হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

স্কুল পুনর্মিলনী অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র

তোমার স্কুলে পুনর্মিলনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র রচনা কর।

 

সুধী,
সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঐতিহ্যবাহী দিনাজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের এক পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠান আগামী ৩ মার্চ, ২০….. রোজ বৃহস্পতিবার, সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে উদ্বোধন করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী মহোদয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আপনাকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।

বিনীত
দিনাজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের
ছাত্রছাত্রীদের পক্ষে

তারিখ : ২৭.০২.২০….
দিনাজপুর।
আব্দুল মতিন
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক

অনুষ্ঠানসূচি :
১. সকাল ৯:৩০ মিনিট : অতিথিদের আসন গ্রহণ
২. সকাল ১০:০১ মিনিট : পবিত্র কুরআন তেলাওয়াত
৩. সকাল ১০:১৫ মিনিট : উদ্বোধনী অনুষ্ঠান
৪. সকাল ১০ : ৪৫ মিনিট : আলোচনা সভা
৫. দুপুর ১:৪৫ মিনিট : মধ্যাহ্ন ভোজ
6. বিকাল ৩:০১ মিনিট : সাংস্কৃতিক অনুষ্ঠান
৭. সন্ধ্যা ৬:০১ মিনিট : সমাপ্তি ঘোষণা

Leave a Comment

error: Content is protected !!