Ads Area

পাহাড়পুর, সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগার সম্পর্কে ১০টি বাক্য

পাহাড়পুর সম্পর্কে ১০টি বাক্য :

  • বাংলাদেশের ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে পাহাড়পুর অন্যতম।
  • এটি রাজশাহী বিভাগের নওগাঁ জেলার বদলগাছি থানায় অবস্থিত।
  • প্রাচীন বাংলার বৌদ্ধ ধর্মের সুদিনের স্মৃতি বুকে ধরে আছে পাহাড়পুর।
  • পাহাড়পুরে অবস্থিত বৌদ্ধবিহার এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। 
  • এটি সোমপুর বিহার নামেও পরিচিত। 
  • পাহাড়পুরের গুরুত্বপূর্ণ পত্নতাত্বিক ধ্বংসাবশেষ হলো সোমপুর বিহার। 
  • পাল রাজা ধর্মপাল এই মহাবিহারটি প্রতিষ্ঠা করেন।
  • বৌদ্ধযুগে এখানে বৌদ্ধ সন্ন্যাসীদের জন্য আশ্রম নির্মিত হয়েছিল। 
  • পাহাড়পুরের অন্যান্য নিদর্শনগুলোর মধ্যে আরো হলো স্নান ঘাট, গনেধশ্বরীর মন্দির ও সত্যপীরের ভিটা।
  • পাহাড়পুর পত্নস্থানটি বাংলার ইতিহাসের অজানা তথ্য উদঘাটনের এক মূল্যবান উৎস। 

আরও দেখুন : পাহাড়পুর, সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগার সম্পর্কে ১০টি বাক্য 

সুন্দরবন সম্পর্কে ১০টি বাক্য :

  • পৃথিবীর সবথেকে বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট বা লবনাক্ত জলাভূমির বন হলো সুন্দর বন।
  • এটি বাংলাদেশের খুলনা ও বাগেরহাট জেলার সমুদ্রতীরবর্তী অঞ্চলে অবস্থিত। 
  • সুন্দরবনের আয়তন প্রায় ১০০০০ বর্গকিলোমিটার।
  • এ বনে রয়েছে প্রচুর পরিমাণে সুন্দরী গাছ। এজন্য একে সুন্দরবন বলা হয়।
  • সুন্দরবনের সবচেয়ে আকার্ষনীয় প্রানী হলো রয়্যাল বেঙ্গল টাইগার।
  • সুন্দরবনের ৬২শতাংশ বাংলাদেশে এবং  ৩৮ শতাংশ ভারতে অবস্থিত।
  • সুন্দরবন থেকে প্রচুর পরিমানে মধু ও কাঠ সংগ্রহ করা হয়।
  • যারা মধু সংগ্রহ করে তাদেরকে মৌয়ালি এবং যারা কাঠ সংগ্রহ করে তাদেরকে বাওয়ালি বলা হয়।
  • সুন্দরবনের ভিতরে নানা প্রজাতির জীবজন্তু ও পশুপাখি বসবাস করে।
  • সবশেষ সুন্দরবন হলো বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। 

আরও দেখুন : আমাদের বিদ্যালয়, কক্সবাজার ও নিজের(myself) সম্পর্কে ১০টি বাক্য

রয়েল বেঙ্গল টাইগার সম্পর্কে ১০টি বাক্য :

  • বাংলাদেশর জাতীয় পশু হলো রয়েল বেঙ্গল টাইগার। 
  • এটি সুন্দর বনের সবচেয়ে আকর্ষনীয় প্রানী।
  • এখনকার বন্য প্রাণীদের মধ্যে অন্যতম স্তন্যপায়ী প্রাণী হলো রয়েল বেঙ্গল টাইগার। 
  • এ প্রানীর সৌন্দর্য মনোমুগ্ধকর। এর গায়ে রয়েছে বড় বড় ডোরাকাটা দাগ।
  • এদের ওজন ১১৫ থেকে ২৮০কেজি পর্যন্ত হয়ে থাকে।
  • এদের প্রধানত শিকার হলো গরু, মহিষ, বুনো শুকর, সজারু, হরিণ ইত্যাদি। 
  • এদের প্রতিদিন মাংসের চাহিদা গড়ে ৮- থেকে ৯ কেজি।
  • রয়েল বেঙ্গল টাইগার সহজেই গরম আবহাওয়াতে নিজেকে মানিয়ে নিতে পারে 
  • এ দেশের সব বন্য প্রানীদের মধ্যে রয়েল বেঙ্গল টাইগার সর্বাধিক গুরুত্বপূর্ণ। 
  • এ প্রানীর কারনেই সুন্দরবনের বনজ সম্পদ অনেকাংশ রক্ষা পায়।

আরও দেখুন : গ্রীষ্মকাল,বর্ষাকাল,শরৎকাল ও বসন্তকাল সম্পর্কে ১০টি করে বাক্য

Post a Comment

0 Comments