ইবাদত,আকাইদ,আখলাকে যামিমাহ ,আল্লাহর সৃষ্টি সম্পর্কে: ১০টি বাক্য

প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকের পোস্ট থেকে আমরা  ইবাদত, আকাইদ, আখলাকে যামিমাহ ও আল্লাহর সৃষ্টি সম্পর্কে ১০টি করে বাক্য শিখতে পারবো। যদি পোস্টটি পড়ে আপনার ভালো লেগে থাকে, তাহলে দয়া করে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক : 

ইবাদত সম্পর্কে ১০টি বাক্য :

  • ইবাদত শব্দটি আরবি শব্দ। এর অর্থ হলো দাসত্ব, বন্দেগি, উপাসনা, ভক্তি ইত্যাদি। 
  • আল্লাহ তায়ালা ও তার রাসূলের নির্দেশমতো সব কাজ করাকে ইবাদত বলে।
  • ইবাদত প্রধানত ২প্রকার। ১. হাক্কুল্লাহ্  ২. হাক্কুল ইবাদ।
  • ইবাদতের মুল লক্ষ হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন।
  • নামাজ পড়া, কোরআন পড়া, রোযা রাখা। মূলত আল্লাহর রাজি খুশির জন্য ভালো কাজ করাই হলো ইবাদাত।  
  • ইবাদত বন্দেগি ছাড়া কখনো আল্লাহর নৈকট্য লাভ করা যায় না।
  • মানব এবং জিন জাতি একমাত্র আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। 
  • রোগীর সেবা করা, সত্য কথা বলা, সবার সাথে ভালো ব্যবহার করা এগুলোও ইবাদত। 
  • ইবাদত মানুষকে দুনিয়ায় লোভ লালসা হইতে বিরত রাখে।
  • ইবাদতের মাধ্যমে মনের মধ্যে যে প্রশান্তি পাওয়া যায় অন্য কোন কাজে সেটা পাওয়া যায় না।

আরো জানুন : বাংলাদেশ,ডিজিটাল বাংলাদেশ,স্মার্ট বাংলাদেশ সম্পর্কে: ১০টি বাক্য

আকাইদ সম্পর্কে ১০টি বাক্য :

  • আকাইদ শব্দটি এসেছে আকিদা থেকে। এর অর্থ হলো : দৃঢ়বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস, আন্তরিক ইমান ইত্যাদি। 
  • ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি আন্তরিক বিশ্বাসকেই আকাইদ বলা হয়।
  • আল্লাহর একাত্ববাদে বিশ্বাস স্থাপন করা আকাইদের অন্তর্ভুক্ত। 
  • ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা আকাইদের অন্তর্ভুক্ত 
  • নবী রাসূল, আখেরাত ও তকদীরের প্রতি বিশ্বাস স্থাপন আকাইদের অংশ। 
  • ইসলামের যে মূল স্তম্ভ রয়েছে ৫টি সেগুলো আকাইদের ওপর ভিত্তি করেই নির্মিত।
  • আকাইদের সর্বপ্রধান উৎস হলো কোরআন মাজীদ এবং হাদিস শরীফ।
  • আসমানী সকল কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা আকাইদের অংশ। 
  • মুসলমানদের জীবনের আত্মীক ও নৈতিক দিক নির্ধারন করে হলো আকাইদ।
  • একজন মানুষকে আকাইদ আল্লাহর সামনে ইমানদার হিসেবে দায়িত্বশীল করে তোলে।

আরো জানুন : শীতকাল ও  শীতের সকাল সম্পর্কে : ১৫টি করে বাক্য

আখলাকে যামিমাহ সম্পর্কে ১০টি বাক্য :

  • আখলাকে যামিমাহ বলতে বোঝায় নিন্দনীয় আখলাক। যেমন: কুস্বভাব, দুশ্চরিত্র, খারাপ আভ্যাস।
  • আখলাকে যামিমাহ-র অপর নাম হলে আখলাকে সায়্যিআহ্।
  • মানুষের চরিত্রে এমন কিছু দিক রয়েছে যেগুলো অপছন্দনীয় ও নিন্দনীয় এগুলো আখলাকে যামিমাহ।
  • আখলাকে যামিমাহ হলো আখলাকে হামিদার সম্পূর্ণ বিপরীত। 
  • মিথ্যা কথা বলা আখলাকে যামিমার অন্তর্ভুক্ত। 
  • প্রতারনা করা হলো আখলাকে যামিমার অংশ। 
  • হিংসা-বিদ্বেষ,  পরনিন্দা এগুলো আখলাকে যামিমার অন্তর্ভুক্ত। 
  • মানুষের জীবনে আখলাকে যামিমাহ বিশৃঙ্খলা সৃষ্টি করে ও অসান্তি ডেকে আনে।
  • যে সকল মানুষ আখলাকে যামিমার অন্তর্ভুক্ত এদেরকে কেউ পছন্দ করেনা। 
  • এসব চরিত্রের অধিকারি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়।

আরো জানুন : পাহাড়পুর, সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগার সম্পর্কে ১০টি বাক্য 

আল্লাহর সৃষ্টি সম্পর্কে ১০টি বাক্য :

  • আসমান এবং জমিন মহান আল্লাহ সৃষ্টি করেছেন।
  • সূর্য, তারকা, চাঁদ  এ সকল কিছু মহান আল্লাহর নিদর্শন। 
  • মানুষ ও জ্বীন জাতি আল্লাহর সৃষ্টি। 
  • গাছপালা,  তরুলতা, বৃক্ষরাজি সকল কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। 
  • সাগর- মহাসাগর  আল্লাহ সৃষ্টি করেছেন। 
  • পাহাড়- পর্বত, নদীনালা, খালবিল সকল কিছু আল্লাহর সৃষ্টি।
  • এত সুন্দর একটা পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের জন্য। 
  • গাছে ফল দেয়, গরু দুধ দেয় এগুলো সব আল্লাহর নিদর্শন।
  • মানবকূল বেঁচে থাকার যেটা সবসময় প্রয়োজন সেটা হলো বাতাস। মহাল আল্লাহর সৃষ্টি। 
  • মহাল আল্লাহ হলেন দুনিয়া এবং আখেরাতের সমগ্র জাহানের মালিক।

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!