Sunset Scene (সূর্যাস্তের দৃশ্য)
The sun sets when the day is over. A sun-set offers a nice view. As the sun goes down slowly in the western sky, it then looks like a red ball of fire. It sheds red light and everything in the western horizon looks reddish. The patches of cloud along the sky look pink and gold. The reddish ray falls on the surface of the river and the water takes golden hue. It gives us the most enjoyable sight. Birds fly to their nests. The cowboys drive their cattle home. Gradually the dark comes down over the whole earth and everything melts into deep darknes of the night.
অনুবাদ : যখন দিন শেষ হয়, সূর্যটা ডুবে যায়। সূর্যাস্ত সুন্দর দৃশ্য উপহার দেয়। যখন সূর্যটা ধীরে ধীরে পশ্চিমাকাশে নিচের দিকে যেতে থাকে, তখন এটাকে আগুনের লাল বলের মতো দেখায়। এটা লাল আলো ছড়ায় এবং পশ্চিম গোলার্ধের সবকিছু রক্তিম (লালাভ) দেখায় । আকাশে মেঘের খণ্ডগুলো গোলাপী ও সোনালী দেখা যায়। রক্তিম আভা নদীর পানির উপরে পতিত হয় এবং পানি সোনালী আকার ধারণ করে। এটা আমাদেরকে ভীষণ উপভোগ্য দৃশ্য উপহার দেয়। পাখিরা তাদের নীড়ে উড়ে যায়। রাখাল ছেলেরা তাদের গরু-ছাগল বাড়ি নিয়ে আসে। ধীরে ধীরে সারা পৃথিবী জুড়ে অন্ধকার নেমে আসে এবং সবকিছু রাতের ঘন অন্ধকারে মিশে যায় ৷