শীতকাল ও শীতের সকাল সম্পর্কে : ১৫টি করে বাক্য

বাংলাদেশ ষড়ঋতুর দেশ। শীতকাল হলো পঞ্চম ঋতু। এখানে শীতকাল ও শীতের সকাল সম্পর্কে ১৫টি করে বাক্য তৈরী করে দেখানো হয়েছে।যা শিক্ষার্থীদের অনেক উপকারে আসবে।

শীতকাল সম্পর্কে ১৫টি বাক্য : 

  • বাংলাদেশ ষড়ঋতুর দেশ। এই ষড়ঋতুু মধ্যে পঞ্চম ঋতু হলো শীতকাল। 
  • হেমন্তের পরেই শীতকাল আসে হিমশীতল কুয়াশার চাদর জড়িয়ে। পৌষ ও মাঘ এ দুমাস শীতকাল। 
  • শীতের সময় উত্তর দিক থেকে হিমেল বাতাস বয়ে বেড়ায়। ফলে প্রকৃতি বৃদ্ধের মতো জড়োসড়ো হয়ে পড়ে।
  • শীতকালে বেশ ঠান্ডা পরে। ফলে ঘুমাতে গেলে লেপ,  কম্বল ইত্যাদি মুড়ি দিয়ে ঘুমাতে হয়। 
  • শীতকালে অনেক কুয়াশা পড়ে। ফলে ভোর ও রাতের বেলা চারিদিকে কুয়াশায় ঢেকে যায়।
  • শীতকালে গ্রাম বাংলায় সকালে অনেকে খড় বা শুকনো পাতা পুড়িয়ে আগুন পোহায়।
  • শীতকালে প্রকৃতির মাঝে যেন এক রিক্ততার ভাব বিরাজ করে। গাছের পাতা ঝড়ে যায়। বৃষ্টিপাত কমে যায়।
  • শীতকালে প্রচুর শাকসবজি উৎপন্ন হয়। চাষিরা আমনধান ঘরে তোলে।
  • শীতকালে বিশেষ করে গ্রাম বাংলায় ঘরে ঘরে পিঠা- পুলি তৈরির ধুম পড়ে যায়।
  • বাংলাদেশে শীতের প্রধান উপহার হলো খেজুর রস। এছাড়াও অনেক রকমের শাকসবজি পাওয়া যায়।
  • বাংলাদেশে বনভোজন বা পিকনিকের সবচেয়ে শ্রেষ্ঠ সময় হলো এই শীতকাল। 
  • শীতকালে সমগ্র বাংলাদেশ আনন্দিত থাকে। গ্রামে-গঞ্জে পৌষ মেলসহ বিভিন্ন মেলা বসে।
  • শীতকালে বেশিরভাগ মাদরাসা মসজিদে ওয়াজ মাহফিল ও হালকায়ে যিকিরের ব্যবস্থা করা হয।
  • শীতকালে গরীব লোকেরা গরম পোশাক কিনতে না পারার কারনে তাদের অনেক কষ্ট পোহাতে হয়।
  • এছাড়া শীতকালে সর্দি- কাশি,  জ্বর, নিউমোনিয়া ইত্যাদি রোগের প্রাদুর্ভাব দেখা দেয়।
  • শীতকাল আমাদের এক অন্যতম ঋতু। খাওয়া-দাওয়া ও চলাফেরার জন্য এ ঋতু অনেক আরামদায়ক। 

আরও দেখুন : গ্রীষ্মকাল,বর্ষাকাল,শরৎকাল ও বসন্তকাল সম্পর্কে ১০টি করে বাক্য

শীতের সকাল সম্পর্কে ১৫টি বাক্য : 

  • একেক ঋতুর সকাল একেক রকম হয়। তেমনি শীতের সকাল আসে তার নিজস্ব রুপ নিয়ে।
  • কুয়াশায় চাদরে ঢাকা, প্রকৃতি কনকনে হিমেল হাওয়া প্রমান করে এটা শীতের সকাল। 
  • শীতের সকালে কনকনে শীত উপেক্ষা করে মসজিদের দিকে ছুটে চলে ধর্মপ্রান মুসলমানগন।
  • শীতের সকাল থাকে কুয়াশায় ঢাকা। কৃষকেরা লাঙল গরু নিয়ে মাঠে যায় কাঁপতে কাঁপতে। 
  • অনেকের সকালে উঠি উঠি করেও আর উঠতে ইচ্ছে করে না। গরম বিছানা হয়ে যায় অনেক আরামদায়ক। 
  • শীতের রাতে শিশির পড়ে। সকাল বেলা ঘাসের ডগায় মুক্তার মতো শিশির দেখা যায়। 
  • শীতের সকালে গ্রামে- গঞ্জের ঘরে ঘরে দেখা যায় পিঠা খাওয়ার ধুম।
  • শীতের সকালের কনকনে শীত থেকে বাঁচার জন্য মানুষ বিভিন্ন রকমের মোটা কাপর পরিধান করে। 
  • শীতের সকালে গ্রামে সবচেয়ে আকর্ষনীয় হচ্ছে খেজুরের রস। সকাল বেলা গাছ থেকে হাড়িতে করে রস পাড়া হয়। 
  • গ্রাম বাংলার মানুষেরা প্রায়ই চিড়া-মুড়ি নিয়ে শীতের সকালের রোদকে উপভোগ করতে দেখা যায়।
  • শীতের সকালে ছোট ছোট ছেলে মেয়েগুলো কাঁপতে কাঁপতে মসজিদে যায় মক্তব পড়তে।
  • শীত নিবারনের জন্য প্রয়োজনীয় পোশাক না থাকায় অনেকের জন্য শীতের সকাল অনেক কষ্টদায়ক।
  • আবার সকাল বেলা কুয়াশায় ঢাকা থাকার কারনে চলাচলে অনেক কষ্ট ভোগ করতে হয়।
  • শীতের সকালে গ্রামের মানুষজন কাঠ বা খড় সংগ্রহ করে আগুন পোহায়। 
  • সূর্যের আলো ছড়িয়ে পড়তেই ধীরে ধীরে কেটে যায় সকালের জড়তা।

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!