হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

দাবাগত অর্থ কি? কাকে বলে। দাবাগত করার পদ্ধতি ও চামড়ার হুকুম

মহান আল্লাহ প্রতিটি বস্তুই মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন। পশুর চামড়াও তার ব্যতিক্রম নয়। আধুনিক অর্থনীতিতে চামড়া মানুষের আয়ের এক বিরাট উৎস। তাই ইসলামী শরীয়ত এ চামড়া পবিত্রকরণ ও ব্যবহারের ক্ষেত্রে বিশেষ বিধান প্রবর্তন করেছে। নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হলো।

দাবাগত এর আভিধানিক অর্থ :

دِبَاغَة শব্দটি বাবে نَصَرَ-এর মাসদার। মাদ্দাহ د – ب -غ জিনসে সহীহ । এর আভিধানিক অর্থ হচ্ছে-

  • চামড়া পাকানো ।
  • চামড়াকে ব্যবহার উপযোগী করা ।
  • চামড়া শুকিয়ে তৈরি করা ।
  • চামড়া সংস্কার করা ।
  • চামড়া পবিত্র করা ইত্যাদি ।

দাবাগত এর পারিভাষিক সংজ্ঞা :

১. পরিভাষায় কাঁচা চামড়ায় লবণ ও লবণ জাতীয় খনিজ পদার্থ এবং ঔষধ ইত্যাদি ব্যবহারপূর্বক রোদে শুকিয়ে ব্যবহার উপযোগী করে তোলাকে দাবাগত বলা হয় ।

২. সাইয়েদ মুফতি আমীমুল ইহসান (র) বলেন-
ٱلدِّبَاغَةُ هِيَ إِزَالَةُ ٱلنَّتَنِ وَٱلرُّطُوبَاتِ ٱلنَّحِسَةِ مِنَ ٱلْجِلْدِ بِٱلدَّوَاءِ.
অর্থাৎ, দার্বাগাত বলা হয়, ঔষধ দ্বারা চামড়া থেকে তরল অপবিত্রতা ও দুর্গন্ধ দূর করে চামড়াকে ব্যবহার উপযোগী করে তোলা ।

আরও পড়ুন : পানি কত প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞাসহ হকুম বর্ণনা

দাবাগত করার পদ্ধতি :

সাধারণত দু’ভাবে চামড়া দাবাগত করা যায়। যথা-

১. প্রাচীন পদ্ধতি : কোনো প্রকার লবণ বা ঔষধ ব্যবহার না করে শুধু রোদে শুকিয়ে চামড়া দাবাগাত করা। অতীতকালে এভাবে চামড়া দাবাগত করার
পদ্ধতি প্রচলিত ছিল। এ পদ্ধতিতে দাবাগাতকৃত চামড়া পানিতে ভিজলে তা পুনরায় অপবিত্র হওয়ার আশঙ্কা থাকে ।

২. আধুনিক পদ্ধতি : লবণ ও ঔষধ জাতীয় পদার্থ ব্যবহার করে যন্ত্রের সাহায্যে চামড়া দাবাগত করা । এটাই সর্বোত্তম পদ্ধতি এবং এতে চামড়া পবিত্র হয় ।

দাবাগাতকৃত চামড়ার হুকুম :

দাবাগাতকৃত চামড়ার হুকুম নিম্নরূপ-

১. মানুষ ও শূকরের চামড়া দাবাগত করলেও পবিত্র হবে না। কেননা শূকর হলো সবচেয়ে নিকৃষ্ট জীব এবং জন্মগতভাবে তা অপবিত্র। আর মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তাই মানুষের চামড়া দাবাগত পূর্বক অপর কোনো কাজে ব্যবহারের সুযোগ নেই।

২. মানুষ ও শূকরের চামড়া ব্যতীত বাকি সকল চামড়াই দাবাগাত করা জায়েয।

৩. দাবাগাতের মাধ্যমে চামড়া পবিত্র হয়। তার ওপর সালাত আদায় করা এবং তাতে পানি রেখে অযু করা জায়েয।

সর্বশেষ : চামড়া এক বহুল প্রচলিত ও ব্যবহারযোগ্য বস্তু। সুতরাং এটা পবিত্রকরণে শরীয়ত বিধান প্রবর্তন করেছে। শরীয়ত নির্ধারিত এসব বিধান মেনে চলা একান্ত জরুরি।

Leave a Comment

error: Content is protected !!