যে দিনটিতে বাংলা ভাষাভাষী জনগণ তাদের মায়ের ভাষার জন্যে নিজেদের রক্ত ঝরিয়েছিল, সে দিনটিই আজ পৃথিবীতে বিশ্ব মাতৃভাষা দিবস (International Mother Language Day) হিসেবে মর্যাদা লাভ করেছে।
জন্মের পর আমাদের মুখ থেকে যে বাক্যটি প্রথম স্পন্দিত হয়, তা হলো মাতৃভাষা। অর্থাৎ, মাতৃভাষায় কথা বলা যেন আমাদের জন্মগত অধিকারকে নির্দেশ করে । বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষা। শৈশবে আমরা এ ভাষার মাধ্যমেই কথা বলতে শুরু করেছি, এ ভাষার মাধ্যমেই আমাদের প্রথম লেখনী অঙ্কিত হয়েছে ।
প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমাদের সুবিধার জন্যই শ্রেণী ভিত্তিক আকারে রচনা গুলো সাজিয়ে লিখা হয়েছে। আশা করি তোমাদের অনেক উপকারে আসবে।
যে রচনাটি তোমাদের কাছে সহজ মনে হয় হয় চাইলে সেটাও শিখে নিতে পারো।