হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

সরস্বতী পূজা উপলক্ষ্যে নিমন্ত্রণপত্র (২টি)

সরস্বতী পূজা উপলক্ষ্যে একটি নিমন্ত্রণপত্র রচনা কর ।

সুধী
আগামী শ্রীপঞ্চমী তিথিতে (৫ই ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দ) ১৬ই ফেব্রুয়ারি ২০… শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে শ্রীশ্রী সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে ।
আপনার উপস্থিতিতে আমাদের উদ্যোগ সার্থক হোক এই কামনা করি ।

বিনীত
দ্বীপ কুমার সম্পাদক
‘ক’ বিদ্যালয়
কলাবাগান, ঢাকা

আরো পড়ুন : নিমন্ত্রণ পত্র লেখার নিয়ম ও(১০টি)নিমন্ত্রণ পত্র নমুনা সহ

কলেজে সরস্বতী পূজা উপলক্ষ্যে নিমন্ত্রণপত্র লেখ ।

: শ্রীশ্রী সরস্বত্যৈ নমঃ :

মাঘ ১৪২৬ বঙ্গাব্দ
সুধী
আসছে ……… মাঘ, ১৪২৬/ ২০২৫ …….বার শুক্লপক্ষের পূত শ্রীপঞ্চমী তিথিতে গৌরিপুর সরকারি কলেজে আমরা হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থী বিদ্যাদাত্রী শ্রীশ্রী সরস্বতী দেবীর পূজা উপলক্ষ্যে বাণী অর্চনা ও অর্ঘ্য প্রদানের আয়োজন করেছি।
আপনাদের আগমনে আমাদের আয়োজন সুন্দর ও সার্থক হবে, এই কামনা রইল ।

নিবেদক
গৌরিপুর সরকারি কলেজের
হিন্দু শিক্ষার্থীবৃন্দ
ময়মনসিংহ ।

॥ অনুষ্ঠানসূচি ॥

১. মাঘ, সন্ধ্যা ৭ ঘটিকায় প্রতিমা অধিষ্ঠান ও বোধন ।

2. মাঘ, পূর্বাহ্ণে পূজা অর্চনা এবং মণ্ডপে অঞ্জলি প্রদান ।

৩. অপরাহ্ণে অতিথিবৃন্দের দেবী সন্দর্শন ও প্রসাদ বিতরণ ।

৪. সন্ধ্যায় আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।

৫. রাত্রি ১১টায় অনুষ্ঠান সমাপ্তি ।

শিক্ষাগার

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মাহমুদুল হাসান

শিক্ষাগত যোগ্যতা
গণিতে অনার্স ও মাস্টার্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফাজিল সম্পন্ন

গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা

বিশেষ দক্ষতা

বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা

অভিজ্ঞতা

শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে লাখো শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।

Leave a Comment