সহকারী শিক্ষক নিয়োগ আবেদন পত্র(স্কুল ও মাদ্রাসা)

নিজের যোগ্যতা সম্পর্কে প্রাসঙ্গিক তথ্যাবলি দিয়ে একটি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক/সহকারী বিজ্ঞান শিক্ষক পদে নিয়োগের জন্য একটি আবেদনপত্র লেখ ।

১০ই মে ২০২..ইং
বরাবর
প্রধান শিক্ষক
উচ্চবিদ্যালয় ।
কালুখালী, রাজবাড়ি ।
বিষয় : সহকারী শিক্ষক/সহকারী বিজ্ঞান শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন ।

জনাব
যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে, গত ৮ই মে ২০১৯ তারিখে ‘দৈনিক কালের কণ্ঠ’-এ প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, আপনার প্রতিষ্ঠানে দুজন সহকারী শিক্ষক/সহকারী বিজ্ঞান শিক্ষক নিয়োগ দেওয়া হবে । উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আমার জীবনবৃত্তান্ত নিচে উপস্থাপন করা হলো :

নাম : মো : বাহারুল ইসলাম
পিতার নাম : মো : আরশেদ আলী
মাতার নাম : হেনা বেগম
বর্তমান ঠিকানা : গ্রাম : কালিবাড়ি, পো. + উপজেলা : কালুখালী, জেলা : রাজবাড়ি
স্থায়ী ঠিকানা : ঐ
জাতীয়তা : বাংলাদেশি
জন্ম তারিখ : ২২শে জুলাই ১৯৯১
ধর্ম : ইসলাম
বৈবাহিক অবস্থা : বিবাহিত
মোবাইল/ফোন নম্বর : +৮৮০১………
ই-মেইল : ………..@……….com
শিক্ষাগত যোগ্যতা :
পরীক্ষার নাম শাখা পাসের বছর প্রাপ্ত গ্রেড/শ্রেণি বোর্ড/বিশ্ববিদ্যালয়
এসএসসি বিজ্ঞান ২০০৬ ‘এ’ গ্রেড ঢাকা
এইচএসসি বিজ্ঞান ২০০৮ ‘এ’ গ্রেড ঢাকা
বিএসসি (পাস কোর্স) বিজ্ঞান ২০১১ দ্বিতীয় শ্রেণি ঢাকা বিশ্ববিদ্যালয়
এমএসসি রসায়ন বিদ্যা ২০১৩ প্রথম শ্রেণি ঢাকা বিশ্ববিদ্যালয়
অভিজ্ঞতা : একটি উচ্চবিদ্যালয়ে ৬ মাস যাবৎ সহকারী বিজ্ঞান শিক্ষক হিসেবে কর্মরত ।

অতএব জনাবের সমীপে নিবেদন, উপরিউক্ত যোগ্যতা ও অভিজ্ঞতার আলোকে আমাকে উক্ত পদে নিয়োগ দেওয়া হলে আমি আমার দায়িত্ব সুচারুরূপে পালন করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখতে সচেষ্ট হব ।
নিবেদক
মো : বাহারুল ইসলাম
কালুখালী, রাজবাড়ি ।

সংযুক্তি
১. পরীক্ষার সনদের সত্যায়িত ফটোকপি ।
২. প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি ।
৩. অভিজ্ঞতার সনদের ফটোকপি ।
৪. প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদ ।
৫. সদ্যতোলা পাসপোর্ট আকারের তিন কপি ছবি ।

আরও দেখুন : প্রভাষক পদে নিয়োগের জন্য আবেদন পত্র

কোন মাদ্রাসায় প্রভাষক/সহকারী শিক্ষকের শূন্য পদে পার্থীরুপে মাদ্রাসা অধ্যক্ষের নিকট একখানি আবেদন পত্র লিখ :

তারিখ : ০৭জানুয়ারি ২০২…ইং
বরাবর
অধ্যক্ষ সাহেব
মিসবাহুল উলুম কামিল মাদরাসা, ঢাকা।
বিষয় : প্রভাষক/সহকারী শিক্ষক পদে নিয়োগের নিমিত্ত আবেদন ৷

জনাব,
যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে, বিগত ২০ ডিসেম্বর ২০২…তারিখে দৈনিক নয়াদিগন্ত’ পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, মিসবাহুল উলুম কামিল মাদরাসায় অনতিবিলম্বে একজন প্রভাষক/সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। আমি উল্লিখিত পদের জন্য একজন প্রার্থী হিসেবে আমার জীবনবৃত্তান্তের একটি বিবরণী আপনার সহৃদয় বিবেচনার জন্য প্রদত্ত হলো-

নাম : মোহাম্মদ গোলাম জাকারিয়া
পিতার নাম : মো: জালাল আহমদ
মাতার নাম : নূর জাহান বেগম
বর্তমান ঠিকানা : গ্রাম- আলামপুর, ডাকঘর- সিলোনীয়া বাজার, থানা- দাগনভূঁঞা, জিলা- ফেনী।
স্থায়ী ঠিকানা : ঐ
জেলা : গাজীপুর
জন্ম তারিখ : ১ জানুয়ারি, ১৯৮৫
জাতীয়তা : বাংলাদেশি
ধর্ম : ইসলাম
বৈবাহিক অবস্থা : বিবাহিত
শিক্ষাগত যোগ্যতা :
পরীক্ষার নাম ফলাফল পাসের বছর প্রাপ্ত গ্রেড/বিভাগ বোর্ড/বিশ্ববিদ্যালয়
দাখিল প্রথম ১৯৯৯ মানবিক মাদরাসা
আলিম প্রথম ২০০৬ (অনুষ্ঠিত ২০০৮) মানবিক মাদরাসা
বি এ (অনার্স) দ্বিতীয় ২০০৭ (অনুষ্ঠিত ২০১০) বাংলা জাতীয় বিশ্ববিদ্যালয়
এম এ দ্বিতীয় ২০১২ বাংলা জাতীয় বিশ্ববিদ্যালয়
শিক্ষক নিবন্ধন পাশ ২০০৯ প্রভাষক (বাংলা) NTRCA
অভিজ্ঞতা : বিগত ১/১২/২০১০ ইং থেকে ১৫/১২/২০১১ ইং পর্যন্ত বাদশাহ ফাহাদ কলেজে, প্রভাষক (বাংলা) পদে কর্মরত ছিলাম। বর্তমানে আল ফাতাহ পাবলিকেশন্সে এক্সিকিউটিভ/ লেখক ও সম্পাদক (গবেষণা ও উন্নয়ন বিভাগ) পদে কর্মরত আছি।

অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন, উপরিউক্ত তথ্যের নিরিখে আমাকে প্রার্থিত পদে নিয়োগদানের ব্যবস্থা করতে আপনার একান্ত মর্জি হয় ।
আপনার বিশ্বস্ত
মোহাম্মদ গোলাম জাকারিয়া

সংযুক্তি :
১. সকল পরীক্ষার সত্যায়িত সনদপত্রের অনুলিপি ।
২. প্রথম শ্রেণির গেজেটেড অফিসার প্রদত্ত চারিত্রিক সনদপত্র ।
৩. অভিজ্ঞতার সনদপত্র।
৪. সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি।

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!