সংজ্ঞা : যে সংকেত বা ফর্মূলার সাহায্যে পুষ্পের জটিল আঙ্গিক বৈশিষ্ট্যসমূহ তথা পুষ্পের লিঙ্গ, বিভিন্ন স্তবক, প্রতিটি স্তবকের সদস্য সংখ্যা ও অবস্থান, এদের সম ও অসম সংযুক্তি, মঞ্জরিপত্রের উপস্থিতি ও অনুপস্থিতি প্রভৃতি সরল রূপরেখায় প্রকাশ করা হয় তাকে পুষ্প সংকেত বলে ।
পুষ্প সংকেতে ব্যবহৃত বর্ণমালা ও সাংকেতিক চিহ্নসমূহ :
পুষ্প সংকেতে ফুলের বিভিন্ন অংশ ইংরেজি ও বাংলা বর্ণমালার সাহায্যে প্রকাশ করা হয়। যেমন— বৃতি (Calyx) – K বাংলা (বৃ), দল (Corolla) – C বাংলা (দ), পুংস্ত বক (Androecium) – A বাংলা (পুং), স্ত্রীস্তবক (Gynoecium) – G বাংলা (গ), মঞ্জরিপত্র (Bract) – Br. বাংলা (মপ.), উপমঞ্জরিপত্র (Bracteole) – Brl বাংলা (উমপ.), উপবৃত্তি (Epicalyx) – E বাংলা (উবৃ.) পুষ্পপুট (Perianth) – P বাংলা (পু)।
আরও : পুষ্প প্রতীক কি?জবা ফুল,ধান ও ধুতুরা ফুলের পুষ্প প্রতীক
পুষ্প সংকেতে পুষ্পের বৈশিষ্ট্যের ভিত্তিতে যেসব সাংকেতিক চিহ্নসমূহ ব্যবহৃত হয় সেগুলো হলো-
একলিঙ্গ পুংপুষ্প = ♂ , একলিঙ্গ স্ত্রীপুষ্প = ♀ , উভলিঙ্গ পুষ্প = ⚥, একপ্রতিসম পুষ্প = + বা %, বহুপ্রতিসম পুষ্প ⨁, বহুসংখ্যা = ∞ ।
একবীজপত্রী উদ্ভিদের পুষ্প সংকেত :
⨁ ⚥ পুং২ পুং৩+৩ গ১
ব্যাখ্যা: এ উদ্ভিদের পুষ্প উভলিঙ্গ ও বহুপ্রতিসম। পুষ্পপুট ২টি, মুক্ত। পুংকেশর ৬টি, মুক্ত, ৩টি করে দুই আবর্তে সজ্জিত। গর্ভাশয় এক প্রকোষ্ঠবিশিষ্ট এবং অধিগর্ভ। গর্ভপত্র ১টি, মুক্ত।
দ্বিবীজপত্রী উদ্ভিদের পুষ্প সংকেত :
⨁ ⚥ উবৃ৩-১০ বা(৩-১০) বা ০ বৃ ০ বৃ(৫) দ৫ পু(α) গ(১-α)
ব্যাখ্যা: এ উদ্ভিদের পুষ্প বহুপ্রতিসম ও উভলিঙ্গ। উপবৃত্যাংশ ৩ থেকে ১০টি, মুক্ত বা যুক্ত। মাঝে মাঝে উপবৃতি থাকে না। বৃত্যাংশ ৫টি, মুক্ত বা যুক্ত। পাপড়ি ৫টি মুক্ত, পুংকেশর অসংখ্য, দলের সাথে যুক্ত পুংদণ্ড। গর্ভপত্র ১ থেকে অসংখ্য, মুক্ত অধিগর্ভ গর্ভাশয়।
জবা ফুলের পুষ্প সংকেত :
⨁⚥ উবৃ৫ বৃ(৫) দ৫পুং(∞) গ(৫)
ব্যাখ্যা : মঞ্জুরীপত্র ও উপমঞ্জরীপত্র নেই। পুষ্পটি বহুপ্রতিসম ও উভলিঙ্গ। ৫টি মুক্ত উপবৃত্তি আছে, বৃত্যাংশ ৫টি, সংযুক্ত, পাপড়ি ৫টি মুক্ত, পুংকেশর অসংখ্য, একগুচ্ছ এবং দললগ্ন, গর্ভপত্র ৫টি; সংযুক্ত এবং গর্ভাশয় অধিগর্ভ ।
