ঈমানের হ্রাস-বৃদ্ধি ঘটার বিষয়টি একটি মতবিরোধপূর্ণ বিষয়। তবে একটি শাখামূলক মাসয়ালা । নিম্নে প্রশ্নালোকে এ বিষয়ে আলোকপাত করা হলো।
ঈমানের হ্রাস বৃদ্ধি ঘটে কিনা :
ঈমানের হ্রাস-বৃদ্ধি ঘটে কিনা, এ ব্যাপারে ওলামায়ে কেরামের মাঝে মতবিরোধ রয়েছে। যেমন-
১. ঈমাম শাফেয়ী ও অধিকাংশের অভিমত : অধিকাংশ মুহাদ্দিস, ইমাম বুখারী, শাফেয়ী ও আহমদ (র)-এর মতে, ঈমানের হ্রাস-বৃদ্ধি ঘটে থাকে ।
দলীল : তাঁদের দলীল হচ্ছে-
ক. কুরআনের বাণী-
١. لِيَزْدَادَ إِيمَانًا مَعَ إِيمَانِهِمْ
٢. وَيَزِيدُ اللَّهُ الَّذِينَ اهْتَدَوْا هُدًى
٣. وَيَزِيدُ الَّذِينَ آمَنُوا إِيمَانًا
٤. أَيُّكُمْ زَادَتْهُ هَذِهِ إِيمَانًا – فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَزَادَتْهُمْ إِيمَانًا
٥. إِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا
আরো পড়ুন : ঈমান অর্থ কি?কাকে বলে। ঈমানের মূল বিষয় কয়টি ও কি কি
খ. হাদীসের বাণী-
عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: اَلْإِيمَانُ يَزِيدُ وَيَنْقُصُ
২. ইমাম মালেকের অভিমত : ইমাম মালেক (র) বলেন ঈমানের বৃদ্ধি ঘটে কিন্তু হ্রাস পায় না।
দলীল : এ ব্যাপারে দলীল দিতে গিয়ে তিনি বলেন, পবিত্র কুরআনে ঈমান বৃদ্ধির কথা এসেছে, একবারও ঘাটতির কথা আসেনি। যেমন আল্লাহ তায়ালা বলেন-
١ – هُوَ الَّذِي أَنْزَلَ السَّكِينَةَ فِي قُلُوبِ الْمُؤْمِنِينَ لِيَزْدَادُوا إِيمَانًا.
٢ – وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا.
٣ – وَزِدْنَاهُمْ هُدًى أَيْ إِيمَانًا.
৩. ইমাম আবু হানীফার অভিমত : ইমাম আবু হানীফা (র)-সহ মুতাকাল্লিমীনের অভিমত হচ্ছে, ঈমানের হ্রাস-বৃদ্ধি ঘটে না । এটা সর্বাবস্থায় এক রকম থাকে। দলীল : তাঁদের দলীল হচ্ছে-
الإِيمَانُ بَسِيطٌ وَالبَسِيطُ لَا يَزِيدُ وَلَا يَنْقُصُ.ক
খ. ঈমান হচ্ছে হৃদয়ের বিশ্বাসের নাম। সুতরাং তা বিভক্তিকে গ্রহণ করে না।
আরো পড়ুন : ইসলাম ও ঈমান কাকে বলে?এদের মধ্যে সম্পর্ক ও পার্থক্য
গ. ঈমান -এর অবস্থান হচ্ছে قَلْبٌ l আর قَلْبٌ হচ্ছে একক বস্তু । তাই যে জিনিস কলবে থাকে তাও একক হবে। সুতরাং এখানে হ্রাস বৃদ্ধির প্রশ্ন নেই।
ঘ. আমল ঈমানের অন্তর্ভুক্ত নয়। কেননা আল্লাহ তায়ালা তাঁর বিভিন্ন বক্তব্যে আমল -কে ঈমানের ওপর عَطْفٌ করেছেন। যেমন-
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ الخ .
ঙ. ঈমান হলো মানুষের অন্তরের বিষয়। যেমন মহান আল্লাহর বাণী – أُو۟لَٰئِكَ كَتَبَ فِي نَفْسِهِ ٱلرَّحْمَةَ ; যেহেতু অন্তর একক বস্তু তাই যে জিনিস অন্তরে থাকে তাও একক। সুতরাং অন্তরের বিষয় বাস্তবে বৃদ্ধি পায় না।
৪. শাহ ওয়ালীউল্লাহর অভিমত : শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র) বলেন, ঈমানের দুটি স্তর রয়েছে। একটি হচ্ছে إِجْمَالِي , আর অপরটি হচ্ছে تَفْصِيلِي ; সুতরাং ঈমানের إِجْمَالِي স্তরের হ্রাসবৃদ্ধি হয় না; কিন্তু تَفْصِيلِي স্তরের হ্রাসবৃদ্ধি হয় ।
৫. কতিপয়ের অভিমত : কতিপয় আলেম বলেন, এ ব্যাপারে এই নিরবতা অবলম্বন করাই শ্রেয়।
আরো পড়ুন : ঈমানের হ্রাস বৃদ্ধি ঘটে কিনা?দলিল সহ আলেমদের অভিমত বর্ণনা
ইমাম আবু হানীফার পক্ষ থেকে জবাব : ঈমানের হ্রাস বৃদ্ধির ব্যাপারে ইমাম শাফেয়ী ও মালেক (র) যে দলীল পেশ করেছেন তা হানাফীদের মতে যথার্থ নয় । কারণ-
ক. যে সকল আয়াত ও হাদীসে ঈমানের হ্রাস বৃদ্ধির কথা বলা হয়েছে তা মৌলিকভাবে হ্রাস বৃদ্ধি নয়; বরং তাতে পরিপূর্ণতার কথা বলা হয়েছে।
খ. মূলত ঈমানের হ্রাস বৃদ্ধি দ্বারা আমলের হ্রাস বৃদ্ধি বোঝানো হয়েছে।
পরিশেষে : মহান আল্লাহ ও তাঁর রাসূল কর্তৃক দীনের হকের প্রতি আন্তরিক বিশ্বাস স্থাপনই হলো ঈমান। এ ব্যাপারে আমাদের গভীর চিন্তা করতে হবে এবং জীবন দিয়ে হলেও আঁকড়ে ধরতে হবে।