প্রাদি,নিত্য,সুপসুপা সমাস।সমস্যমান পদ ও ব্যাসবাক্য,সংজ্ঞা সহ উদাহরণ

প্রাদি সমাস : প্র, প্রতি, অনু প্রভৃতি অব্যয়ের সঙ্গে যদি কৃৎ প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস হয়, তবে তাকে প্রাদি সমাস বলে। 

(toc) Table Of Contens

প্রাদি সমাসের উদাহরণ : 

  • প্র (প্রকৃষ্ট) যে ভাত = প্রভাত
  • বস্তু থেকে উৎখাত = উদ্বাস্তু
  • উৎ (অতিক্রান্ত) সর্গ যা = উৎসর্গ
  • সু (শোভন) হৃদয় যার = সুহৃদয়
  • প্র (প্রকৃষ্ট) যে ভাব = প্রভাব
  • প্র যে বচন = প্রবচন
  • পরি যে ভ্রমণ = পরিভ্রমণ
  • শৃঙ্খল থেকে অতিক্রান্ত = উচ্ছৃঙ্খল
  • অভিগত মুখ = অভিমুখ
  • উদগত নিদ্ৰা = উন্নিদ্র 
  • উদগত কেন্দ্র = উৎকেন্দ্র
  • উদগত শৃঙ্খলকে = উচ্ছৃঙ্খল
  • উদগত বেলাকে = উদ্বেল
  • কু (কুৎসিত) পুরুষ = কাপুরুষ
  • (প্র) প্রকৃষ্ট ভাত (জ্যোতি) = প্রভাত
  • প্ৰ (প্ৰকৃষ্ট) গতি = প্রগতি

নিত্য সমাস :

নিত্য সমাস : যে সমাসে সমস্যমান পদগুলো সর্বদা সমাসবদ্ধ থাকে, তাকে নিত্য সমাস বলে। এ সমাসে সমাস নির্ণয়ে ব্যাসবাক্যের দরকার হয় না। ব্যাসবাক্যের স্থলে শুধুমাত্র অর্থ প্রকাশ করা যায় । 

নিত্য সমাসের উদাহরণ : 

  • অন্য গ্রাম =  গ্রামান্তর
  • কেবল দর্শন = দর্শনমাত্র
  • অন্য হস্ত = হস্তান্তর
  • অন্য দেশ = দেশান্তর
  • অন্য বিষয় = বিষয়াত্তর
  • সমস্ত গ্রাম = গ্রামশুদ্ধ
  • বেলাকে অতিক্রান্ত = উদ্বেল
  • একটি কাপড় = কাপড়খানা

আরও পড়ুন : দ্বিগু ও অব্যয়ীভাব সমাস কাকে বলে? উদাহরণ সহ বিস্তারিত

সুপসুপা সমাস :

সুপসুপা বা সহসুপা সমাস : সুপ অর্থ বিভক্তি। অর্থাৎ বিভক্তিযুক্ত একটি নামপদের সাথে বিভক্তিযুক্ত আরেকটি পদের সমাস হলে, তাকে সুপসুপা বা সহস্রপা সমাস বলে। 

সুপসুপা সমাসের উদাহরণ : 

  • রাত্রির মধ্য = মধ্যরাত
  • রাত্রির পূর্ব = পূর্বরাত
  • পর রাত্র = পররাত্র 
  • পরম পূজ্য  = পরমপূজ্য 
  • পূর্বে ভূত = ভূতপূর্ব 

সমস্যমান পদ, ব্যাসবাক্য, সমস্ত পদ :

সমস্যমান পদ : যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেককে সমস্যমান পদ বলে। যেমন- সিংহ চিহ্নিত যে আসন = সিংহাসন। এখানে সিংহ, আসন এগুলো সমস্যমান পদ ।

ব্যাসবাক্য : সমস্ত পদ বা সমাসবদ্ধ পদের অর্থ বোঝানোর জন্য পদটিকে ব্যাখ্যা বা বিশ্লেষণ করলে যে বাক্যটি তৈরি হয় তাকে ব্যাসবাক্য বলে । যেমন- বালিকাদের বিদ্যালয় = বালিকা বিদ্যালয়। এখানে ‘বালিকাদের বিদ্যালয়’ অংশটি ব্যাসবাক্য।

সমস্ত পদ : একাধিক পদ মিলে সমাস হিসেবে যে পদটি গঠিত হয়, তাকে সমস্ত পদ বলে। যেমন- ভাইয়ের পো = ভাইপো। এখানে ‘ভাইপো’ পদটি সমস্ত পদ ৷

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!