হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন ও শনাক্তকারী বৈশিষ্ট্য

একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন :

ত্বক (Epidermis) : একসারি প্যারেনকাইমা কোষ দিয়ে ত্বক গঠিত। কোষগুলোর বহিঃপ্রাচীর কিউটিকল বিদ্যমান।

কাজ : পানির অপচয় রোধ করা এবং অভ্যন্তরীণ অংশকে রক্ষা করাই এর প্রধান কাজ ।

অধঃত্বক (Hypodermis) : ত্বকের নিচে কয়েকসারি স্থূল প্রাচীরবিশিষ্ট স্ক্লেরেনকাইমা কোষ দিয়ে এই স্তরটি গঠিত। এ স্তরে কোনো অন্তঃকোষীয় অবকাশ থাকে না।

কাজ : দৃঢ়তা প্রদান করা ৷

গ্রাউন্ড টিস্যু বা ভিত্তি টিস্যু (Ground Tissue) : অধঃত্বকের নিচ থেকে কাণ্ডের কেন্দ্র পর্যন্ত পাতলা প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত বিস্তৃত অঞ্চলটিকে গ্রাউন্ড টিস্যু অঞ্চল বলে । এই টিস্যুর কোষগুলোতে আন্তঃকোষীয় ফাঁক বর্তমান ।

কাজ : খাদ্য সঞ্চয় ও ভাস্কুলার বান্ডল ধারণ করাই গ্রাউন্ড টিস্যুর কাজ।

ভাস্কুলার বান্ডল (Vascular Bundle) : অসংখ্য ভাস্কুলার বান্ডল বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে গ্রাউন্ড টিস্যুতে । আর এই বান্ডলগুলো হলো সমপার্শ্বীয় এবং বদ্ধ অর্থাৎ ক্যাম্বিয়ামবিহীন । স্কেরেনকাইমা কোষের আবরণী দিয়ে প্রত্যেকটি ভাস্কুলার বান্ডল পরিবেষ্টিত থাকে । প্রতিটি বান্ডল নিচে উল্লেখিত দুটি অংশ নিয়ে গঠিত :

ক. জাইলেম (Xylem) : জাইলেম টিস্যুর গঠন অনেকটা ইংরেজি ‘Y’ অক্ষরের মতো। প্রোটোজাইলেম লেজের দিকে এবং মেটাজাইলেমের দুই বাহুতে অবস্থিত। প্রত্যেকটি বান্ডলে প্রোটোজাইলেম এর নিম্নের দিকে কিছু প্যারেনকাইমা কোষ বিনষ্ট হয়ে গহ্বর তৈরী হয়। এটাকে পানি প্রকোষ্ঠ বা লাইসিজিয়ান প্রকোষ্ঠ বলা হয়।

কাজ : পানি ও খনিজ লবণ পরিবহন করা।

খ. ফ্লোয়েম (Phloem) : এটি জাইলেম টিস্যুর ‘Y’-এর দুই বাহুর মাঝে অবস্থিত। শুধু সীভনল ও সঙ্গীকোষ নিয়ে ফ্লোয়েম গঠিত।

কাজ : প্রস্তুতকৃত উৎপাদিত খাদ্য পরিবহন করা।

মজ্জা ও মজ্জারশ্মি : ছোট মজ্জা রয়েছে কিন্তু মজ্জারশ্মি অনুপস্থিত ।

একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন

একবীজপত্রী উদ্ভিদ কাণ্ডের অন্তর্গঠনগত শনাক্তকারী বৈশিষ্ট্য :

  • বহিঃত্বকে কিউটিকল উপস্থিত।
  • কাণ্ডরোম সম্পূর্ণরূপে অনুপস্থিত ।
  • অধঃত্বক সাধারণত স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে গঠিত।
  • প্রকৃত কর্টেক্স অনুপস্থিত।
  • পরিচক্র অনুপস্থিত।
  • ভাস্কুলার বান্ডল অসংখ্য এবং গ্রাউন্ড টিস্যুতে বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে ।
  • ভাস্কুলার বান্ডল সংযুক্ত সমপার্শ্বীয় ও বদ্ধ প্রকৃতির।
  • জাইলেম ইংরেজি Y বা V আকৃতির।
  • প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে এবং মেটাজাইলেম পরিধি অভিমুখে অবস্থান করে।
  • মজ্জারশ্মি অনুপস্থিত।

Leave a Comment