মাছ – বাংলা প্রবন্ধ রচনা

উপস্থাপনা : 

বাংলাদেশ ষড়ঋতুর দেশ, নদীমাতৃক দেশ। এর বুক চিরে অসংখ্য নদনদী, শাখা নদী, উপনদী, খাল ইত্যাদি এঁকেবেঁকে বয়ে গেছে। এ সবে আছে বিভিন্ন জাতের ছোট-বড় অসংখ্য মাছ। তাই আবহমানকাল থেকে বাংলাদেশে একটা প্রবাদ প্রচলিত আছে । ‘মাছে ভাতে বাঙালি’।

ভাত যেমন বাঙালির প্রধান খাদ্য, মাছও তেমনি প্রধান ব্যঞ্জন । মাছ না হলে বাংলাদেশের মানুষের চলে না । আর মাছই স্মরণাতীতকাল থেকে বাঙালির শরীরে পুষ্টি যুগিয়ে আসছে। আমরা প্রতিদিন যেসব বস্তু খেতে থাকি তাতে মাছ এক অত্যাবশ্যক আইটেম । এখানে সামান্য কয়েকটা মাছের পরিচয় তুলে ধরা হল-

ইলিশ : 

ইলিশ রুপোর মতো চকচকে সাদা রঙের মাজারি আকারের মাছ। এরা গভীর ও লোনা পানির মাছ বলে খালেবিলে, ডোবা নালায় সর্বত্র পাওয়া যায় না। কেবল পদ্মা মেঘনা প্রভৃতি নদীতে ও সাগর মোহনায়ই ইলিশ মাছ মেলে । এ মাছ অত্যন্ত সুস্বাদু। ইলিশ আমাদের জাতীয় মাছ। এ মাছ পুকুরে চাষ করা যায় না।

আরও পড়ুন :-  পাট – বাংলা প্রবন্ধ রচনা

রুই :  

রুই আকারে বেশ বড় হয়। খেতে খুব সুস্বাদু। বর্তমানে অত্যন্ত বেশি দাম দিয়ে কিনতে হয় বলে সাধারণ মানুষ এ মাছ খেতে পারে না । এ মাছও খুব অল্প পানিতে থাকতে পারে না। তবে এটা পুকুরে চাষ করা যায় ।

কাতলা : 

এ মাছও বর্তমানে খুব বেশি দামে বিক্রয় হয়। খেতে খুব স্বাদ। রুইয়ের মতো আকারেও বেশ বড়। এ মাছ পুকুরে চাষ করা চলে । চাষও বেশ লাভজনক ।

মৃগেল : 

মৃগেল মাছ বেশ বড় হয় । পুকুরে চাষ করা যায়। এগুলো সাধারণত খালে-বিলে থাকে না বললেই চলে ।

পুঁটি : 

পুঁটি বাংলাদেশের সর্বত্র প্রচুর পরিমাণে পাওয়া যায়। এটা ছোট আকৃতির মাছ, খেতে বেশ ভালো এবং প্রোটিনসমৃদ্ধ । বাংলাদেশের নদনদী, খালবিল, পুকুর, ডোবা, নালা সর্বত্রই এ মাছ পাওয়া যায় । বলতে গেলে বর্তমানে পুঁটিই সাধারণ মানুষের মাছ। এ পুঁটি দামে সস্তা।

আরও পড়ুন :-  চা – বাংলা প্রবন্ধ রচনা

শিং ও মাগুর ঃ

শিং ও মাগুর বিষাক্ত কাঁটাওয়ালা মাছ। বাংলাদেশের সব জায়গায়ই কমবেশি এ মাছ দেখা যায়। খালবিল ও পুকুর থেকে ধরে কোন পাত্রে পানিতে জিইয়ে এসব মাছ অনেকদিন ঘরে রাখা যায় । এ মাছ খেতে খুব স্বাদ এবং খুবই পুষ্টিকর । তাই রোগীর পথ্য হিসেবে ডাক্তাররা এসব মাছ খেতে পরামর্শ দেন। অন্যান্য মাছের তুলনায় এ মাছের দামও অনেক বেশি ।

কৈ : 

কৈ বাংলাদেশের আর একটা বহুল পরিচিত মাছ। ডোবা, খালবিল, নালা, পুকুর সবখানেই এ মাছ পাওয়া যায় । খেতে খুব সুস্বাদু। আকারে ছোট, কিন্তু এর প্রাণশক্তি খুব বেশি । ঘরে পানিপূর্ণ পাত্রে অনেক দিন জিইয়ে রাখা যায় । এ মাছ কানে ভর করে চলতে পারে । এর দামও খুব বেশি ।

কাঁচকি: 

এটা খুব ছোট জাতের সুস্বাদু এবং প্রচুর প্রোটিনসমৃদ্ধ মাছ । দামেও সস্তা ।

উপসংহার : 

এসব মাছ ছাড়া আরো অনেক রকমের মাছ আছে। যেমন- শৈল, গজার, বোয়াল, পাবদা, চিংড়ি, বৈচা, মলা, বাইম ইত্যাদি । কিন্তু দুঃখজনক হলো, বাংলাদেশে মাছ দিন দিন কমে আসায় দুর্মূল্য হয়ে উঠছে। তাই মাছের উৎপাদন বৃদ্ধির জন্য আমাদের সচেষ্ট হওয়া প্রয়োজন । সরকারের উচিত, মৎস্যচাষীদেরকে আর্থিক সুবিধা প্রদানসহ প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করে মৎস চাষে উৎসাহিত করা।

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!