হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

Na2CO3, K2Cr2O7 প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয় কেন?

Na2CO3 কে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয় কেন ?

Na2CO3 কে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয়। আমরা জানি যে, পদার্থ প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং যে পদার্থ দ্বারা তৈরি দ্রবণ বায়ুর কোনো উপাদান (জলীয় বাষ্প, O2, CO2) দ্বারা আক্রান্ত হয় না বলে দীর্ঘদিন যাবৎ এদের দ্বারা প্রস্তুতকৃত দ্রবণের ঘনমাত্রা অপরিবর্তিত থাকে সেসব পদার্থকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে।

Na2CO3 পদার্থও প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। এটি বাতাসের সংস্পর্শে জলীয় বাষ্প বা O2 সহ বিক্রিয়া করে না। এর দ্বারা প্রস্তুতকৃত দ্রবণের ঘনমাত্রা দীর্ঘকাল অপরিবর্তিত থাকে বলে Na2CO3 কে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয় ।

আরও পড়ুন : প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ- সংজ্ঞা, উদাহরণ, চেনার উপায়, বৈশিষ্ট্য

K2Cr2O7 প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কেন?

K2Cr2O7 প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। কারণ এটি বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং সংরক্ষণ করলে দীর্ঘদিন বিশুদ্ধ থাকে। বায়ুর উপাদান CO2, O2 ও জলীয় বাষ্প দ্বারা আক্রান্ত হয় না। পল-বুঙ্গি ব্যালেন্সের সাহায্যে ওজন করে প্রমাণ দ্রবণ প্রস্তুত করা যায় এবং দ্রবণের ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে ।

আরও পড়ুন : সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ-সংজ্ঞা,উদাহরণ,চেনার উপায়,বৈশিষ্ট্য

শিক্ষাগার

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মাহমুদুল হাসান

শিক্ষাগত যোগ্যতা
গণিতে অনার্স ও মাস্টার্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফাজিল সম্পন্ন

গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা

বিশেষ দক্ষতা

বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা

অভিজ্ঞতা

শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে লাখো শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।

Leave a Comment