আপেক্ষিক স্থিতি : সময়ের পরিবর্তনের সাথে সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোন বস্তু যদি স্বীয় স্থান পরিবর্তন না করে স্থির থাকে তবে বস্তুর এই অবস্থাকে আপেক্ষিক স্থিতি বলে।
আপেক্ষিক গতি : সময়ের পরিবর্তনের সাথে সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোন বস্তু যদি স্বীয় স্থান পরিবর্তন করে তবে বস্তুর এই অবস্থাকে আপেক্ষিক গতি বলে।
এ মহাবিশ্বের সকল স্থিতিই আপেক্ষিক সকল গতিই আপেক্ষিক ব্যাখ্যা কর ?
যখন কোন বস্তু সময়ের সঙ্গে পারিপার্শ্বিকের সাপেক্ষে স্বীয় অবস্থানের পরিবর্তন না করে তখন তার অবস্থাকে আপেক্ষিক স্থিতি বলে, আর যদি অবস্থানের পরিবর্তণ করে তখন তার গতিকে আপেক্ষিক গতি বলে। পক্ষান্তরে, গতির সম্পূর্ণ অভাবকে পরম স্থিতি এবং সম্পূর্ণ স্থির বস্তুর সাপেক্ষে অবস্থান্তর ঘটাবার নাম পরম গতি। কিন্তু বাস্তব ক্ষেত্রে পরম স্থিতি বা গতি কোনটিই সম্ভব নয়। কারণ পৃথিবী আপন কক্ষের চারদিকে আবর্তন করছে এবং প্রচণ্ড বেগে সূর্যকে প্রদক্ষিণ করছে। ফলে পৃথিবীর বক্ষে অবস্থিত গাছ-পালা, ঘর-বাড়ি, পাহাড়-পর্বত যেগুলো আমাদের নিকট স্থির মনে হয় সেগুলোও পৃথিবীর সঙ্গে ঘুরছে। প্রকৃতপক্ষে, এই মহাবিশ্বের কোন বস্তুই সম্পূর্ণ স্থির নয়। এতে প্রমাণিত হয় যে, বাস্তব ক্ষেত্রে পরম স্থিতি বা গতি কোনটিই সম্ভব নয়। কাজেই আমরা বলতে পারি যে, এই মহাবিশ্বের সকল স্থিতিই আপেক্ষিক, সকল গতিই আপেক্ষিক।
আপনার জন্য আরও রিসোর্স
স্থিতি ও গতি কাকে বলে? স্থিতি ও গতির মধ্যে পার্থক্য বিস্তারিত
ঘর্ষণ কাকে বলে?কত প্রকার।ঘর্ষণের সুবিধা ও অসুবিধা।কমানোর উপায়
বল কাকে বলে?বলের একক ও মাত্রা। বল একটি লব্ধ রাশি ব্যাখ্যা কর