كبيره শব্দটি একবচন বহুবচনে كبائر . এর আভিধানিক অর্থ হলো,
- পরিমাণে বড়।
- আকৃতিতে বড়।
- ওজনে ভারী।
- কঠিন অপরাধ ইত্যাদি।
সংজ্ঞা :- যে সব গুনাহ সম্পর্কে কুরআন -হাদিসে সরাসরি জাহান্নাম বা আযাবের কথা বর্ণনা করা হয়েছে অথবা ধমকি এসেছে সেগুলোকে কবিরা গুনাহ বলে।
কবিরা গুনাহের তালিকা
- মিথ্যা কথা বলা।
- মানুষ হত্যা করা।
- ওয়াদা ভঙ্গ করা।
- সত্য সাক্ষ্য গোপন করা।
- অন্যায় বিচার করা।
- জুলুম অত্যাচার করা।
- গান-বাদ্য ও নিত্য করা।
- গান-বাদ্য শোনা এবং নাচ দেখা।
- দিনের উপরে দুনিয়াকে প্রাধান্য দেওয়া।
- মহিলাগণ বেপর্দায় চলাফেরা করা।
- গীবত করা।
- গীবত শোনা।
- অন্যের দোষ-ত্রুটি অনুসন্ধান করা।
- কাহারো প্রতি খারাপ আচরণ করা।
- চুগলখোরি বা কুটনামি করা।
- আমানতের খিয়ানত করা।
- প্রাপ্য আদায় কার্পণ্য করা।
- চুরি করা।
- ইলম অনুযায়ী আমল না করা।
- আত্মীয়তা ছিন্ন করা।
- লোকের সামনে সতর খুলা।
- অন্যের সতর দেখা।
- অপরের ঘরে উঁকি দিয়ে দেখা।
- অনুমতি ব্যতীত অন্যের ঘরে প্রবেশ করা।
- মুসলমানকে কাফের বলা।
- বিনা প্রমাণে কাহাকেও তুহমত দেওয়া।
- কাফেরদের চাল-চলন রীতিনীতি পছন্দ করা।
- জ্যোতিষী কথা বিশ্বাস করা।
- জুয়াখেলা (জোয়ার পরিবর্তিত বর্তমান নাম প্রচলিত লটারি)।
- সুদ খাওয়া।
- ঘুষ নেওয়া।
- মাপে কম-বেশি করা।
- ইয়াতিমের মাল খাওয়া।
- পিতা-মাতার অবাধ্য হওয়া বা কষ্ট দেওয়া।
- লুঙ্গি পায়জামা ইত্যাদি গর্ভ করিয়া টাকনুর নিচে পরিধান করা।
- ঝগড়া – কলহ ও মারপিট করা।
- সগিরা গুনাহ কে বারবার করিতে থাকা।
- যে কোনো সগিরা গুনাহকে সাধারণ মনে করা।
- খাদ্যদ্রব্যকে মন্দ বা সমালোচনা করা।
- আত্মহত্যা করা (নিজের শরীরের কোন অঙ্গ ধ্বংস করা আত্মহত্যা অপেক্ষা অধিক বড় গুনাহ।
- আমিরের সাথে বিশ্বাস ঘাতকতা করা।
- কোন প্রাণী আগুনে জ্বালিয়ে ফেলা।
- হারাম ও পাপ কাজে সাহায্য করা।
- দায়ূসী করা অর্থাৎ অধীনস্থ লোকদেরকে হারাম কাজে লিপ্ত করা বা তাহাতে রাজি করা।
- প্রিয় জনের মৃত্যুতে বিলাপ করিয়া কাঁদা।
- দান করিয়া খোঁটা বা তুলনা দিয়ে মনে কষ্ট দেওয়া।
- ক্ষমতা থাকা সত্বেও অসৎ কাজে বাধা প্রদান না করা।
- আল্লাহ তা’আলার আজাব হইতে নির্ভয় ও তাঁহার রহমত হইতে নৈরাশ হওয়া।
- কাহারো জানমাল বা সম্মানহানি করা।
- হাসি-ঠাট্টা করিয়া কাহাকেও অপমানিত করা।
- ভ্রান্ত মতবাদের দিকে মানুষকে ডাকা।
- তলোয়ার ,চাকু ইত্যাদির দ্বারা অন্যায় ভাবে মারিবার জন্য কোন মুসলমানের প্রতি ইঙ্গিত করা।
- হেরেম শরীফে যে কোনো গুনাহের কাজ করা।
- ডাকাতি করা।
- রাসুলুল্লাহ (সাঃ)-র প্রতি ইচ্ছাকৃতভাবে অসৎআরোপ করা।
- কোন সাহাবা (রাঃ) -কে মন্দ বলা।
- হযরত আলী (রাঃ) -কে হযরত আবু বক্কর সিদ্দীক (রাঃ) অপেক্ষা শ্রেষ্ঠ মনে করা।
- জাদু শিক্ষা করা শিক্ষা দেওয়া এবং জাদু করা।
- কোরআন শরীফ পড়িয়া ভুলিয়া যাওয়া।
- যিহার অর্থাৎ স্ত্রীকে মা- বোন বা মাহরামের সাথে তুলনা করা।
- কাহারো অঙ্গচ্ছেদ করা।
- মৃত জন্তুর গোশত খাওয়া।
- শূকরের মাংস খাওয়া।
- পুরুষদেরকে খাসি ও মেয়েদেরকে বন্ধ করা।
- একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে সমবন্টন ও সমতা বজায় না রাখা।
- সম্পদের অপচয় করা।
- গায়রে মাহরাম স্ত্রীলোকের সাথে নির্জনে বা একত্রে থাকা।
- হায়েজ -নেফাছ অবস্থায় স্ত্রী সঙ্গম করা।
- যিনা করা।
- হস্তমৈথুন করা।
- পায়ু মৈথুন করা।
- সম মৈথুন করা।
- পশুর সাথে যৌন সঙ্গম করা।