হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

বাংলা বানানে য ফলা ব্যবহারের নিয়ম (৫টি)

বাংলা বানানে য ফলা ব্যবহারের নিয়ম :

১। ই বা ঈ-কারের পর ই, ঈ ভিন্ন অন্য স্বরবর্ণ থাকলে ই বা ঈ-কার স্থানে য-ফলা হয়ে থাকে। যেমন- অতি + অন্ত = অত্যন্ত, অতি + অধিক = অত্যধিক, প্রতি + উষ = প্রত্যুষ ইত্যাদি।

২। বিশেষণ পদের শেষে র-ফলা বা রেফ থাকলে এবং পদটি বিশেষণ থেকে বিশেষ্য পদে পরিণত হলে য-ফলা ব্যবহৃত হয় । যেমন- দরিদ্র > দারিদ্র্য, দীর্ঘ > দৈর্ঘ্য, বিচিত্র > বৈচিত্র্য ইত্যাদি।

৩। কতক বিশেষ্য পদে স্বভাবতই য-ফলা ব্যবহৃত হয়। যেমন- আলোচ্য, অনিন্দ্য, কার্পণ্য ইত্যাদি ।

৪ । মূল শব্দের সাথে ষ্ণ্য প্রত্যয়যোগে গঠিত সাধিত শব্দের শেষে য-ফলা ব্যবহার হয়ে থাকে। যেমন- দিতি + ষ্ণ্য = দৈত্য, সুহৃদ + ষ্ণ্য = সৌহৃদ্য ইত্যাদি।

৫। ঔচিত্য বোঝাতে পদের শেষে য-ফলা ব্যবহৃত হয়। যেমন- কর্তব্য, কাম্য, পাঠ্য, মান্য ইত্যাদি ।

শিক্ষাগার

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মাহমুদুল হাসান

শিক্ষাগত যোগ্যতা
গণিতে অনার্স ও মাস্টার্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফাজিল সম্পন্ন

গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা

বিশেষ দক্ষতা

বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা

অভিজ্ঞতা

শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে লাখো শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।

Leave a Comment