হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আমন্ত্রন পত্র

তোমার বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, সে উপলক্ষ্যে একটি আমন্ত্রণপত্র রচনা কর ।

সুধী
আগামী ২৬শে জানুয়ারি শুক্রবার সকাল ৯টা থেকে আমাদের বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হবে। বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক জনাব আব্দুল হালিম এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন বলে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন ।
উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি আমাদের একান্ত কাম্য ।

বিনীত
ক্রীড়া পরিচালনা পরিষদের
ছাত্র প্রতিনিধি
এস. এম. শিশির
রায়েরবাগ উচ্চ বিদ্যালয়
পলাশপুর ।
২০শে জানুয়ারি ২০….

অনুষ্ঠানসূচি :

সকাল ৮:৩০–১২ : ৪৫ মিনিট : শপথ গ্রহণ ও ক্রীড়া প্রতিযোগিতা ।

দুপুর ১:০০-২ : ০০টা : মধ্যাহ্ন বিরতি ।

অপরাহ্ন ৪ : ৪০-৫ : ৪০ মিনিট : প্রধান অতিথির ভাষণ, পুরস্কার বিতরণি, অধ্যক্ষের ধন্যবাদ ভাষণ ।

আরও পড়ুন : কলেজে বিজয় দিবস উদযাপন উপলক্ষে আমন্ত্রণ পত্র

তোমার কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, সে উপলক্ষ্যে একটি আমন্ত্রণপত্র রচনা কর ।

১০ই অক্টোবর ২০….
সুধী
আগামী ১৫ই অক্টোবর ২০… আমাদের গুলশান কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কলেজের নিজস্ব মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে । উক্ত অনুষ্ঠান উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং পুরস্কার বিতরণ করবেন ঢাকা জেলার মাননীয় জেলাপ্রশাসক ।
আপনাদের সানুগ্রহ উপস্থিতি আমাদের উৎসাহিত করবে ।

বিনীত
শিহাব মজুমদার
ক্রীড়া সম্পাদক
গুলশান কলেজ, ঢাকা ।

॥ অনুষ্ঠানসূচি ॥

অতিথিগণের আসনগ্রহণ : সকাল ৯ : ০০ টা ।

পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ : সকাল ৯ : ৩০ মিনিট ।

নির্ধারিত ৭টি বিষয়ের ওপর প্রতিযোগিতা : সকাল ১০:০০ টা ।

পুরস্কার বিতরণ : বিকাল ৪:০০ টা ।

সাংস্কৃতিক সন্ধ্যা : বিকাল ৫:০০ টা ।

সমাপ্তি : সন্ধ্যা ৭:০০ টা ।

শিক্ষাগার

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মাহমুদুল হাসান

শিক্ষাগত যোগ্যতা
গণিতে অনার্স ও মাস্টার্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফাজিল সম্পন্ন

গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা

বিশেষ দক্ষতা

বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা

অভিজ্ঞতা

শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে লাখো শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।

Leave a Comment