অ্যানিলিডা (Annelida ) প্রাণী দৈহিক গড়নের দিক থেকে অনন্য । অঙ্গ-তন্ত্র মাত্রার গঠন ছাড়াও প্রাণিগুলো দ্বিপার্শ্বীয় প্রতিসম ও ত্রিস্তরবিশিষ্ট । অ্যানিলিডে আগের পর্বগুলোর চেয়ে অধিকতর কেন্দ্রীভূত স্নায়ুতন্ত্র এবং জটিলতর সংবহনতন্ত্র বিবর্তনের গতিপথে নতুন মাত্রা যোগ করেছে ।
পৃথিবীতে অ্যানিলিড সদস্যরা ব্যাপক বিস্তৃত, কিছু প্রজাতি পৃথিবীর সব দেশেই পাওয়া যায় । পলিকিটজাতীয় অ্যানিলিডগুলো অধিকাংশই সামুদ্রিক, সমুদ্রের তলদেশে বা পৃষ্ঠতলে বিচরণ করে । কেঁচো ও জোঁক জাতীয় সদস্যরা স্বাদুপানিবাসী বা স্থলচর ।
স্থলচর সদস্যগুলো কাদা বা বালিতে গতবাসী, কিংবা ভেজা জায়গায় পাতার নিচে বাস করে। অনেক জোঁক প্রজাতি রক্তপায়ী । বিভিন্ন প্রজাতির অ্যানিলিড গোষ্ঠী পৃথিবীর বাস্তুতন্ত্রে অনন্য ভূমিকা পালন করে চলেছে ।
অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্য :
- দেহ লম্বা, নলাকার, দ্বিপার্শ্বীয় প্রতিসম, এপিথেলিয়াম নিঃসৃত পাতলা কিউটিকল দিয়ে আবৃত এবং প্রকৃত সিলোমযুক্ত ।
- প্রকৃত খন্ডায়ন বিদ্যমান; আংটির মতো অনেকগুলো একই রকম খন্ডক সমন্বয়ে দেহ গঠিত ।
- চলন অঙ্গ কাইটিনময় সিটি বা প্যারাপোডিয়া ।
- নেফ্রিডিয়া নামের প্যাচানো নালিকা প্রধান রেচন অঙ্গ ।
- জীবনচক্রে ট্রোকোফোর লার্ভা থাকতে পারে অথবা পরিস্ফুটন সরাসরি
আরও জানুন : আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য, উদাহরণ ও মনে রাখার সহজ উপায়
অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্য মনে রাখার উপায় :
সে ট্রাই করতে পারবে না
অ্যানিলিডা পর্বের প্রাণীর উদাহরণ :
| কেঁচো | Metaphire posthuma |
| স্যান্ড ওয়ার্ম | Arenicola marina |
| অরনেট ওয়ার্ম | Amphitrite ornata |
| সামুদ্রিক চোষক | Pontopdella muricata |
| রক্তকীট | Tubifex tubifex |
| জোঁক | Hirudinaria medicinalis |
আরও জানুন : মলাস্কা পর্বের বৈশিষ্ট্য, উদাহরণ, অর্থনৈতিক গুরুত্ব
অ্যানিলিডা পর্বের আবাস্থল :
বাসস্থান : এ পর্বের অধিকাংশ প্রাণী স্বাদু পানিতে বা সমুদ্রে বসবাস করে। কিছু প্রজাতি পাথর বা মাটিতে গর্ত করে বসবাস করে।
স্বভাব : এদের স্বভাব বৈচিত্র্যপূর্ণ। অধিকাংশই মুক্তভাবে থাকে, তবে কিছু সদস্য পরজীবী হিসেবে উদ্ভিদ বা প্রাণীর দেহে বসবাস করে ৷ যেমন– কেঁচো ।
অ্যানিলিডা পর্বের প্রাণীদের খন্ডকায়ন কিরূপ? ব্যাখ্যা –
প্রাণীদেহের অনুদৈর্ঘ্যিক বা রৈখিক অক্ষ বরাবর একাধিক সদৃশ খণ্ডকে বিভাজ্যতাই হলো খণ্ডকায়ন (Metamerism). Annelida পর্বের প্রাণীদের প্রকৃত খণ্ডকায়ন দেখা যায়। এদের দেহের ভেতর ও বাইরে সুস্পষ্ট ও সমআকারের খণ্ডকায়ন দেখা যায়। অর্থাৎ এদের খণ্ডকায়ন Homonymous metamerism.
আরও জানুন : কর্ডাটা ও নন কর্ডাটা: সংজ্ঞা,বৈশিষ্ট্য,উদাহরণ, পার্থক্য
