হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

মলাস্কা পর্বের বৈশিষ্ট্য, উদাহরণ, অর্থনৈতিক গুরুত্ব

মলাস্কা (Mollusca) প্রাণিজগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব । প্রাণীর বর্তমান সংখ্যাগত দিক থেকে Arthropoda পর্বের পরেই এদের অবস্থান । এ পর্বের সদস্যরা অনন্য ধরনের খোলকবাহী ননকর্ডেট প্রাণী । ঝিনুক, শামুক, অক্টোপাস, সেপিয়া, ললিগো এ পর্বের পরিচিত সদস্য ।

অষ্টাদশ ও উনবিংশ শতাব্দীতে স্বচ্ছল ব্যক্তিরা খোলক সংগ্রহ করতেন । এক সময় বাংলাদেশের স্বনামধন্য স্কুলের পাঠ্যক্রমে শিক্ষার্থীদের জন্য খোলক সংগ্রহের প্রচলন ছিল ।

মলাস্কা পর্বের বৈশিষ্ট্য :

  • নরমদেহী প্রাণী ।
  • দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম, অখন্ডকায়িত এবং সুস্পষ্ট মাথাবিশিষ্ট ।
  • অঙ্কীয় দেহপ্রাচীর মাংসল পদ-এ বিশেষিত যা প্রধানত চলন অঙ্গ হলেও প্রাণিবিশেষে গতখনন বা সাঁতারে ব্যবহৃত হয় ।
  • পৃষ্ঠীয় দেহপ্রাচীর ম্যান্টল নামক একজোড়া ভাঁজের সৃষ্টি করে যা ম্যান্টলগহ্বরকে ঘিরে রাখে, শ্বসন অঙ্গে রূপান্তরিত হয় এবং ক্যালকেরিয়াস খোলক ক্ষরণ করে ।
  • সিলোম শুধু হৃদযন্ত্রের চারপাশে জননাঙ্গের গহ্বরে এবং বৃক্কে সীমাবদ্ধ থাকে
  • অধিকাংশের পরিপাকতন্ত্রে র‍্যাডুলা নামক অংশ রয়েছে ।

আরও জানুন : নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য, প্রাণীর উদাহরণ ও বাসস্থান

মলাস্কা পর্বের উদাহরণ :

আপেল শামুক Pila globosa
অক্টোপাস Octopus vulgaris
ঝিনুক Lamellidens marginalis
হার্ড টারবান Turbo coronatus
সমুদ্রের তীর Uroteuthis duvaucelli

মলাস্কা পর্বের প্রাণীদের অর্থনৈতিক গুরুত্ব :

  • মলাস্কা পর্বের কোন কোন প্রাণীর শক্ত দেহাবরণ দিয়ে বিভিন্ন রকমের অলংকার ও খেলনা তৈরি করা হয়। যা দিয়ে অর্থনৈতিক অবস্থার উন্নতি সম্ভব হচ্ছে।
  • পৃথিবীর অনেক দেশেই ওয়েস্টার নামক ঝিনুকের মাংস মানুষ ও অন্যান্য প্রীণর পুষ্টিকর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।
  • বোতাম ও অন্যান্য সৌখিন দ্রব্য প্রস্তুতের উপাদান রূপে ব্যবহৃত হয় ।
  • ঝিনুক পোড়াইয়া চুন (CaCO3) তৈরি করা হয় ।
  • ঝিনুকের চূর্ণ মুরগি ও হাসের খাদ্য হিসেবে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় ।
  • ঝিনুক ভাল মুক্তা গঠনে সহায়তা করে এবং মাছের টোপ হিসেবে ব্যবহৃত হয়।
  • বাসনপত্র হিসেবে ঝিনুকের ব্যবহার আছে ।
  • পানিতে ভাসমান জৈব পদার্থ গ্রহণ করে পানি পরিচ্ছন্ন রাখতে সহায়তা করে এবং ভূমি কণার আশ্রয়স্থল হিসাবে কাজ করে ভূমিক্ষয় রোধ করে।

আরও জানুন : পরিফেরা পর্বের বৈশিষ্ট্য, উদাহরণ, মনে রাখার উপায়

মলাস্কা (Mollusca) পর্বের অপকারিতা :

  • এ পর্বভুক্ত এমন অনেক প্রাণী আছে যাদের গোশত খেলে তাম্রঘটিত বিষক্রিয়ার ফলে ভক্ষণকারীর মৃত্যু পর্যন্ত হতে পারে।
  • কতিপয় ঝিনুক নৌকা, ছোট জাহাজ ইত্যাদি জলযানের তলদেশ ছিদ্র করে ক্ষতিসাধন করে ।

মলাস্কা (Mollusca ) পর্বের আবাস্থল :

বাসস্থান : এ পর্বের অধিকাংশ প্রাণী সাগরের বিভিন্ন স্তরে, পাহাড়ি অঞ্চলে, উপত্যকা, বনে জঙ্গলে অথবা সমতল ভূমিতে বসবাস করে।

স্বভাব : বহু সদস্য পরজীবী, তবে অধিকাংশ মুক্তজীবী ।

আরও জানুন : অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্য, উদাহরণ ও মনে রাখার উপায়

শিক্ষাগার

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মাহমুদুল হাসান

শিক্ষাগত যোগ্যতা
গণিতে অনার্স ও মাস্টার্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফাজিল সম্পন্ন

গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা

বিশেষ দক্ষতা

বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা

অভিজ্ঞতা

শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে লাখো শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।

Leave a Comment