সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিস সহকারী পদের জন্য তোমার যোগ্যতার বিবরণ দিয়ে একটি দরখাস্ত লেখ ।
২৮শে আগস্ট ২০২..ইং
সম্মানিত
ব্যবস্থাপনা পরিচালক
বি.আই.টি রাজশাহী ।
বিষয় : অফিস সহকারী পদে নিয়োগের জন্যে আবেদন ।
জনাব
বিনীত নিবেদন এই যে, গত ১৫/০৮/২০২… তারিখে ‘দৈনিক ইত্তেফাক’-এ প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, আপনার প্রতিষ্ঠানে কয়েকজন অফিস সহকারী নিয়োগ দেওয়া হবে । আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে সদয় বিবেচনার জন্য আমার যোগ্যতা সম্পর্কিত তথ্যাবলি নিচে উপস্থাপন করলাম :
নাম | : মো. নাজমুল ইসলাম |
পিতার নাম | : মো. রফিকুল ইসলাম |
মাতার নাম | : মোছা. রুবি বেগম |
বর্তমান ঠিকানা | : ৩০/১, মিরপুর-১২, ঢাকা । |
স্থায়ী ঠিকানা | : গ্রাম : রায়পুরা, ডাকঘর : রায়পুরা, থানা : পটিয়াদী, জেলা : নরসিংদী । |
জাতীয়তা | : বাংলাদেশি |
জন্ম তারিখ | : ২০শে জুলাই ১৯৯০ |
ধর্ম | : ইসলাম |
বৈবাহিক অবস্থা | : অবিবাহিত |
মোবাইল/ফোন নম্বর | : ০১৯৭৬XXXXXXX |
শিক্ষাগত যোগ্যতা | : |
পরীক্ষার নাম | গ্রুপ/বিষয় | পাসের বছর | প্রাপ্ত গ্রেড/শ্রেণি | বোর্ড/বিশ্ববিদ্যালয় |
---|---|---|---|---|
এসএসসি | ব্যবসায়শিক্ষা | ২০০৫ | ‘এ’ গ্রেড | রাজশাহী |
এইচএসসি | ব্যবসায়শিক্ষা | ২০০৬ | ‘এ’ গ্রেড | রাজশাহী |
বি.এ. (সম্মান) | হিসাববিজ্ঞান | ২০১২ | দ্বিতীয় বিভাগ | জাতীয় বিশ্ববিদ্যালয় |
অভিজ্ঞতা | : একটি প্রকাশনা শিল্পে হিসাবরক্ষক/অফিস সহকারী হিসেবে দুবছরের বাস্তব অভিজ্ঞতা । |
অতএব, অনুগ্রহপূর্বক উপরিউক্ত যোগ্যতা ও অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আমাকে উক্ত পদে নিয়োগ প্রদান করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি ।
বিনীত
মো. নাজমুল ইসলাম
ঢাকা
সংযুক্তি
১. পরীক্ষার মূল সনদের সত্যায়িত ফটোকপি-৩ কপি ।
২. নাগরিকত্ব সনদ, প্রশংসাপত্র ও চারিত্রিক সনদের সত্যায়িত ফটোকপি- ৩ কপি ।
৩. অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপি-১ কপি ।
৪. সত্যায়িত পাসপোর্ট সাইজ ছবি- ৩ কপি ।
হিসাবরক্ষক পদে চাকরির জন্য আবেদন পত্র
কোম্পানির চাকরির আবেদন পত্র – নমুনা সহ