আল্লাহ মহান
আব্বু,
সালাম নিও। আশা করি ভালো আছ। বাড়ি থেকে এসে তোমাকে চিঠি লিখতে একটু দেরি হলো। গত সপ্তাহে আমাদের ফল প্রকাশিত হয়েছে। তুমি জেনে খুবই খুশি হবে, আমি এ পরীক্ষায় সকল বিষয়ে ক্লাসের সর্বোচ্চ নম্বর পেয়েছি। নতুন ক্লাসের জন্য কয়েকটি বই কিনতে হবে। চিঠি পাওয়া মাত্র ৫০০ টাকা পাঠিয়ে দিলে বই কিনে নিতে পারব। আমার জন্য তুমি চিন্তা করো না। ছুটি পেলেই বাড়িতে আসব । ‘ আম্মাকেও আমার সালাম দিও। আমার জন্য দোয়া করো ।
প্রেরক জাহিদ কেরানীগঞ্জ ঢাকা |
ডাকটিকেট
প্রাপক
রাশেদ আলী
সখিপুর
টাঙ্গাইল |
আরও পড়ুন :- বনভোজনের অভিজ্ঞতার বর্ণনা জানিয়ে বন্ধুকে পত্র- ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণী
এই পত্রের অন্য আরেকটি প্রতিলিপন
প্রিয় বাবা,
আমার সালাম নিবেন। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। গতকাল আপনার চিঠি পেয়েছি। আপনি শুনে খুশি হবেন যে, আমি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছি। আগামী ১৫ জানুয়ারি থেকে আমাদের নিয়মিত ক্লাস চলবে। ক্লাস আরম্ভ হওয়ার পূর্বেই নতুন বই ও ড্রেস কিনতে হবে। প্রথম স্থান ধরে রাখতে হলে আমাকে বছরের প্রথম থেকেই ভালোভাবে লেখাপড়া করতে হবে। তাই আমার পত্র পাওয়া মাত্র অতি তাড়াতাড়ি বই ও ড্রেস কেনার জন্য ২,০০০ (দুই হাজার) টাকা পাঠিয়ে দিবেন।
আমি ভালো আছি। আপনার ও মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইল ।
প্রেরক আনোয়ার হবিগঞ্জ সিলেট |
ডাকটিকেট
প্রাপক
রফিক উদ্দিন
মুরাদনগর
কুমিল্লা |
আপনার পছন্দ হতে পারে এমন আরও পোস্টের তালিকা
চিত্র প্রদর্শনী দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে একটি – পত্র
পত্র অর্থ কি?চিঠি বা পত্র লেখার নিয়ম বাংলা, লিখন পদ্ধতি-pdf