হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

সানফার্ন কি?এর বৈশিষ্ট। Pteris কে সানফার্ন বলা হয় কেন?

সংজ্ঞা : Pteris উদ্ভিদ রৌদ্রে জন্মাতে পারে বলে তাদেরকে ‘সানফার্ন’ বলে।

সানফার্ণ উদ্ভিদের বৈশিষ্ট্য :

  • সানফার্ণ উদ্ভিদের দেহ, মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত।
  • এই উদ্ভিদ স্পোরোফাইটিক পর্যায়ের।
  • পাতা চিরসবুজ ও পক্ষল যৌগিক।
  • পাতার মুকুল পত্রবিন্যাস কুণ্ডলাকৃতির ।
  • পরিণত পত্রকের কিনারায় স্পোরাঞ্জিয়াম উৎপন্ন হয় ।
  • স্পোর অঙ্কুরিত হয়ে প্রোথ্যালাস নামক সবুজ হৃৎপিণ্ডাকার গ্যামোফাইট সৃষ্টি করে ।
  • কান্ড রাইজোম জাতীয় ।
  • প্রোথ্যালাসে পুং ও স্ত্রী জননাঙ্গ সৃষ্টি হয়।
  • কাণ্ডের গায়ে শল্কপত্র থাকে ।
  • জীবনচক্রে সুষ্পষ্ট জনুঃক্রম বিদ্যমান

Pteris কে সানফার্ন বলা হয় কেন ?

Pteris উদ্ভিদ পুরাতন দেয়াল, দালান, ইটের স্তূপ ও পরিত্যক্ত স্থানে ছায়া শীতল পরিবেশে বা সরাসরি সূর্যালোকে আগাছা আকারে জন্মে। সূর্যালোকে জন্মানোর কারণে Pteris কে সানফার্ন বলা হয় ।

Leave a Comment