স্থায়ী টিস্যু সংজ্ঞা,প্রকার,বৈশিষ্ট্য।ভাজক ও স্থায়ী পার্থক্য

সংজ্ঞা : যে টিস্যু সবসময় ভাজক টিস্যু থেকে উৎপন্ন হয় এবং যাঁরা বিভাজনে অক্ষম তাকেই স্থায়ী টিস্যু বলে। 

অবস্থান : ভাজক টিস্যু ব্যতিত অন্য সব স্থানে এরা অবস্থান করে।

স্থায়ী টিস্যুর প্রকারভেদ : 

স্থায়ী টিস্যু তিন প্রকার। যথা -

  • (১) সরল টিস্যু(Simple Tissue)
  • (২) জটিল টিস্যু(Complex Tissue)
  • (৩) রক্ষণ টিস্যু(Secretory Tissue)

সরল টিস্যু(Simple Tissue) : সরল টিস্যু তিন প্রকার। যথা -

  • (১) প্যারেনকাইমা (Parenchyma)
  • (২) কোলেনকাইমা (Collenchyma)
  • (৩) স্ক্লেরেনকাইমা (Sclerenchyma)

জটিল কলা (Complex Tissue) : জটিল কলা দু'প্রকার। যথা -

  • (১) জাইলেম (Xylem)
  • (২) ফ্লোয়েম (Pholem)

আরও পড়ুন :- ভাজক টিস্যু কাকে বলে ও কত প্রকার।ভাজক টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ

স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য :

  • (১) এ টিস্যুর কোষগুলো বিভাজন ক্ষমতাহীন ।
  • (২) কোষগুলো পূর্ণভাবে বিকশিত ও সঠিক আকৃতি প্রাপ্ত । 
  • (৩) কোষ প্রাচীর অপেক্ষাকৃত পুরু ।
  • (৪) নিউক্লিয়াস অপেক্ষাকৃত ছোট ও সাইটোপ্লাজম কম ।
  • (৫) সাধারণত কোষে কোষগহ্বর থাকে ।
  • (৬) আন্তকোষীয় ফাঁক থাকতে পারে।

ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যুর পার্থক্য:-

ভাজক টিস্যু স্থায়ী টিস্যু
১. কোষগুলি বিভাজনে সক্ষম, নিউক্লিয়াস বড় । ১. কোষগুলি বিভাজনে অক্ষম, নিউক্লিয়াস ছোট ।
২. ভাজক কলা উদ্ভিদ দেহের কোষের সংখ্যা বৃদ্ধি ঘটায় । ২. কোষ পরিণতির মাধ্যমে উদ্ভিদ দেহের বৃদ্ধিতে সহায়তা করে। কোষের সংখ্যা বৃদ্ধি হয় না ।
৩. ভ্রূণাবস্থাতেই ইহাদের উৎপত্তি ঘটে, তাই আদিকলা গৌণ ভাজক কলা স্থায়ী কলা হইতে উৎপন্ন হয়। ৩. ভাজক কলা হইতে ইহারা উৎপত্তি লাভ করে কাজেই গৌণ কলা ।
৪. ইহা অপরিণত কোষ দ্বারা গঠিত । ৪. ইহা পরিণত কোষ দ্বারা গঠিত ।
৫. কোষগুলির আকার ও গঠন নির্দিষ্ট নয়। ৫. কোষগুলির গঠন ও আকার নির্দিষ্ট ।
৬. যান্ত্রিক কার্যে বিশেষ কোন সহায়তা করে না । ৬. যান্ত্রিক কার্যে দৃঢ়তা প্রদান করে ।
৭. খাদ্যোৎপাদন, সঞ্চয় ও পরিবহনের সহিত বিশেষভাবে সংশ্লিষ্ট নয় । ৭. খাদ্যোৎপাদন, সঞ্চয়, পরিবহন ও দৃঢ়তা প্রদানই ইহাদের প্রধান কাজ ।
৮. এ টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁক ও কোষ গহ্বর থাকে না । ৮. এ টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁক ও কোষ গহবর থাকে।

Post a Comment

0 Comments