স্কেলার ও ভেক্টর রাশির সংজ্ঞা।স্কেলার ও ভেক্টর রাশির পার্থক্য,উদাহরণ

স্কেলার রাশি (Scalars) : 

যে সকল ভৌত রাশিকে শুধুমাত্র মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশের কোন প্রয়োজন হয় না, তাদেরকে স্কেলার রাশি বলে।

স্কেলার রাশির উদাহরণ : 

দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, শক্তি, সময়, তাপমাত্রা, ক্ষমতা, দ্রুতি ইত্যাদি।

স্কেলার রাশি মনে রাখার কৌশল :-

কাশ দৈর্ঘ্য ক্ষমতায় দূর দ্রুতিতে ভাসে
কা কাজ শক্তি
দৈর্ঘ্য দৈর্ঘ্য ক্ষম ক্ষমতা
তায় তাপমাত্রা দূর দূরত্ব
দ্রুতিতে দ্রুতি ভা ভর
সে সময়

ভেক্টর রাশি (Vectors) : 

যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, তাদেরকে ভেক্টর রাশি বলে।

ভেক্টর রাশির উদাহরণ :

সরণ, ওজন, বেগ, ত্বরণ, বল, তড়িৎ তীব্রতা চৌম্বক তীব্রতা ইত্যাদি।

ভেক্টর রাশি মনে রাখার উপায়

ভবে সব পিপ্রা ও মসায় ভর্তি
ভরবেগ বে বেগ
সরণ বল
পি পিষ্টটান প্রা তড়িৎ প্রাবল্য
ওজন মন্দন
সা সান্দ্রতা ভর
ত্বরণ

স্কেলার রাশি ও ভেক্টর রাশির পার্থক্য:


স্কেলার রাশি ভেক্টর রাশি
১। স্কেলার রাশির শুধু মান আছে দিক নেই। ১। ভেক্টর রাশির মান ও দিক উভয়ই আছে ।
২। সাধারণ গাণিতিক নিয়মে যোগ,গুণ, বিয়োগ, গুণ, ভাগ করা যায় ।
২। সাধারণ গাণিতিক নিয়মে যোগ, বিয়োগ, ভাগ করা যায় না ।
৩। শুধু মানের পরিবর্তনে পরিবর্তিত হয় । ৩। মান অথবা দিক অথবা উভয়ের পরিবর্তনে পরিবর্তিত হয় ।
৪। দুইটি স্কেলার রাশির কোনটির মান শূন্য না হলে এদের গুণফল শূন্য হয় না ।
৪। দুইটি ভেক্টর রাশির কোন একটির মান শূন্য হলেও এদের ভেক্টর গুণফল শূন্য হতে পারে ।
৫। দুইটি স্কেলার রাশির গুণনে সর্বদা স্কেলার রাশি পাওয়া যায় । ৫। দুইটি ভেক্টর রাশির গুণফল একটি ভেক্টর রাশি অথবা একটি স্কেলার রাশি হতে পারে ।

FAQs

১। চাপ স্কেলার রাশি না ভেক্টর রাশি?
উত্তরঃ চাপ স্কেলার রাশি।
 
২। ঘনত্ব কি স্কেলার রাশি?
উত্তরঃ ঘনত্বের কোন দিক নেই, তাই এটি স্কেলার রাশি। 

৩। কাজ কি ভেক্টর রাশি?
উত্তরঃ না। কাজ একটি স্কেলার রাশি।
 
৪। প্লবতা কি ভেক্টর রাশি?
উত্তরঃ জি প্লবতা একটি ভেক্টর রাশি।
 
৫। ওজন কি ভেক্টর রাশি?
উত্তরঃ ওজন হল এক প্রকার বল এবং বল হল ভেক্টর রাশি। তাই ওজনও একটি ভেক্টর রাশি।

৬। আয়তন কি ভেক্টর রাশি?
উত্তরঃ না। আয়তন একটি স্কেলার রাশি। 

৭। বল কি ভেক্টর রাশি?
উত্তরঃ হ্যা বল একটি ভেক্টর রাশি। 

৮। ক্ষমতা কি ভেক্টর রাশি?
উত্তরঃ না। ক্ষমতা একটি স্কেলার রাশি।

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!