নিরাপদ পানির ব্যবস্থা করার জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন

মনে করো, তুমি কমল/কমলা, তুমি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র/ছাত্রী। তোমার বিদ্যালয়ে বিশুদ্ধ পানি পানের কোনো ব্যবস্থা নেই। তাই নিরাপদ পানির ব্যবস্থা করার জন্য প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লেখো।

৮ জানুয়ারি, ২০২….
বরাবর
প্রধান শিক্ষক
লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষ্মীপুর ।
বিষয়: নিরাপদ পানির ব্যবস্থা করার জন্য আবেদন ।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী । আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সব সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে। কিন্তু সম্প্রতি স্কুলের একটিমাত্র টিউবওয়েল নষ্ট হয়ে যাওয়ায় আমরা নিরাপদ পানি পান করতে পারছি না। সারা দিন পানি না খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। সুতরাং খুব দ্রুত একটি নলকূপ স্থাপন করা প্রয়োজন ।

অতএব, আপনার কাছে বিনীত প্রার্থনা, আমাদের সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে নিরাপদ পানির ব্যবস্থা করতে নলকূপ স্থাপনে আপনার একান্ত মর্জি হয় ।

বিনীত নিবেদক
সকল শ্রেণির শিক্ষার্থীদের পক্ষে
জাকিয়া সুলতানা সাথি
পঞ্চম শ্রেণি, রোল নং-৮

আরও দেখুন : লাইব্রেরিতে প্রয়োজনীয় বই সরবরাহের জন্য আবেদন

মনে কর, তুমি সাথী/ সৈকত। তুমি লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র/ছাত্রী। তোমার শ্রেণি রোল ৮। তোমার বিদ্যালয়ে নিরাপদ পানির অভাব। নিরাপদ পানির ব্যবস্থা করার আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র লেখ ।

২৬ জানুয়ারি, ২০২…
বরাবর
প্রধান শিক্ষক
লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
বিষয় : নিরাপদ পানির ব্যবস্থা করার জন্য আবেদন।

জনাব,
আমরা আপনার বিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী। দীর্ঘদিন যাবৎ নিরাপদ পানির অভাবে আমরা কষ্ট পাচ্ছি। প্রায়ই আমাদের পানিবাহিত রোগে অসুস্থ হতে হয়। এতে আমাদের স্বাস্থ্য ও লেখাপড়ার ভীষণ ক্ষতি হচ্ছে।

অতএব, বিনীত নিবেদন এই যে, শীঘ্রই বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন।

নিবেদক,
বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে
সৈকত
শ্রেণি : পঞ্চম
রোল : ৮

আরও দেখুন : বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন (ক্লাস ৩ থেকে কলেজ-মাদ্রাসা)

তোমার স্কুলে সুপেয় পানির ব্যবস্থা করার জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র লেখো ।

১০ই ফেব্রুয়ারি ২০২….
বরাবর,
প্রধান শিক্ষক
যশোর জিলা স্কুল৷
বিষয়: স্কুলে সুপেয় পানির ব্যবস্থা করার জন্য আবেদন ৷

জনাব
আমরা আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। আমাদের স্কুল এ শহরের নামকরা স্কুলের মধ্যে অন্যতম। আমাদের স্কুলে প্রায় দেড় হাজার ছাত্র নিয়মিত অধ্যায়নরত । আমাদের স্কুলে মাত্র একটি টিউবয়েল আছে। কিন্তু সেটি নষ্ট হয়ে পড়ে রয়েছে। এ অবস্থায় কোনো উপায় না থাকায় শিক্ষার্থীরা স্কুলের বাইরের আশপাশের এলাকা থেকে পানি সংগ্রহ করে এবং এসব পানি ব্যবহার করায় তারা কলেরা, টাইফয়েডসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে।

এমতাবস্থায় আপনার কাছে আমাদের আকুল আবেদন, আপনি আমাদের স্কুলে সুপেয় পানি সরবরাহের জন্যে একটি টিউবয়েল স্থাপনের ব্যবস্থা করুন।

নিবেদক
৭ম শ্রেণির শিক্ষার্থীদের পক্ষে
শামীম রহমান (ক্রমিক-১)
আবুল হোসেন (ক্রমিক-৩)
সেলিম চৌধুরী (ক্রমিক-৭ )

আরও দেখুন : প্রীতি ফুটবল ম্যাচ খেলার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment