كبيره শব্দটি একবচন বহুবচনে كبائر . এর আভিধানিক অর্থ হলো,
- পরিমাণে বড়।
- আকৃতিতে বড়।
- ওজনে ভারী।
- কঠিন অপরাধ ইত্যাদি।
সংজ্ঞা :- যে সব গুনাহ সম্পর্কে কুরআন -হাদিসে সরাসরি জাহান্নাম বা আযাবের কথা বর্ণনা করা হয়েছে অথবা ধমকি এসেছে সেগুলোকে কবিরা গুনাহ বলে।
কবিরা গুনাহের তালিকা
- মিথ্যা কথা বলা।
- মানুষ হত্যা করা।
- ওয়াদা ভঙ্গ করা।
- সত্য সাক্ষ্য গোপন করা।
- অন্যায় বিচার করা।
- জুলুম অত্যাচার করা।
- গান-বাদ্য ও নিত্য করা।
- গান-বাদ্য শোনা এবং নাচ দেখা।
- দিনের উপরে দুনিয়াকে প্রাধান্য দেওয়া।
- মহিলাগণ বেপর্দায় চলাফেরা করা।
- গীবত করা।
- গীবত শোনা।
- অন্যের দোষ-ত্রুটি অনুসন্ধান করা।
- কাহারো প্রতি খারাপ আচরণ করা।
- চুগলখোরি বা কুটনামি করা।
- আমানতের খিয়ানত করা।
- প্রাপ্য আদায় কার্পণ্য করা।
- চুরি করা।
- ইলম অনুযায়ী আমল না করা।
- আত্মীয়তা ছিন্ন করা।
- লোকের সামনে সতর খুলা।
- অন্যের সতর দেখা।
- অপরের ঘরে উঁকি দিয়ে দেখা।
- অনুমতি ব্যতীত অন্যের ঘরে প্রবেশ করা।
- মুসলমানকে কাফের বলা।
- বিনা প্রমাণে কাহাকেও তুহমত দেওয়া।
- কাফেরদের চাল-চলন রীতিনীতি পছন্দ করা।
- জ্যোতিষী কথা বিশ্বাস করা।
- জুয়াখেলা (জোয়ার পরিবর্তিত বর্তমান নাম প্রচলিত লটারি)।
- সুদ খাওয়া।
- ঘুষ নেওয়া।
- মাপে কম-বেশি করা।
- ইয়াতিমের মাল খাওয়া।
- পিতা-মাতার অবাধ্য হওয়া বা কষ্ট দেওয়া।
- লুঙ্গি পায়জামা ইত্যাদি গর্ভ করিয়া টাকনুর নিচে পরিধান করা।
- ঝগড়া – কলহ ও মারপিট করা।
- সগিরা গুনাহ কে বারবার করিতে থাকা।
- যে কোনো সগিরা গুনাহকে সাধারণ মনে করা।
- খাদ্যদ্রব্যকে মন্দ বা সমালোচনা করা।
- আত্মহত্যা করা (নিজের শরীরের কোন অঙ্গ ধ্বংস করা আত্মহত্যা অপেক্ষা অধিক বড় গুনাহ।
- আমিরের সাথে বিশ্বাস ঘাতকতা করা।
- কোন প্রাণী আগুনে জ্বালিয়ে ফেলা।
- হারাম ও পাপ কাজে সাহায্য করা।
- দায়ূসী করা অর্থাৎ অধীনস্থ লোকদেরকে হারাম কাজে লিপ্ত করা বা তাহাতে রাজি করা।
- প্রিয় জনের মৃত্যুতে বিলাপ করিয়া কাঁদা।
- দান করিয়া খোঁটা বা তুলনা দিয়ে মনে কষ্ট দেওয়া।
- ক্ষমতা থাকা সত্বেও অসৎ কাজে বাধা প্রদান না করা।
- আল্লাহ তা’আলার আজাব হইতে নির্ভয় ও তাঁহার রহমত হইতে নৈরাশ হওয়া।
- কাহারো জানমাল বা সম্মানহানি করা।
- হাসি-ঠাট্টা করিয়া কাহাকেও অপমানিত করা।
- ভ্রান্ত মতবাদের দিকে মানুষকে ডাকা।
- তলোয়ার ,চাকু ইত্যাদির দ্বারা অন্যায় ভাবে মারিবার জন্য কোন মুসলমানের প্রতি ইঙ্গিত করা।
- হেরেম শরীফে যে কোনো গুনাহের কাজ করা।
- ডাকাতি করা।
- রাসুলুল্লাহ (সাঃ)-র প্রতি ইচ্ছাকৃতভাবে অসৎআরোপ করা।
- কোন সাহাবা (রাঃ) -কে মন্দ বলা।
- হযরত আলী (রাঃ) -কে হযরত আবু বক্কর সিদ্দীক (রাঃ) অপেক্ষা শ্রেষ্ঠ মনে করা।
- জাদু শিক্ষা করা শিক্ষা দেওয়া এবং জাদু করা।
- কোরআন শরীফ পড়িয়া ভুলিয়া যাওয়া।
- যিহার অর্থাৎ স্ত্রীকে মা- বোন বা মাহরামের সাথে তুলনা করা।
- কাহারো অঙ্গচ্ছেদ করা।
- মৃত জন্তুর গোশত খাওয়া।
- শূকরের মাংস খাওয়া।
- পুরুষদেরকে খাসি ও মেয়েদেরকে বন্ধ করা।
- একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে সমবন্টন ও সমতা বজায় না রাখা।
- সম্পদের অপচয় করা।
- গায়রে মাহরাম স্ত্রীলোকের সাথে নির্জনে বা একত্রে থাকা।
- হায়েজ -নেফাছ অবস্থায় স্ত্রী সঙ্গম করা।
- যিনা করা।
- হস্তমৈথুন করা।
- পায়ু মৈথুন করা।
- সম মৈথুন করা।
- পশুর সাথে যৌন সঙ্গম করা।
কবিরা গুনাহ কি? সংজ্ঞা, গুনাহের তালিকা-PDF
ফাইল সাইজ: 150 KB | ফরম্যাট: PDF
আপনার ফাইল প্রস্তুত হচ্ছে… অপেক্ষা করুন
30 সেকেন্ড
যদি মূল লিংক কাজ না করে তবে বিকল্প লিংক ব্যবহার করুন
Need help with Study Abroad,
IELTS Preparation, অথবা
Online Degree Programs?
Explore trusted resources for students worldwide.
IELTS Preparation, অথবা
Online Degree Programs?
Explore trusted resources for students worldwide.
✔ 100% নিরাপদ ও ভাইরাস মুক্ত