ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট ও মাইটোকন্ড্রিয়া পার্থক্য

সংজ্ঞা:-  সাদা, বর্ণহীন বা সাদা প্লাস্টিড কে লিউকোপ্লাস্টিড বা লিউকোপ্লাস্ট বলে। 

সংজ্ঞা:- রঙিন প্লাস্টিডকে ক্রোমোপ্লাস্ট বলা হয়। 

সংজ্ঞা:- উদ্ভিদকোষের যে বিশেষ প্লাস্টিডগুলো ক্লোরোফিল নামক সবুজ বর্ণকণিকা অধিকমাত্রায় ধারণ করে প্রধানত সবুজ বর্ণ বিশিষ্ট হয়, তাদেরকে ক্লোরোপ্লাস্ট বলে।

ক্লোরোপ্লাস্ট ও ক্রোমোপ্লাস্ট এর মধ্যে পার্থক্য:-

ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট
১. ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণের প্লাস্টিড ।
১. ক্রোমোপ্লাস্ট হলুদ, কমলা, লাল ইত্যাদি বর্ণের প্লাস্টিড।
২. এরা ক্লোরোফিল নামক সবুজ বর্ণ কণিকা ধারণ
করে।
২. এরা ক্যারোটিন, জ্যান্থোফিল, ফাইকোইরিথ্রিন, ফাইকোসায়ানিন ইত্যাদি বিভিন্ন বর্ণের রঞ্জক ধারণ করে।
৩. এরা উদ্ভিদের পাতা, কাণ্ড ও অন্যান্য সবুজ অংশে অবস্থান করে।
৩.এরা উদ্ভিদের ফুলের পরাগ, কিছু ক্ষেত্রে পাতা, গাজরের মূল ও উদ্ভিদের বিভিন্ন বর্ণময় অঙ্গে থাকে ।
৪. ক্লোরোপ্লাস্টের কাজ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা তৈরি করে উদ্ভিদের
খাদ্য চাহিদা পূরণ করা।
৪.এদের প্রধান কাজ উদ্ভিদের বিভিন্ন অঙ্গে বর্ণের বৈচিত্র্য সৃষ্টি করা। যেমন, এটি ফুলকে রঙিন করে।

ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট লিউকোপ্লাস্ট এর পার্থক্য:-

ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট লিউকোপ্লাস্ট
সবুজ বর্ণের প্লাস্টিড।
সবুজ ব্যতীত অন্য বর্ণের প্লাস্টিড।
বর্ণহীণ প্লাস্টিড।
প্রধান রঞ্জক বস্তু ক্লোরোফিল।
প্রধান রঞ্জক বস্তু ক্যারোটিন ও জ্যান্থফিল ।
কোন রঞ্জক কণা নেই ।
সালোকসংশ্লেষণে অংশ গ্রহণ করে।
পরাগায়ণ এবং ফল ও বীজের নিষরণে সহায়তা করে।
খাদ্য সঞ্চয় করে।
থাইলাকয়েড আছে ।
থাইলাকয়েড নেই।
থাইলাকয়েড নেই।
সবুজ পাতা ও কঁচি শাখা- প্রশাখার কোষে অবস্থান করে।
ফুলের পাঁপড়ি, পাকা ফলত্বক ও সবুজ ব্যতীত অন্যান্য রঙিন অংশের কোষে অবস্থান করে।
প্রধানত উদ্ভিদের সঞ্চয়ী অঞ্চলের বর্ণহীন কোষে অবস্থান করে।

মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্ট এর পার্থক্য:-

ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়া
১. এরা কেবল উদ্ভিদের সজীব সবুজ কোষের সাইটোপ্লাজমে অবস্থিত।
১. এরা সমস্ত সজীব ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে অবস্থিত।
২. এর মধ্যে সবুজ রঞ্জক পদার্থ (ক্লোরোফিল) থাকে ।
২. এর মধ্যে রঞ্জক পদার্থ থাকে না ।
৩. অন্তঃপর্দায় ভাঁজ থাকে না ।
৩. অন্তঃপর্দায় অসংখ্য ভাঁজ (ক্রিস্টি) থাকে ।
৪. পর্দার গায়ে কোনো দানা থাকে না।
৪ বহিঃপর্দা এবং অন্তঃপদার গায়ে দানা থাকে ।
৫. ধাত্রে চাকতির মতো বা থলির মতো বস্তু (থাইলাকয়েড) থাকে ।
৫. ধাত্রে চাকতির মতো বা থলির মতো বস্তু থাকে না ।
৬. থাইলাকয়েডের মধ্যে কোয়ান্টোজোম নামক যে দানা থাকে তা বৃন্তহীন।
৬. অন্তঃপদার গায়ে অক্সিজোম নামক যে দানা থাকে তা বৃন্তযুক্ত।
৭. ক্লোরোপ্লাস্টের ধাত্র প্রকোষ্ঠে বিভক্ত নয় ।
৭. মাইটোকন্ড্রিয়ার ধাত্র ক্রিস্টির দ্বারা কতকগুলো অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত।
৮. এরা আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করতে সহায়তা করে (সালোকসংশ্লেষণে সহায়তা করে)।
৮. এরা স্থৈতিক শক্তিকে গতি শক্তিতে রূপান্তরিত করতে সহায়তা করে (শ্বসনে সহায়তা করে)।

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!