হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

গলদা চিংড়ি ও বাগদা চিংড়ির পার্থক্য ও চিংড়ির অর্থনৈতিক গুরুত্ব

চিংড়ির অর্থনৈতিক গুরুত্ব

চিংড়ির অর্থনৈতিক গুরুত্ব নিম্নরূপ :

  • চিংড়ি একটা সুস্বাদু আমিষ জাতীয় খাদ্য।
  • চিংড়ি চাষের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন করা যায়।
  • চিংড়ি চাষের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় ।
  • মিঠাপানিতে তুলনামূলকভাবে কম খরচে চিংড়ি চাষ করে প্রচুর লাভবান হওয়া যায় ।
  • সর্বোপরি, সুপরিকল্পিতভাবে বিজ্ঞানসম্মত উপায়ে চিংড়ি চাষ অত্যন্ত লাভজনক ।

গলদা চিংড়ি ও বাগদা চিংড়ির পার্থক্য

গলদা চিংড়ি বাগদা চিংড়ি
১। প্রধানত মিঠাপানির চিংড়ি, তবে অল্প লোনা পানিতেও পাওয়া যায় । ১। প্রধানত সামুদ্রিক তথা লোনা পানির চিংড়ি, তবে প্রজনন ঋততে অল্প লোনা পানিতে আসে ।
২। এদের দেহের বর্ণ স্বচ্ছ, সাদাটে বা নীলাভ । ২। এদের দেহ বাঘের মত লালচে বাদামি, আড়াআড়ি ডোরা থাকে ।
৩। এদের দেহ প্রস্থচ্ছেদ কিছুটা গোলাকার । ৩। দেহ পার্শ্বীয়ভাবে চ্যাপ্টা।
৪। এদের দেহকে সম্পূর্ণ বাঁকানো যায়। ৪। এদের দেহকে সম্পূর্ণভাবে বাঁকানো যায় না ।
৫। চলন পদের প্রথম দুই জোড়ায় চিমটা থাকে । ৫। চলন পদের প্রথম তিন জোড়ায় চিমটা থাকে ।
শিক্ষাগার

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মাহমুদুল হাসান

শিক্ষাগত যোগ্যতা
গণিতে অনার্স ও মাস্টার্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফাজিল সম্পন্ন

গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা

বিশেষ দক্ষতা

বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা

অভিজ্ঞতা

শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে লাখো শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।

Leave a Comment