্থ সহ

Our Madrasah Library (আমাদের মাদরাসা গ্রন্থাগার)

There is a library in our madrasah. Our madrasah library is a rich one. It is situated at the northern side of the main building. There are a lot of books in our library. They are on different subjects but they are arranged nicely. There are about 6000 books in our madrasah library. There are the text books, story books, books on science, novels and important magazines of home and abroad. Our librarian is an experienced and well behaved person. He has an assistant to help him. They register the books carefully and issue books to us. They keep all records and documents. They warn us against tearing of pages and writing anything on them. Generally no students are allowed to take some rare books home. The students read these books in the reading room. Our madrasah library helps us to prepare lessons. So I am proud of our madrasah library.

অনুবাদ : আমাদের মাদরাসায় একটি গ্রন্থাগার আছে। আমাদের মাদরাসার গ্রন্থাগার খুব সমৃদ্ধ। এটি প্রধান ভবনের উত্তর পাশে অবস্থিত। এখানে অনেক বই আছে। বিভিন্ন বিষয়ের বই, তবে সুন্দরভাবে গোছানো। আমাদের মাদরাসা গ্রন্থাগারে প্রায় ৬০০০ বই রয়েছে। এখানে পাঠ্যবই, গল্পের বই, বিজ্ঞানের বই, উপন্যাস এবং দেশের ও বিদেশের বিখ্যাত সাময়িকী আছে। আমাদের গ্রন্থাগার রক্ষক একজন অভিজ্ঞ ও ভালো আচরণসমৃদ্ধ লোক। তাকে সাহায্য করার জন্য, একজন সহকারী আছেন। তারা বই তালিকাভুক্ত করেন এবং আমাদেরকে ইস্যু করেন। তারা সব রেকর্ড এবং দলিল রক্ষণাবেক্ষণ করেন। তারা সতর্ক করে দেন যেন বইয়ের পাতায় কিছু লেখা না হয় বা পাতা না মুড়ানো হয়। সাধারণত কিছু দুর্লভ বই কোনো ছাত্রকেই বাড়িতে নিয়ে যেতে দেয়া হয় না। ছাত্ররা এসব বই গ্রন্থাগারে বসে পড়ে। আমাদের পাঠ তৈরি করার জন্য এটি আমাদের সাহায্য করে। কাজেই আমি আমাদের মাদরাসা গ্রন্থাগারের জন্য গর্বিত ।

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!