আরও : একবীজপত্রী ও দ্বিবীজপত্রী:সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য,পার্থক্য
ধানের পুষ্প সংকেত :
⨁ ⚥ পুং২ পুং৩+৩ গ১
ব্যাখ্যা : মঞ্জরী ও উপমঞ্জরীপত্র উপস্থিত। পুষ্পটি একপ্রতিসম ও উভলিঙ্গ। টেপাল ২টি, মুক্ত; পুংকেশর ৬টি, মুক্ত, দুই বৃত্তে সজ্জিত; গর্ভপত্র ১টি, মুক্ত এবং গর্ভাশয় অধিগর্ভ ।
Poaceae গোত্রের পুষ্প সংকেত :
⨁ ⚥ পুং২ পুং৩+৩ গ১
ব্যাখ্যা : এ উদ্ভিদের পুষ্প উভলিঙ্গ ও বহুপ্রতিসম। পুষ্পপুট ২টি, মুক্ত। পুংকেশর ৬টি, মুক্ত, ৩টি করে দুই আবর্তে সজ্জিত। গর্ভাশয় একপ্রকোষ্ঠ বিশিষ্ট এবং অধিগর্ভ। গর্ভপত্র ১টি, মুক্ত।
পুষ্প সংকেত লেখার নিয়ম :
কোনো স্তবকের অংশগুলোর সংখ্যা স্তবকের ডানপাশে নিচের দিকে বসে এবং ঐ অংশগুলো যুক্ত থাকলে সংখ্যাটি বন্ধনী ( )-র মধ্যে অথবা বিযুক্ত থাকলে শুধুমাত্র সংখ্যা প্রকাশ করা হয়। যেমন- দ৫ লিখলে বুঝাবে দলে পাঁচটি পাঁপড়ি আছে, যারা পরস্পর পৃথক । কিন্তু দ(৫) লিখলে বুঝাবে যে, দলে পাঁচটি পাঁপড়ি আছে এবং এরা পরস্পর যুক্ত।
যখন দুই বা তিনটি স্তবক যুক্ত থাকে তখন স্তবকের সাংকেতিক বর্ণের উপরে একটি লম্বা টান দিতে হয়। যেমন- পাপড়ির গায়ে পুংকেশর যুক্ত থাকলে তাকে এপিপেটালাস বা দললগ্ন নামে অভিহিত করা হয় এবংএকে এভাবে লেখা হয়— দপুং ।
গর্ভাশয় যদি অধিগর্ভ হয় তবে ‘গ’ এর নিচে একটি টান দিয়ে হয় (গ) আর যদি গর্ভাশয় অধোগর্ভ হয় তবে ‘গ’ এর উপরে টান দিতে হয় (গ)। যখন গর্ভাশয়টি অর্ধ-অধোগর্ভ হয় তখন ‘গ’ এর ডান পাশে টান দিতে হয় (গ—) ।
বৃতি, দল ও পুংকেশর অনেক সময় একাধিক আবর্তে সজ্জিত থাকে। এ ক্ষেত্রে ২ + ২, ২ + ৩, ২ + ৪ প্রভৃতি ফর্মূলা দিয়ে প্রকাশ করা হয়। পুষ্প সংকেত লেখার প্রয়োজনীয় সাংকেতিক বর্ণ ও চিহ্ন নিম্নোক্ত ক্রমানুসারে ব্যবহার করা হয়—
মপ → উমপ → প্রতিসমতার চিহ্ন → লিঙ্গের চিহ্ন → উবৃ → বৃ → দ → পুং→গ বা গ।
আপনার জন্য আরও আকর্ষণীয়
একবীজপত্রী-দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল ও কান্ড পার্থক্য, বৈশিষ্ট্য
নগ্নবীজী উদ্ভিদের সংজ্ঞা,বৈশিষ্ট্য,উদাহরণ,আবৃত ও নগ্নবীজী পার্থক্য
আবৃতবীজী উদ্ভিদের সংজ্ঞা, বৈশিষ্ট্য, গুরুত্ব ও গোত্র পরিচিতি