ব্যুরেট কি ?
ব্যুরেট হলো দাগান্বিত সমান ব্যাসবিশিষ্ট মোটা কাচের নল দ্বারা তৈরি একটি যন্ত্র। নলটির এক মুখ খোলা এবং নিচের মুখ খুব সরু।
ব্যুরেট এর ব্যবহার :
পরিমাপন পিপেটের ন্যায়ই ব্যুরেট দ্বারা একটি নির্দিষ্ট আয়তনের তরলকে স্থানান্তর করা হয়। অনুমাপন বা টাইট্রেশন প্রক্রিয়ায় ব্যুরেট একটি অতি প্রয়োজনীয় যন্ত্র । বেশিরভাগ টাইট্রেশনে সাধারণ 50 mL আয়তনের ব্যুরেট ব্যবহার করা হয়। সুষ্ঠু ও সঠিক কাজের জন্য সাধারণত গ্লাস-স্টপ গিনস ককযুক্ত এবং রবার টিউব ও কর্কযুক্ত ব্যুরেট ব্যবহার করা হয়।
ব্যুরেটের ব্যবহার কৌশল :
১. ব্যুরেটে দ্রবণ নেয়ার সময় স্টপকর্কটি বন্ধ রাখতে হবে। পরে কর্ক খুলে শূন্য দাগ পর্যন্ত দ্রবণ নিতে হবে।
২. দ্রবণ ভর্তি ব্যুরেটকে ক্লাম্পের সাহায্যে স্ট্যান্ডের সাথে খাড়াভাবে সেট করতে হবে।
৩. আয়তনমিতিক বিশ্লেষণের সময় বাম হাতের বৃদ্ধাঙ্গুলি ও তর্জনী ব্যবহার করে ব্যুরেটের স্টপকর্ক খুলতে হবে বা বন্ধ করতে হবে।
৪. ব্যুরেট ব্যবহারের পর পানি দ্বারা ধুয়ে ফেলতে হবে। তবে ক্রোমিক এসিডও ব্যবহার করা যেতে পারে ।
৫. প্রতিবার পরিষ্কারের পর স্টপকর্কটি ঘুরে কিনা এবং পাশে লক আছে কিনা দেখতে হবে।
৬. স্টপকর্কটি ঠিকমতো কাজ না করলে ব্যুরেট থেকে আলাদা করে শুকিয়ে উভয় পাশে গ্রিজ লাগাতে হবে। গ্রিজ ভেতরে ঢুকে গেলে সরু তার দিয়ে বের করে নিতে হবে।
আরও পড়ুন : প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ- সংজ্ঞা, উদাহরণ, চেনার উপায়, বৈশিষ্ট্য
পিপেট কি?
পিপেট হলো দুই মুখ খোলা এবং দুই প্রান্তকে হঠাৎ সরু নলে পরিণত করা সুষম ছিদ্রবিশিষ্ট একটি কাচনল।
পিপেট এর ব্যবহার :
সঠিকভাবে জ্ঞাত আয়তনকে এক পাত্র থেকে অন্য পাত্রে স্থানান্তরের জন্য পিপেট ব্যবহৃত হয়। পিপেটের সাহায্যেই কোনো নির্দিষ্ট আয়তনের দ্রবণকে এক পাত্র হতে অন্য পাত্রে সঠিকভাবে স্থানান্তরিত করা হয়।
পিপেটের ব্যবহার কৌশল :
১. পিপেট দিয়ে তরল স্থানান্তরের সময় ঝাকুনি বা ফু দেয়া যাবে না।
২. পিপেট দিয়ে পানি ব্যতীত অন্যকিছু উঠানোর জন্য পিপেট ফিলার ব্যবহার করতে হবে।
৩. পিপেট দিয়ে মাপনের সময় পিপেটের নিম্নাংশ অবশ্যই তরলের মধ্যে থাকতে হবে।
৪. কোনোভাবেই তরল বস্তু পিপেটে থাকা লাল দাগের ওপর নেয়া যাবে না।
আরও পড়ুন : সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ-সংজ্ঞা,উদাহরণ,চেনার উপায়,বৈশিষ্ট্য