প্রীতি ফুটবল ম্যাচ খেলার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত

মনে করো, তোমার নাম আরাফাত হোসেন। তুমি রাজাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়ন করো। তোমার পার্শ্ববর্তী স্কুলের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচ খেলার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো ।

৬ মার্চ, ২০২…
বরাবর,
প্রধান শিক্ষক
রাজাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
চাটখিল, নোয়াখালী ।
বিষয় : ফুটবল ম্যাচ খেলার অনুমতি প্রসঙ্গে ।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমরা পঞ্চম শ্রেণির ছাত্ররা পার্শ্ববর্তী পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রদের সাথে আগামীকাল দুপুর ২টায় প্রীতি ফুটবল ম্যাচ খেলার পরিকল্পনা করেছি ।

অতএব, মহোদয় সমীপে প্রার্থনা, আমাদেরকে প্রীতি ফুটবল ম্যাচ খেলার অনুমতি দিতে মর্জি হয়।

বিনীত নিবেদক
পঞ্চম শ্রেণির ছাত্রদের পক্ষে
আরাফাত হোসেন
রোল নং-১

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!