বিভিন্ন উদ্ভিদদেহে প্রায় ৬০টি উপাদান শনাক্ত করা গেছে। এ ৬০টি উপাদানের মধ্যে মাত্র ১৭টি উপাদান উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য একান্ত প্রয়োজন। এ ১৭টি উপাদানকে সমষ্টিগতভাবে অত্যাবশ্যকীয় উপাদান বলা হয়। এ উপাদানগুলোকে দুটি ভাগে ভাগ করা যায়। যথা- ম্যাক্রো উপাদান ও মাইক্রো উপাদান।
ম্যাক্রো উপাদান কাকে বলে ?
উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য যে অত্যাবশ্যকীয় অজৈব উপাদানগুলো অধিক পরিমাণে প্রয়োজন হয় তাদেরকে ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা ম্যাক্রো উপাদান বলে।
উদ্ভিদের ম্যাক্রো উপাদান কয়টি ?
উদ্ভিদে ম্যাক্রো উপাদান বা মুখ্য উপাদান মোট ৯টি। এগুলো হলো-
১। নাইট্রোজেন (N), ২। পটাশিয়াম (K), ৩। ক্যালসিয়াম (Ca), ৪। ম্যাগনেসিয়াম (Mg), ৫। কার্বন (C), ৬। হাইড্রোজেন (H), ৭। অক্সিজেন (O), ৮। ফসফরাস (p), এবং ৯। সালফার (S)।
ম্যাক্রো উপাদান মনে রাখার কৌশল :
Mg. K CaFe for Nice CHOPS
Mg ⇩ Mg |
K ⇩ K |
CaFe ⇩ Ca |
for | Nice ⇩ N |
CHOPS ⇩⇩ ⇩ ⇩⇩ CHOPS |
মাইক্রো উপাদান কাকে বলে ?
উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য যে অত্যাবশ্যকীয় অজৈব উপাদানগুলো অল্প পরিমাণে প্রয়োজন হয় তাদেরকে মাইক্রো উপাদান বা মাইক্রোনিউট্রিয়েন্ট বলে।
উদ্ভিদের মাইক্রো উপাদান কয়টি ?
উদ্ভিদে মাইক্রো উপদান বা গৌণ উপাদান হলো মোট ৮টি। এগুলো হলো-:
১। দস্তা (Zn), ২। ম্যাঙ্গানিজ (Mn), ৩। মলিবডেনাম (Mo), ৪। বোরন (B), ৫। তামা (Cu), ৬। ক্লোরিন (CI), ৭। সোডিয়াম (Na), ৮। লৌহ (Fe) ।
ম্যাক্রো উপাদান মনে রাখার কৌশল :
আয়রন ম্যান মোনা কপার CluB এ যায়
আয়রন ⇩ Fe |
ম্যান ⇩ Mn |
মোনা ⇩ ↘ Mo, Na |
কপার ⇩ Cu |
CluB এ ⇩ ⇩ Cl, B |
যান ⇩ Zn |
এছাড়া আরও কয়েকটি উপাদান, যেমন— ভ্যানডিয়াম (V), অ্যালুমিনিয়াম (AI), সেলেনিয়াম (Se) প্রভৃতি কোনো কোনো উদ্ভিদের জন্য প্রয়োজনীয়। কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন ব্যতীত সকল উপাদানকে খনিজ উপাদান বলা হয় ।