একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন :
i. মূলত্বক : এক স্তরবিশিষ্ট প্যারেনকাইমা কোষ সমন্বয়ে এটি গঠিত। এর কতকগুলো কোষ লম্বা হয়ে এককোষী মূলরোম গঠন করেছে। পানি ও খনিজ লবণ শোষণ করা এবং অভ্যন্তরীণ অংশকে রক্ষা করা এর কাজ ।
ii. কর্টেক্স : এটি মুলত্বকের নিচ থেকে শুরু করে অন্তঃত্বক পর্যন্ত বিস্তৃত বহুস্তরযুক্ত গোলাকার বা ডিম্বাকার প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত। এতে আন্তঃকোষীয় ফাঁক থাকে। কর্টেক্সের কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা।
iii. অন্তঃত্বক : কর্টেক্সের নিচে চক্রাকারে অবস্থিত পিপাকৃতির একসারি প্যারেনকাইমা কোষ দিয়ে এ স্তর গঠিত। এটি কর্টেক্স থেকে পরিচক্রকে পৃথক করে ।
iv. পরিচক্র/পেরিসাইকল : অন্তঃত্বকের ঠিক নিচে একসারি প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত। নাইট্রোজেন জাতীয় খাদ্য ছাড়া অন্যান্য খাদ্য সঞ্চয় রাখে।
v. ভাস্কুলার বান্ডল : ভাস্কুলার বান্ডল বা পরিবহন টিস্যুগুচ্ছের সংখ্যা ৬-এর অধিক। প্রোটোজাইলেম পরিধির দিকে এবং মেটাজাইলেম ভিতরের দিকে অবস্থান করে। জাইলেমগুচ্ছের সংখ্যা ফ্লোয়েমগুচ্ছের সংখ্যার সমান এবং এরা ব্যাসার্ধের ওপর পর্যায়ক্রমে সাজানো থাকে। খাদ্যদ্রব্য পরিবহন করা এর কাজ।
vi. মজ্জারশ্মি : জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর মধ্যবর্তী প্যারেনকাইমা কোষের স্তরকে মজ্জারশ্মি বলে। মজ্জারশ্মির কাজ হচ্ছে পরিচক্র ও মজ্জার মধ্যে সংযোগ রক্ষা করা।
vii. মজ্জা : কেন্দ্রস্থলে অবস্থিত বৃহৎ মজ্জা প্যারেকাইমা জাতীয় কোষ সমন্বয়ে গঠিত। মজ্জার কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা।
একবীজপত্রী উদ্ভিদ মূলের অন্তর্গঠনগত শনাক্তকারী বৈশিষ্ট্য :
- মূলত্বকের বাইরের দিকে কিউটিকল অনুপস্থিত ।
- এককোষী মূলরোম উপস্থিত।
- অধঃত্বক অনুপস্থিত ।
- অন্তঃত্বকে ক্যাসপেরিয়ান ফিতা থাকে।
- পরিচক্র সর্বদা এককোষী স্তরবিশিষ্ট।
- ভাস্কুলার বান্ডল অরীয়।
- ভাস্কুলার বান্ডল এর সংখ্যা ৬-এর অধিক।
- মেটাজাইলেম কেন্দ্রের দিকে এবং প্রোটোজাইলেম পরিধির দিকে অবস্থিত।
- মজ্জা বৃহৎ ও সুগঠিত।