হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

পুষ্প প্রতীক কি?জবা ফুল,ধান ও ধুতুরা ফুলের পুষ্প প্রতীক

সাংকেতিক চিহ্ন ও বর্ণমালার সাহায্য ছাড়াও আরেকটি উপায়ে ফুলের বিভিন্ন স্তবকের সজ্জারিতিকে প্রকাশ করা যায়, সেটি হলো পুষ্প প্রতীক বা ফ্লোরাল ডায়াগ্রাম। পুষ্প সংকেতকে চিত্রের মাধ্যমে প্রকাশ করা পুষ্প প্রতীকের প্রধান একটি দিক। পুষ্পের স্তবকগুলো মাতৃঅক্ষের সাথে কেমন সজ্জাপ্রণালী গ্রহণ করে তার চিত্রের সাহায্যে দেখানোর জন্য পুষ্প প্রতিকের সহায়তার প্রয়োজন হয় ।

পুষ্প প্রতীক কি ?

যে প্রতীক চিত্রের সাহায্যে একটি মাতৃঅক্ষের তুলনায় পুষ্পটির বিভিন্ন স্তরের সদস্যের অবস্থান, সংখ্যা, সমসংযোগ, অসমসংযোগ, পুষ্পপত্রবিন্যাস, আমরাবিন্যাস প্রভৃতি বৈশিষ্ট্য দেখানো হয় তাই পুস্প প্রতীক।

আরও : পুষ্প সংকেত কি? জবা ফুলের ও ধানের পুষ্প সংকেত। লেখার নিয়ম

জবা ফুলের পুষ্প প্রতীক :

জবা ফুলের পুষ্প প্রতীক

জবা ফুলের পুষ্প প্রতীকের ব্যাখ্যা :

জবা ফুল উপবৃদ্ধি যুক্ত এবং এর মাতৃঅক্ষের বিপরীত দিকে একটি বৃত্তান্ত অবস্থিত। সর্বমোট পাঁচটি বৃত্তাংশ ভালভেন্ট এস্টিভেশন পদ্ধতিতে বিন্যস্ত। পাপড়ির সংখ্যাও পাঁচ এবং এরা টুইস্টেড এস্টিভেশনে সাজানো। পুংকেশর এর সংখ্যা প্রচুর; এরা একটি মাত্র গুচ্ছে অবস্থিত এবং পাদদেশে পাপড়ির সাথে যুক্ত। গর্ভপত্র পাঁচটি এবং পাঁচ প্রকোষ্ঠবিশিষ্ট। আমরা বিন্যাস অক্ষীয়।

ধানের পুষ্প প্রতীক :

ধানের পুষ্প প্রতীক

ধানের পুষ্প প্রতীকের ব্যাখ্যা :

পুষ্পবিন্যাস স্পাইকলেট। এক বা একাধিক পুষ্প থাকতে পারে একটি স্পাইকলেটে । ২টি শুকনো গ্লুম থাকে একটি স্পাইকলেটের গোড়ায়। গ্লুম দুটির একটি অপরটির সামান্য উপরে থাকে। এর উপরে ২টি ব্র্যাকেট থাকে যার ১মটিকে বলা হয় লেমা এবং উপরেরটিকে বলা হয় প্যালিয়া। পুষ্পিকা উভলিঙ্গ বা একলিঙ্গ । এদের পুষ্পিকাতে ক্ষুদ্রাকায় দুটি পুষ্পপুট থাকে থাকে লডিকিউল বলে। পুংকেশর সাধারণত ৩টি বা ৬টি; দুই আবর্তে সজ্জিত। গর্ভপত্র ১টি, গর্ভাশয় ১টি, গর্ভমুণ্ড ২টি, পালকের ন্যায় গর্ভাশয় সাধারণত অধিগর্ভ, অমরাবিন্যাস প্রান্তীয় ।

আরও : একবীজপত্রী ও দ্বিবীজপত্রী:সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য,পার্থক্য

ধুতুরা ফুলের পুষ্প প্রতীক :

ধুতুরা ফুলের পুষ্প প্রতীক

ধুতুরা ফুলের পুষ্প প্রতীকের ব্যাখ্যা :

ধুতুরা পুষ্পের পুষ্পপ্রতীকে বৃতিতে বৃত্যাংশ ৫টি, সংযুক্ত পুষ্পপত্র বিন্যাস প্রান্তস্পর্শী, দলমণ্ডলে পাপড়ি ৫টি, সংযুক্ত পুষ্পপত্র বিন্যাস টুইস্টেড, পুংস্তবকে পুংকেশর ৫টি, দলদল ও পাপড়ির সাথে একান্তর, স্ত্রী স্তবকে গর্ভপত্র ২টি, সংযুক্ত গর্ভাশয় দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, অমরাবিন্যাস অক্ষীয় । পুষ্পপ্রতীক প্রতীয়মান ফুলটি বহুপ্রতিসম এবং উভলিঙ্গ ।

পুষ্পপ্রতীক অঙ্কনে মাতৃঅক্ষ প্রয়োজন কেন?

যে অক্ষ হতে পুষ্পের সৃষ্টি হয়েছে তাকে মাতৃঅক্ষ বলে। পুষ্পের মাতৃঅক্ষের দিকে অংশ হলো পশ্চাৎ অংশ এবং তার বিপরীত অংশ অর্থাৎ মঞ্জরীপত্রের দিকের অংশ হলো পুষ্পের সম্মুখ অংশ। মাতৃঅক্ষ সঠিকভাবে শনাক্ত করতে না পারলে সঠিক পুষ্প প্রতীক অংকন করা যায় না। এজন্যই পুষ্পপ্রতীক অঙ্কনে মাতৃঅক্ষ প্রয়োজন ।

 

Leave a Comment